Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

কংগ্রেসের ইস্তাহার বিজেপিকে
লড়াইতে টেনে এনেছে
পি চিদম্বরম

চুয়ান্ন পৃষ্ঠার একটা নথি যেন পায়রাদের মধ‌্যে‌ শিকারি বেড়াল দর্শনের ভয় ঢুকিয়ে দিয়েছে। এখানে বিজেপি হল একদল পায়রা—৫৬ ইঞ্চি বুকের পাটার দম্ভ এখানে ভুলে যান—কংগ্রেসের ২০১৯ লোকসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ হতেই বিজেপি যেভাবে ফিটের রোগীর মতো আচরণ করছে তাতেই এর প্রমাণ।
সাধারণভাবে ইস্তাহারগুলো হয় স্বল্পায়ু এবং তাকের কোণের কোথাও জায়গা পায়। ২ এপ্রিল কংগ্রেসের ইস্তাহার প্রকাশের মিনিট কয়েকের ভিতরেই সেটা খবরের শিরোনাম দখল করে নেয় এবং একটা করে ঘণ্টা পেরিয়েছে ঘটনাটা নতুন মাত্রা পেয়ে গিয়েছে। দিনের শেষে এবং নিশ্চিতভাবে ৫ এপ্রিল শেষের মুখে ইস্তাহারের প্রধান প্রতিশ্রুতিগুলো প্রত‌্যেকটা নগরে, শহরে এবং শহর-ঘেঁষা গ্রামগুলোতে পৌঁছে গিয়েছে। আমি নিশ্চিত যে টেলিভিশন এবং প্রচারকরা প্রধান প্রতিশ্রুতিগুলোর কথা দিন কয়েকের ভিতরে অন‌্যদের কাছে পৌঁছে দেবে। কংগ্রেসের ইস্তাহারের বার্তার জোর এতটাই যে বার্তাবাহকরা এগুলো মানুষের কাছে পৌঁছে দিয়ে ধন‌্য হবে।
কংগ্রেসের এবারের ইস্তাহার কতটা বৈশিষ্ট‌্যপূর্ণ যে ঘণ্টা কয়েকের ভিতরেই ‘টক অফ দ‌্য টাউন’ (গ্রামেরও চর্চার বিষয়) হয়ে উঠল? এর উত্তরটা হল—কংগ্রেসের ইস্তাহারটা বস্তুত মানুষের কণ্ঠস্বর। আমি চূড়ান্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে এই ইস্তাহারে জায়গা পাওয়া প্রত‌্যেকটা আইডিয়া বা প্রতিশ্রুতি কোনও-না-কোনও নাগরিক দিয়েছেন—হয় লিখিতভাবে অথবা দেশজুড়ে ১৭৪টা পরামর্শদাতার কোনোটা মারফত। ইস্তাহার প্রস্তুতকারীরা ওই সমস্ত আইডিয়াগুলোকেই সহজ ভাষায় গুছিয়ে লিখেছেন মাত্র।
বিজেপি উত্ত‌্যক্ত
সাধারণভাবে বিরোধী দলগুলোই শাসক দলের ইস্তাহারের সমালোচনায় মুখর হয়। সাম্প্রতিক অতীতের একটা ঘটনার কথাও আমি মনে করতে পারি না যাতে খোদ শাসক দল একটা বিরোধী দলের ইস্তাহারের বিরুদ্ধে এইভাবে খড়্গহস্ত হয়েছে। এই ঘটনায় প্রশ্ন উঠছে—কেন? বিজেপির লোকরা এর মধ‌্যে কী এমন পেয়েছে?
আমার মাথায় কয়েকটা জিনিস আসছে সেগুলো বিজেপিকে অবশ‌্যই উত্ত‌্যক্ত করেছে। প্রথমটা হল চাকরির প্রতিশ্রুতি। ৪৫ বছরের মধ‌্যে বেকারত্বের সর্বোচ্চ হার ৬.