Bartaman Patrika
সিনেমা
 

অন্য উত্তম 

বাংলা চলচ্চিত্রে রোম্যান্টিসিজমকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিলেন উত্তমকুমার। কিন্তু সত্যিই কি উত্তমকুমার মানে শুধুই একজন রোম্যান্টিক নায়ক? মহানায়কের ৪০তম প্রয়াণ দিবসের দু’দিন পর অভিনেতার অন্য দিক আলোচনায় প্রীতম দাশগুপ্ত 
অনেকদিন ধরেই উত্তমকুমারকে নিয়ে ছবি করার কথা ভাবছিলেন পরিচালক সত্যজিৎ রায়। চিত্রনাট্যও রেডি। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে তৈরি হবে ‘ঘরে বাইরে’। সন্দীপের চরিত্রে উত্তমকে ভেবেছিলেন সত্যজিৎ। কিন্তু প্রতিষ্ঠিত নায়ক উত্তম সেই চরিত্রে অভিনয় করতে চাননি। বাংলা চলচ্চিত্রে রোম্যান্টিসিজমকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিলেন উত্তমকুমার। কিন্তু সত্যিই কী উত্তমকুমার মানে শুধুই একজন রোম্যান্টিক নায়ক? কেরিয়ারের একটা সময়ে পৌঁছে উত্তমকুমারও উপলব্ধি করেছিলেন, নিজেকে শুধু রোম্যান্টিক নায়ক হিসেবে তুলে ধরলে তাঁর নিজের অভিনয় প্রতিভার উপরই অবিচার করা হবে। তাই একের পর এক নানাবিধ চরিত্রে নিজেকে মেলে ধরেছিলেন তিনি। সেইজন্যই মৃত্যুর প্রায় ৪০ বছর পরেও তিনি বাঙালির এক ও একমাত্র মহানায়ক।
‘ঘরে বাইরে’তে উত্তমকুমারকে না পেলেও, স্রেফ তাঁকে ভেবেই একটি ছবির চিত্রনাট্য সাজিয়েছিলেন সত্যজিৎ রায়। ‘নায়ক’। অভিনেতা অরিন্দম মুখোপাধ্যায়ের প্রতিষ্ঠা পাওয়ার লড়াই। তাঁকে ঘিরে জনমানসের উন্মাদনা। একজন সুপারস্টারের জীবন সবকিছুই তুলে ধরা হয়েছিল ছবিতে। ১৯৬৬। উত্তমকুমার তখন মধ্যগগনে। ইন্দিরা হলে ছবির প্রিমিয়ার হবে। সত্যজিৎ স্পষ্টই বলে দিলেন প্রিমিয়ারে হাজির হতে হবে উত্তমবাবুকে। উত্তমও সবিনয়ে মানিকদাকে জানালেন, এই ভরদুপুরে শোয়ে তাঁর হাজির হওয়াটা ঠিক হবে না। গুরুগম্ভীর কণ্ঠে সত্যজিৎ জানিয়ে দিলেন, এটা সত্যজিৎ রায়ের ছবি। তাই তাঁকে হাজির হতেই হবে। এই খবর জানাজানি হতে দেরি হয়নি। সেদিন কেলেঙ্কারির একশেষ। রাস্তায় ভিড়। ‘গুরু’কে দেখতে হাজির অসংখ্য মানুষ। মারপিট, হাতাহাতি চলছে। হলমালিকও মানিকবাবুকে বললেন, উত্তমবাবুকে আনাটা কী ঠিক হবে। সত্যজিৎ নিজের সিদ্ধান্তে অনড়। উত্তম এলেন। সঙ্গে সঙ্গে দর্শকদের মধ্যে আলোড়ন। আর গুরু, গুরু রব। উত্তমকুমার স্টেজে এসে বললেন, এটা কিন্তু সত্যজিৎ রায়ের ছবি। এখানে এসব দয়া করে করবেন না। ব্যস দর্শক চুপ। এমনই ছিল তাঁর জনমোহিনী ভাবমূর্তি। এক লহমায় দর্শককে নিজের কথা শোনাতে বাধ্য করতে পারতেন উত্তমকুমার। সত্যজিৎ রায়ের সঙ্গে ‘চিড়িয়াখানা’ ছবিতেও অভিনয় করেছিলেন উত্তমকুমার। বাঙালির একান্ত আপন গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সির ভূমিকায় অভিনয় করে দর্শকের প্রশংসা আদায় করে নিয়েছিলেন উত্তমকুমার। এই ছবিতে অভিনয় করে জাতীয় পুরস্কারও পেয়েছিলেন তিনি। তবে যুগ্মভাবে। তিনি পুরস্কার ভাগাভাগি করেন উত্তমকুমারের সঙ্গেই। ‘অ্যান্টনি ফিরিঙ্গি’র জন্যও তাঁকে ওই পুরস্কার দেওয়া হয়েছিল।
