সম্পত্তিজনিত বিষয়ে অশান্তি বৃদ্ধির আশঙ্কা। আত্মীয়-পরিজনের সঙ্গে সম্পর্কের অবনতি। শেয়ার, ফাটকা, লটারিতে অর্থাগম, কর্মক্ষেত্রে গোলযোগের ... বিশদ
হোটেল গেটওয়ে
হোটেল গেটওয়ের বাজ রেস্তরাঁয় ১৪ ও ১৫ এপ্রিল পাবেন নববর্ষের মহাভোজ। গন্ধরাজ ঘোল, চিংড়ির চপ, আম পাবদা, কুমড়োপাতায় ভাপা ইলিশ, মীরপুর মোরগ ভুনা, দই কাসুন্দি মাংস, বেকড মিহিদানা ও নানারকম মিষ্টি থাকবে বিশেষ বুফেতে। দাম ১৬৪৯ টাকা। ১৪ এপ্রিল ডিনার ও ১৫ এপ্রিল লাঞ্চ ও ডিনারে পাবেন বুফে।
চাওম্যান
৭ এপ্রিল ওয়ার্ল্ড হেল্থ ডে। সেই উপলক্ষে ৭ থেকে ১৪ এপ্রিল চাওম্যান রেস্তরাঁয় পাবেন হেলদি মেনু। মেনুতে রয়েছে স্যুপ, মোমো, ফ্রায়েড রাইস, নুডুলস, নানারকম নিরামিষ ও আমিষ পদ। নিরামিষ মেনুর দাম ৫৯৯ টাকা, কর অতিরিক্ত। আমিষ মেনুর দাম ৬৯৯ টাকা কর অতিরিক্ত।
পার্ক প্যাভেলিয়ন
পার্ক প্যাভেলিয়ন হোটেলে পয়লা বৈশাখ উপলক্ষে ১৫ এপ্রিল পাবেন বিশেষ মেনু। তাতে রয়েছে বেলপোড়া সরবত, টকমিষ্টি আম সরবত, লাল ডাল সোরবা, মাটন বিরিয়ানি, মুর্শিদাবাদি মুর্গ সোরবা, মোচা চিংড়ি, কোলাঘাটের সর্ষে মাছ, পটল পোস্ত, পাঁঠার কালিয়া ইত্যাদি। দাম ৭৯৯ টাকা।
সপ্তপদী
পয়লা বৈশাখ উপলক্ষে সপ্তপদী রেস্তরাঁয় পাবেন বৈশাখি ভোজ থালি ও বৈশাখি মহাভোজ থালি। ভোজ থালির দাম ৭৯৯ টাকা, মহাভোজ থালির দাম ৯৯৯ টাকা। ভোজ থালিতে পাবেন পোলাও, ভাজা, নিরামিষ তরকারি, চিংড়ি ও পাবদা মাছ, ভেটকি মাছ, চিলি উইংস ইত্যাদি। মহাভোজ থালির মেনুতে অতিরিক্ত পদের মধ্যে পাবেন চিতল মুইঠ্যা, ইলিশ, চিকেন ও মাটন। এছাড়াও আ-লা-কার্ট মেনুও পাবেন। এই মেনু ১৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত পাবেন।
ফ্রেন্ডস অব ফো
রেস্তরাঁটি চীনে, থাই ও বার্মিজ কুইজিন স্পেশাল। তাই এখানে পয়লা বৈশাখে গতানুগতিক বাঙালি মেনু পাবেন না। বরং মেনুর ধরন ভিন্ন। একটু অন্য স্বাদে নববর্ষ পালন করতে চাইলে এই রেস্তরাঁয় পাবেন মানচাও স্যুপ, ফিশ চিলি পিপার, ড্রামস অব হেভেন হংকং স্টাইল, কুংপাও কটেজ চিজ, প্রন অ্যান্ড লেমনগ্রাস চিলি, হংকং ভেজিটেবলস, চিলি চিকেন, কোকোনাট ক্রিমি ডিমসাম ইত্যাদি। এই মেনুর দাম ৮০০ টাকা। কর অতিরিক্ত। বিশেষ এই মেনু পাবেন ১৫ এপ্রিল।