১ শতাংশ। নিশ্চিত এবং সত্বর সমাধান ছিল কিন্তু, সেই নিশ্চয়তা উপেক্ষা করে, মোদিজি বছরে দুই কোটি চাকরির বন্দোবস্ত করার প্রতিশ্রুতি দিয়ে বসলেন। উল্টে ওই প্রতিশ্রুতিই বিজেপিকে ধাওয়া করে বেড়িয়েছে। কর্মসংস্থানের ব‌্যবস্থার পরিবর্তে বিজেপির সরকার ডিমনিটাইজেশন এবং ত্রুটিপূর্ণ জিএসটি চালুর মাধ‌্যমে চাকরি ধ্বংসই করেছে। ন‌্যাশনাল স‌্যাম্পেল সার্ভে অফিসের (এনএসএসও) সরকারি রিপোর্টে ৪ কোটি ৭০ লক্ষ চাকরি খোওয়া যাওয়ার কথা লেখা হয়। কংগ্রেসের ইস্তাহার দেখিয়েছে দেশের বিশাল সংখ‌্যক বেকার যুবক-যুবতীদের নিশ্চিত কাজের ব‌্যবস্থা কী কী ভাবে করা সম্ভব। যেমন একটা সহজ পদক্ষেপ হল—সরকারি এবং আনুষিঙ্গক দপ্তরগুলোতে যত শূন‌্যপদ রয়েছে সেগুলো পূরণ করা, তাহলে এখনই ২৪ লক্ষ বেকারের চাকরি দেওয়া সম্ভব।
এরপর, ইস্তাহার সাহসী মনোভাব রেখেছে কৃষিক্ষেত্রের জন‌্য। এমনকী, কৃষিঋণ মকুবের সিদ্ধান্ত বিজেপি উপহাস করার পরেও, কংগ্রেসের ইস্তাহারে বকেয়া কৃষিঋণ মকুব করে দেওয়ার ঘোষণা রাখা হয়েছে। বিজেপির তরফে কয়েকটি দেউলিয়া কোম্পানির (৮৪,৫৮৫ কোটি টাকা) ঋণ মকুবের দৃষ্টান্ত টেনে কৃষিঋণ মকুবের যাথার্থ‌্য দেখিয়েছে কংগ্রেস। কংগ্রেসের ইস্তাহারের আরও দুটো প্রতিশ্রুতি কৃষকদের মন কেড়ে নিয়েছে: পৃথক ‘কিসান বাজেট’ এবং ঋণ খেলাপি কৃষকদের নামে আর কোনও ফৌজদারি (ক্রিমিনাল) মামলা নয়—কেননা যথাসময়ে ঋণ পরিশোধ না-হওয়াটা হল একটা দেওয়ানি (সিভিল) সমস‌্যা। একদা বিখ‌্যাত এগ্রিকালচারাল এক্সটেনশন সার্ভিস ফিরিয়ে আনারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কংগ্রেসের ইস্তাহারে। কথা দেওয়া হয়েছে—এগ্রিকালচারাল প্রোডিউস মার্কেট অ‌্যাক্ট প্রত‌্যাহার করা হবে, এসেনশিয়াল কমোডিটিজ অ‌্যাক্ট বদলানো হবে, এবং দেশের প্রতিটা জেলায় একটা করে কৃষি বিজ্ঞান কলেজ এবং একটা করে পশুস্বাস্থ‌্য বিজ্ঞান কলেজ স্থাপন করা হবে।
এড়িয়ে যাওয়া নয়
স্পর্শকাতর বিষয়গুলোর মুখোমুখি হতে ভয় পায়নি কংগ্রেসের ইস্তাহার। মহিলাদের জন্য ইস্তাহারে প্রতিশ্রিতি রয়েছে—মহিলা সংরক্ষণ বিলের পরিবর্তন এবং সমস্ত সরকারি পদের তিন ভাগের একভাগ মহিলাদের জন‌্য সংরক্ষণ। তফসিলি জাতি (এসসি), তফসিলি জনজাতি (এসটি) এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর (ওবিসি) জন‌্য কংগ্রেসের এবারের প্রতিশ্রুতি হল—ইকোয়াল অপারচুনিটিজ কমিশন, আরও ইতিবাচক ভূমিকা এবং বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও তাঁদের জন্য সংরক্ষণ। কংগ্রেসের ইস্তাহারে প্রতিশ্রুতি রয়েছে প্রবীণ নাগরিকদের জন‌্য, ভাষাগত এবং ধর্মীয় সংখ‌্যালঘুদের জন‌্য, নানাভাবে প্রতিবন্ধীদের জন‌্য এবং ‘এলজিবিটিকিউআইএ+’ কমিউনিটির জন‌্য। কংগ্রেসের এবারের নির্বাচনী ইস্তাহার পড়লে প্রত‌্যেকেই মনে করবেন এতে তাঁর কথাটা আছে।
কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার জাতীয় নিরাপত্তা, অভ‌্যন্তরীণ নিরাপত্তা এবং বিদেশ-নীতি নিয়ে আলোচনা করেছে এবং এসব বিষয়ে বিজেপির ভুল নীতি ও ভুল পদক্ষেপকে চ‌্যালেঞ্জ করেছে। জেটলিজি কিছু প্রশ্ন তোলার পরে কংগ্রেস বাস্তব দিক তুলে ধরে জবাব দিয়েছে এবং পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছে। কেন জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টার সংখ‌্যা, অনুপ্রবেশকারীদের সংখ‌্যা এবং হতাহতের সংখ‌্যা বেড়ে গেল? সশস্ত্র বাহিনী (বিশেষ ক্ষমতা) আইন বা সংক্ষেপে আফসপা  তুলে নেওয়া হল কেন ২০১৫ সালে ত্রিপুরা রাজ‌্য থেকে পুরোপুরি, মেঘালয় থেকে ২০১৮ সালে এবং অরুণাচল প্রদেশের তিনটি জেলা থেকে ২০১৯-এর ১ এপ্রিল? বিজেপি কি মদতপুষ্ট-অন্তর্ধান, যৌননিগ্রহ ও হিংসাকে সমর্থন করছে? সংসদ যেকালে ডিফেন্স অফ ইন্ডিয়া অ‌্যাক্ট এবং আনলফুল অ‌্যাক্টিভিটিজ (প্রিভেনশন) অ‌্যাক্ট তৈরি করেছে সেইকালে কেন ১২৪এ ধারার (বিদ্রোহ) প্রয়োজন—যেটা উপনিবেশ জমানার একটা অন‌্যায় ব‌্যবস্থামাত্র? এটা পরিষ্কার যে তার মতো লড়াই করার কায়দাটা কংগ্রেস ফের খুঁজে বার করেছে এবং বিজেপিকে চ‌্যালেঞ্জ জানাবার সদিচ্ছা দেখাচ্ছে। আমি বিতর্কে তাঁদের স্বাগত জানাই কিন্তু হতাশ হচ্ছি প্রধানমন্ত্রীর ভাষণ দিনকে দিন উগ্র হয়ে ওঠায়।
আইডিয়ার লড়াই চেয়েছিলাম
বিজেপি এখনও অব্দি (৫ এপ্রিল) তাদের নির্বাচনী ইস্তাহার বার করেনি। অথচ, প্রথম দফার ভোট আগামী ১১ তারিখ, আজ, সোমবার থেকে ধরলে মাত্র তিনদিন বাকি। আমার সন্দেহ হচ্ছে যে, কংগ্রেসের ইস্তাহারকে ‘কাউন্টার’ করার জন‌্য বিজেপি তার খসড়া ইস্তাহারটাকে মাজাঘষা (রিভাইজ) করছে। সে ভালো। বিজেপিকে আইডিয়ার যুদ্ধে নামানো যাক। যতদূর সম্ভব, বিজেপি ভরসা রেখেছে উগ্র-জাতীয়তাবাদে এবং অপব‌্যবহারে-গালমন্দে। বিজেপির প্রচার যদি আইডিয়া এবং যুক্তিতর্কের দিকে ঘুরে যেত তবে আমি সেটাকে স্বাগতই জানাতাম।
বহু দফায় ভোটগ্রহণের আইডিয়াটা আমার পছন্দ নয় কিন্তু, বর্তমান পরিস্থিতিতে, এটা হয়তো এড়ানো মুশকিল ছিল। ভোটগ্রহণের বিভিন্ন দফার ভিতরে খবর পরিবেশনে সংবাদ মাধ‌্যমকে অবশ‌্যই নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে এবং নির্বাচন কমিশনের ক্ষমতা প্রয়োগে অবশ‌্যই কোনোরকম বৈষম‌্য হবে না। বাকিটা ভারতের মানুষের বিবেচনা।  
08th  April, 2019
মধ্যবিত্তের ভোটচর্চা 