‘ঘরে বাইরে’ ছবিতে নেগেটিভ রোল ছিল বলে তা প্রত্যাখ্যান করেছিলেন উত্তমকুমার। কিন্তু সেই উত্তমকুমারেরই জীবনের অন্যতম সেরা অভিনয় ছিল ১৯৭৫ সালে মুক্তি পাওয়া ‘বাঘ বন্দি খেলা’ ছবিতে। পীযূষ বসুর নির্দেশনার এই ছবিতে উত্তম অভিনয় করেছিলেন ভবেশ বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে। লম্পট, দুর্নীতিগ্রস্ত, স্মাগলিংয়ের কারবারি ভবেশকে পুলিসের হাতে ধরিয়ে দিতে চেয়েছিল তাঁর ছেলেই। আত্মঘাতী হয়ে জীবন শেষ করে দিয়েছিলেন ভবেশ। ১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত প্রায় একই ধরনের ছবি ‘কলঙ্কিনী কঙ্কাবতী’তে রাজশেখর রায়ের চরিত্রে অভিনয় করেছিলেন উত্তম।
উত্তমকুমার ছিলেন গ্রামের সরল সাদাসিধে ছেলে। শহরে এসেছেন। লড়াই করছেন। বড়লোকের মেয়ের প্রেমে পড়ছেন। নানা বাধা-বিপত্তি উপেক্ষা করে মধুরেণ সমাপয়েত। দেশভাগের যন্ত্রণাকাতর বাঙালির কাছে হিট। এটাই ছিল রোম্যান্টিক উত্তমের ইউএসপি। কিন্তু মোটামুটি ছয়ের দশকের শেষার্ধ থেকেই নিজের ইমেজ পাল্টানোর চেষ্টা করছিলেন উত্তম। আবার ঠিক একই সময় বাংলার দর্শকের কাছে হাজির হয়েছিলেন, তাঁর প্রবল প্রতিদ্বন্দ্বী সৌমিত্র চট্টোপাধ্যায়। উত্তমও নিজেকে ভেঙেচুরে তৈরি করছিলেন। নিজের রোম্যান্টিক ইমেজের বাইরে এসে অভিনেতা হিসেবে নিজেকে তুলে ধরতে চাইছিলেন। বস্তুত, এই সময় তিনি এমন বহু ছবি করেছেন, যা শুধু তাঁর অভিনয়ের গুণেই উতরে গিয়েছে। অভিনেতা উত্তমকুমারের জীবনের একটি অসাধারণ ছবি ১৯৬৭ সালে তৈরি ‘অ্যান্টনি ফিরিঙ্গি’। পর্তুগিজ অ্যান্টনি কবিয়ালের চরিত্রে অভিনয় করেছিলেন উত্তম। সুনীল বন্দ্যোপাধ্যায়ের এই ছবি ভালোবাসার গল্প হলেও, কাহিনী বিন্যাস ও অভিনয় দক্ষতার কারণে এই ছবিতে উত্তমকে স্রেফ রোমান্টিক হিরো বলা যাবে না।
১৯৭৫ সালে উত্তমকুমার আরও দু’টি অসাধারণ ছবিতে অভিনয় করেছিলেন। একটি পীযূষ বসুর ‘সন্ন্যাসী রাজা’। অন্যটি অরবিন্দ মুখোপাধ্যায়ের ‘অগ্নীশ্বর’। সন্ন্যাসী রাজায় ভাওয়ালের রাজার ফিরে আসার কাহিনী অনবদ্যভাবে ফুটিয়ে তুলেছিলেন উত্তমকুমার। অগ্নীশ্বরে একজন আদর্শবাদী চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ছবিতে একটি সরস সংলাপ ছিল। রোগীকে ডাক্তার দিয়েছেন তিনটি ডোজ। রোগী চাইছেন একটি। তখন ডাক্তার অগ্নীশ্বর বলছেন, যদি ঠাস ঠাস করে তিনটি চড় মারার দরকার হয়, তবে একটি চড়ে কাজ হবে কি?
সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন উত্তমকুমার। ‘ঝিন্দের বন্দি’ থেকে শুরু করে ‘অপরিচিত’, ‘স্ত্রী’, ‘দেবদাস’ সবেতেই অভিনয় দক্ষতার তুঙ্গে উঠেছিলেন বাংলার দুই ম্যাটিনি আইডল। এরমধ্যে ‘স্ত্রী’ ছবির কথা আলাদাভাবে বলতেই হয়। কারণ ওই ছবিতে উত্তমকুমার রোম্যান্টিক ইমেজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন। এখানেও তিনি ছিলেন মদ্যপ জমিদার (মাধব দত্ত)। কর্মচারী তরুণ ফোটোগ্রাফার (সীতাপতি)-এর সঙ্গে তাঁর স্ত্রীর সম্পর্কের কথা জেনে গিয়েছিলেন। সেই টানাপোড়েন ছবিতে ফুটিয়ে তুলেছিলেন উত্তম।
মহানায়কের ছয়ের দশকের একটি ছবির কথা না বললে চরিত্রাভিনেতা উত্তমকে পাওয়া যাবে না। সেটি হল, ‘খোকাবাবুর প্রত্যাবর্তন’। যে সময় তিনি ওই ছবি করেছিলেন, তখন তিনি রোম্যান্টিক নায়ক হিসেবে প্রতিষ্ঠিত। অথচ সেই সময় রাইচরণের মতো একটা কঠিন অথচ নন গ্ল্যামারাস রোলে তিনি ফাটিয়ে অভিনয় করেছিলেন। ১৯৬৩ সালের আরও একটি ছবি ‘শেষ অঙ্ক’। ওই ছবিতেও নিজের গ্ল্যামারাস ভাবমূর্তিকে দূরে সরিয়ে রেখেছিলেন উত্তম। শুভ্রাংশুরূপী উত্তমের নেগেটিভ রোলে অভিনয় আজও দর্শক মনে রেখেছে। ১৯৫৯ সালের ছবি ‘বিচারক’-এও উত্তমকুমারকে দেখা গিয়েছে এমনই নন গ্ল্যামারাস রোলে। যিনি নিজেকে রায় দেওয়ার ব্যাপারে চরম নিরপেক্ষ মনে করতেন, সেই বিচারকই একটি বিশেষ কেসে রায় দিতে গিয়ে চরম দ্বিধায় পড়লেন। ‘ওগো বধূ সুন্দরী’ ছবির আগে হিন্দিতে মহানায়ক একটি ছবি করেছিলেন। ‘প্লট নম্বর ৫’। উত্তমকুমারের অভিনয় জীবনের অন্যতম কঠিন এক চরিত্র। সেই ছবিতে হুইলচেয়ারে উত্তম। প্রতিবন্ধী মানুষ। হুইলচেয়ারে বসেই একের পর এক খুন করতে থাকে। ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন অমল পালেকর। অন্যান্য চরিত্রে ছিলেন শ্রীরাম লাগু, প্রদীপকুমার প্রমুখ। ছবিটি অবশ্য মুক্তি পেয়েছিল মহানায়কের মৃত্যুর পর।
ছয়ের দশকের শেষার্ধ থেকে শুরু করে জীবনের শেষ দিনেও উত্তমকুমার রোম্যান্টিসিজমের বাইরে নিজেকে নিয়ে এসেছেন। ‘মৌচাক’, ‘ধন্যি মেয়ে’, ‘ছদ্মবেশী’, ‘ভ্রান্তিবিলাস’, ‘ওগো বধূ সুন্দরী’র মতো কমেডি ছবিতে তাঁর অসাধারণ অভিনয় দক্ষতা দেখা গিয়েছে। উত্তমকুমার অভিনীত বেশ কয়েকটি ছবি পরে হিন্দিতে হয়েছে। এমনই একটি ছবি ‘নিশিপদ্ম’। পরে হিন্দিতে ‘অমর প্রেম’ ছবিতে ওই ভূমিকায় দেখা গিয়েছিল রাজেশ খান্নাকে। সুপারস্টার রাজেশ অকপটে স্বীকার করেছিলেন, তিনি উত্তমকুমারের ধারেকাছে পৌঁছতে পারেননি। সব মিলিয়ে মৃত্যুর ৪০ বছর আজও বাঙালির স্বপ্নের নায়ক— উত্তমকুমার।
26th  July, 2019
 মুখ আর মুখোশের লুকোচুরি

সবটাই কি মুখোশ? মুখ বলে কি আদৌ কিছু হয়? যদি হয়, তাহলে মুখ ও মুখোশের মধ্যে ফারাক কতখানি? প্রাগৈতিহাসিক এই প্রশ্নটিকেই সামনে রেখে এবার তরুণ পরিচালক অর্ঘ্যদীপ চট্টোপাধ্যায় তৈরি করছেন আর একটি থ্রিলার ‘মুখোশ’। এটি তাঁর তৃতীয় ছবি।
বিশদ

27th  September, 2019
অন্নভোগে, মাতৃ আরাধনায়,
হোমযজ্ঞে ছবির প্রচার

মাহাত্ম্য আর মহত্বে মহীয়ান মহাপীঠ তারাপীঠের নতুন করে বর্ণনা দেওয়ার কিছু নেই। প্রত্যাশার ভিড়ে সেদিনও উপচে পড়েছিল প্রাঙ্গণ। মুখরিত জয়ধ্বনিতে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছিল প্রাচীন এই তীর্থভূমি। তখন দুপুর। কলকাতা থেকে পাঁচ ঘণ্টার পথ উজিয়ে এই পীঠস্থানে পা রাখতেই জানা গেল অন্নগ্রহণে বসেছেন ওঁরা।
বিশদ

20th  September, 2019
দিল্লিতে বাংলা চলচ্চিত্র উৎসব

  দ্বাদশ বাংলা চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে দিল্লিতে। আজ, শুক্রবার বেঙ্গল অ্যাসোসিয়েশন আয়োজিত এই চলচ্চিত্র উৎসবের সূচনা হবে। চলবে তিনদিন।
বিশদ

13th  September, 2019
ভালো মেয়ে, খারাপ মেয়ের গল্প

শহরের অভিজাত পানশালায় নাচ করে রিয়া ফার্নান্ডেজ। ক্লায়েন্টদের কাছে রিয়া বেশ জনপ্রিয়, সেই কারণে বাড়তি রোজগারের পথও তার কাছে উন্মুক্ত। স্বামীর সঙ্গে রিয়ার দশ বছরের বিবাহিত জীবন। তবে কোনওদিনই তাদের সম্পর্ক সুখের নয়। একদিন রাতে রিয়া যখন কাজে যাচ্ছে, ঠিক তখনই তিনজন ছেলের পাল্লায় পড়ে।
বিশদ

13th  September, 2019
 হারানো আড্ডাকে ফিরে দেখা

আড্ডা দিতে বাঙালির জুড়ি নেই। সময় পেলেই মনের মতো কারও সঙ্গে বসে পড়লেই হল। নেই বিষয়ের চিন্তা, নেই কোনও স্থান নির্বাচনের চাপ। কিন্তু আজকে ব্যস্ত জীবনস্রোতে সেই আড্ডা দিতেই কি ভুলে যাচ্ছে বাঙালি? ‘আড্ডা’ ছবিতে পরিচালক দেবায়ুষ চৌধুরী এই প্রশ্নই তুলেছেন। 
বিশদ

13th  September, 2019
বাণিজ্যিক ছবির নায়করা
এখন দ্বিধাগ্রস্ত

 বাংলা সিনেমা এখন একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। বলিউডের মতোই সেখানে কনটেন্ট বনাম স্টারভ্যালুর লড়াই চলছে। আর সেই জাঁতাকলে নাভিশ্বাস উঠছে তারকা থেকে শুরু করে পরিচালক প্রযোজকের। আর সমান্তরাল ছবির তুলনায় এখন দর্শক হারানোর কোপ যে বাণিজ্যিক ছবির উপর অনেক বেশি তা মেনে নিচ্ছেন বনি সেনগুপ্ত।
বিশদ

06th  September, 2019
মুম্বইয়ে জমজমাট বিশ্বজিৎ লাইভ

দিন কয়েক আগে অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের কাছে একটি ফোন কল এল। ফোনের ওপারে তাঁর একসময়ের নায়িকা সায়রা বানুর কণ্ঠস্বর। মাসখানেক আগেই নিজের জন্মদিনের হীরকজয়ন্তী পালন করেছেন হিন্দি ছবির এই দাপুটে অভিনেত্রী।
বিশদ

06th  September, 2019
অভিযানে নামছে গোয়েন্দা জুনিয়র বিক্রম 

বড়, বুড়ো, যুব, খুড়োদের নিয়ে ছবি তৈরির পর এবার খোকাদের জন্য ছবি তৈরিতে হাত দিলেন মৈনাক ভৌমিক। তাঁর নির্মীয়মান ছবির নাম ‘গোয়েন্দা জুনিয়র’। নামেই পরিষ্কার এ ছবির নায়ক এক নাবালক চৌখস।   বিশদ

30th  August, 2019
আশা করছি কলকাতায়
সঙ্গীতপিপাসু অনেককে পাব

 প্রসিদ্ধ কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী, লেখক ও সমাজকর্মী টি এম কৃষ্ণার কলকাতায় প্রথম একক অনুষ্ঠান আগামী ২৫ আগস্ট কলামন্দিরে। তার  আগে নিজের অনুষ্ঠান ছাড়াও বিবিধ বিষয় নিয়ে কথা বললেন আমাদের প্রতিনিধি অমিত চক্রবর্তীর সঙ্গে। বিশদ

23rd  August, 2019
 সৎপথে থাকলে ভাত ডালের অভাব হবে না

 সঙ্গীত জীবনের ৪০ বছর পূর্ণ করলেন শিল্পী। সেই সঙ্গে তাঁর নেতৃত্বে থিয়েটার অ্যাকাডেমিও দেখতে দেখতে তিরিশ বছর পেরিয়ে গেল। নিজের কাজ, অনুষ্ঠান, আর্কাইভ নিয়ে ভাবনা সহ নানা বিষয় নিয়ে কথা বললেন দেবজিত্ বন্দ্যোপাধ্যায়।
বিশদ

23rd  August, 2019
 গ্রামের মানুষের সরল জীবনযাত্রার গল্প

  গ্রামের মানুষদের সরল জীবনযাত্রার খুব সাধারণ গল্প ‘দৃষ্টি’। এই সরল জীবনের মধ্যেই হঠাত্ নেমে আসে অন্ধকারের ছায়া। জটিল অঙ্কের মধ্যে কাটতে থাকে জীবন। শিবা মানে শিবপ্রসাদ হল গ্রামে বসবাসকারী এক বিবাহিত পুরুষ। মাছের ব্যবসা করে সুখে শান্তিতে দিন কেটে যায়। তাদের সর্বক্ষণের সঙ্গী হল প্রতিবেশী রাম ও তার স্ত্রী। বিশদ

23rd  August, 2019
তমালিকা পণ্ডা শেঠ স্মৃতি পুরস্কার

গত ৬ আগস্ট ছিল প্রয়াত কবি তমালিকা পণ্ডা শেঠের ৬৩তম জন্মদিন। তিনি ছিলেন বিধায়ক, পুরপ্রধান, সংস্কৃতি সংগঠক, রাজনীতিবিদ ও আপনজন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। প্রয়াত কবির জন্মদিনে কলকাতার জাতীয় গ্রন্থাগারে সংবাদ সাপ্তাহিক আপনজন পত্রিকার উদ্যোগে সাহিত্য আলোচনা সভার আয়োজন করা হয়।
বিশদ

09th  August, 2019
লক্ষ্য যখন মঙ্গল

১৪ আগস্ট চাঁদের কক্ষপথে ঝাঁপ দেবে ভারতের চন্দ্রযান-২। তার ঠিক পরের দিন, অর্থাৎ স্বাধীনতা দিবসে মুক্তি পাবে অক্ষরকুমার অভিনীত জগন শক্তির ছবি ‘মিশন মঙ্গল।’ ইতিমধ্যেই সিনেপ্রেমীরা দেখে ফেলেছেন মিশন মঙ্গলের ট্রেলার। সেখানে স্পষ্টই বলা হয়েছে, সত্য ঘটনা অবলম্বনে এই ছবি তৈরি করা হয়েছে।
বিশদ

09th  August, 2019
অবশেষে চৌধুরী পরিবারে
শামিল হয়ে খুশি ঋতুপর্ণা

আগ্রহটা ছিল দু’তরফেই। টলিউডের তামাম পরিচালক ও প্রযোজকের ছবিতে কাজ করলেও বাংলা সিনেমা জগতের অন্যতম ইতিহাস সৃষ্টিকারী ‘চৌধুরী পরিবার’-এর কোনও ছবিতে অভিনয় করেননি ঋতুপর্ণা সেনগুপ্ত। টলিউডের শীর্ষ অভিনেত্রীর ভাষায় যা ‘অঞ্জন চৌধুরী ঘরানা’। এতদিনে সেই আক্ষেপ মিটল ঋতুপর্ণার।
বিশদ

02nd  August, 2019
একনজরে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে হঠাৎ হাজির হলেন ম্যাথু স্যামুয়েল। বুধবার সকালে তিনি নিজেই চলে আসেন এখানে। তাঁর দাবি, আইফোনের পাসওয়ার্ড জানতে চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই জন্যই তিনি এসেছেন। ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজো যত এগিয়েছে, ততই কমেছে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা। সিইএসসি সূত্রের খবর, মূলত বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটি থাকায় এবং মাঝে-মধ্যে বৃষ্টির জেরে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ক্রমশ কমেছে।  ...

স্টকহোম, ৯ অক্টোবর (এপি ও এএফপি): লিথিয়াম-আয়ন ব্যাটারি তৈরির স্বীকৃতি। ২০১৯ সালে রসায়নে নোবেল পুরস্কার জিতে নিলেন তিন বিজ্ঞানী। আমেরিকার জন গুডএনাফ, ব্রিটেনের স্ট্যানলি হোয়াটিংহ্যাম ও জাপানের আরিকা ইয়োশিনো। বুধবার রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেসের তরফে একথা জানানো হল।  ...

পুনে, ৯ অক্টোবর: ভারতের মাটিতে ‘টিম ইন্ডিয়া’কে হারানো কতটা কঠিন, তা বিলক্ষণ টের পেয়েছে দক্ষিণ আফ্রিকা। কারণ, প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারতীয় দলের ৫০২ রানের ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীদের বেশি শ্রম দিয়ে পঠন-পাঠন করা দরকার। কোনও সংস্থায় যুক্ত হলে বিদ্যায় বিস্তৃতি ঘটবে। কর্মপ্রার্থীরা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

মানসিক স্বাস্থ্য দিবস
১৯৫৪: অভিনেত্রী রেখার জন্ম
১৯৬৪: অভিনেতা ও পরিচালক গুরু দত্তের মৃত্যু
২০১১: গজল গায়ক জগজিৎ সিংয়ের মৃত্যু  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৩৪ টাকা ৭২.০৪ টাকা
পাউন্ড ৮৫.৩৯ টাকা ৮৮.৫৪ টাকা
ইউরো ৭৬.৬০ টাকা ৭৯.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,৭৭৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৭৯০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৭,৩৪০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৫,৮৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৫,৯৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৩ আশ্বিন ১৪২৬, ১০ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, দ্বাদশী ৩৫/৪৩ রাত্রি ৭/৫২। শতভিষা ৫১/৩৮ রাত্রি ২/১৪। সূ উ ৫/৩৪/৩৩, অ ৫/১৩/১৭, অমৃতযোগ দিবা ৭/৮ মধ্যে পুনঃ ১/২২ গতে ২/৫৪ মধ্যে। রাত্রি ৬/৩ গতে ৯/২১ মধ্যে পুনঃ ১১/৪৮ গতে ৩/৬ মধ্যে পুনঃ ৩/৫৫ গতে উদয়াবধি, বারবেলা ২/১৯ গতে অস্তাবধি, কালরাত্রি ১১/২৪ গতে ১২/৫৭ মধ্যে। 
২২ আশ্বিন ১৪২৬, ১০ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, দ্বাদশী ৩৫/৪৭/৪২ রাত্রি ৭/৫৩/৫২। শতভিষা ৫৪/১৮/১৬ রাত্রি ৩/১৮/৫, সূ উ ৫/৩৪/৪৭, অ ৫/১৪/৪৭, অমৃতযোগ দিবা ৭/১৩ মধ্যে ও ১/১৩ গতে ২/৪৪ মধ্যে এবং রাত্রি ৫/৫০ গতে ৯/১৩ মধ্যে ও ১১/৪৬ গতে ৩/১৫ মধ্যে ও ৪/১ গতে ৫/৩৫ মধ্যে, বারবেলা ৩/৪৭/১৭ গতে ৫/১৪/৪৭ মধ্যে, কালবেলা ২/১৯/৪৭ গতে ৩/৪৭/১৭ মধ্যে, কালরাত্রি ১১/২৪/৪৭ গতে ১২/৫৭/১৭ মধ্যে। 
মোসলেম: ১০ শফর 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল  
মেষ: ব্যবসায় যুক্ত হলে ভালো। বৃষ: বিবাহের সম্ভাবনা আছে। মিথুন: ব্যবসায় বেশি বিনিয়োগ ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
মানসিক স্বাস্থ্য দিবস১৯৫৪: অভিনেত্রী রেখার জন্ম১৯৬৪: অভিনেতা ও পরিচালক গুরু ...বিশদ

07:03:20 PM

২০১৮ সালে সাহিত্যে নোবেল পাচ্ছেন পোল্যান্ডের ওলগা তোকারজুক এবং ২০১৯ সালে সাহিত্যে নোবেল পাবেন অস্ট্রিয়ার পিটার হ্যান্ডকা

05:15:00 PM

দ্বিতীয় টেস্ট, প্রথম দিন: ভারত ২৭৩/৩ 

04:43:00 PM

সিউড়ি বাজারপাড়ায় পরিত্যক্ত দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়ল, চাঞ্চল্য 

04:27:12 PM

মুর্শিদাবাদে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী বৃদ্ধ 
রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে গায়ে আগুন লাগিয়ে ...বিশদ

03:34:00 PM