সমৃদ্ধ দত্ত: ভোট নিয়ে সবথেকে বেশি গল্প কারা করে? মধ্যবিত্ত। ভোট নিয়ে সারাদিন বন্ধুবান্ধব আর পরিচিতদের সঙ্গে ঝগড়া কারা করে? মধ্যবিত্ত। যে নেতানেত্রীরা তাঁদের চেনেনই না, তাঁদের হয়ে জানপ্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়ে ছোটবেলার বন্ধু কিংবা আত্মীয়স্বজন অথবা পরিচিত ফ্যামিলি ফ্রেণ্ডকে আক্রমণ করে কারা? মধ্যবিত্ত।  বিশদ

কংগ্রেসের নির্বাচনী প্রচার নিয়ে কিছু সহজ প্রশ্ন
শুভময় মৈত্র

সপ্তদশ লোকসভা গঠনের লক্ষ্যে ভোটগ্রহণ শুরু হয়ে গেল ১১ এপ্রিল, বৃহস্পতিবার। সাত দফায় চলবে এই ভোট, ১৯ মে পর্যন্ত। তারপর ২৩ তারিখ ভোটফল। মোদি সরকার আবার ক্ষমতায় ফিরে আসবে কিনা সেটাই এবারের মূল প্রশ্ন। আপাতত বিভিন্ন সমীক্ষা যা খবর দিয়েছে তাতে সেই আশা একেবারে অলীক নয়।
বিশদ

18th  April, 2019
সেই প্রশ্নগুলির জবাব মিলছে না কেন?
মোশারফ হোসেন 

দেশজুড়ে রাজনীতির ময়দানে এই মুহূর্তে গনগনে আঁচ। রাজনীতির মাটি গরম। রাজনীতির বাতাস গরম। কারণ দেশে ভোট যে শুরু হয়ে গিয়েছে! ভোটগ্রহণ সব মিলিয়ে সম্পন্ন হবে সাত দফায়।  
বিশদ

16th  April, 2019
দুটি ইস্তাহারের গল্প
পি চিদম্বরম

গত ৮ এপ্রিল বিজেপির নির্বাচনী ইস্তাহার প্রকাশ হল কোনও প্রকার তূর্যনিনাদ ছাড়াই। বিজেপির পক্ষে এই যে নম্রতা একেবারে অস্বাভাবিক! বিজেপির নরম হওয়ার অনেক কারণ ছিল। 
বিশদ

15th  April, 2019
লোকসভা ২০১৯: বাংলার ভোটে
মমতাভক্তি ঠেকানো যাবে?
শুভা দত্ত

যুদ্ধ শুরু হয়ে গেল। ভোটযুদ্ধ ২০১৯। আগামী লোকসভার দখল কে নেবেন, আগামী পাঁচ বছর কার হাতে থাকবে দেশ-শাসনের ভার তার ফয়সালা হবে এই যুদ্ধের ময়দানে। গত বৃহস্পতিবার এ রাজ্যের সঙ্গে সারা দেশে শুরু হয়ে গেল সেই যুদ্ধ।
বিশদ

14th  April, 2019
দলগুলির ইস্তাহারে রাষ্ট্রের ক্রমবর্ধমান ভূমিকা
ভবিষ্যতে সংকট ডেকে আনবে না তো?
বিশ্বনাথ চক্রবর্তী

 ২০১৯ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলি একের পর এক নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে। আমাদের রাজ্যে তৃণমূল, বামফ্রন্ট, বিজেপি এবং কংগ্রেস চতুর্মুখী লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। এই প্রেক্ষিতে চার শিবিরের প্রকাশিত নির্বাচনী ইস্তাহারগুলির তূলনামূলক পর্যালোচনা থেকে বেরিয়ে আসছে যে, প্রতিটি শিবিরই নাগরিকদের আরও বেশি করে রাষ্ট্রমুখী করতে চাইছে।
বিশদ

14th  April, 2019
জাতীয়তাবাদ আজ যে কানাগলিতে
নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

 জ্যাক বারজুঁ (Jacque Barzun) ১৯৭২ সালে একুশ শতকে সন্ধান করার সময় যে, কথাটা বলেছিলেন, সেটা আজ এই সাতচল্লিশ বছর পর এক বিশেষ রাজনৈতিক দলের প্রযত্নে যে এমন সত্য হয়ে উঠবে, এটা কে জানত? জ্যাক বারজুঁ এক অ্যামেরিকান ঐতিহাসিক, যিনি বাহাত্তর সালে বলেছিলেন যে, অতীতের রাজনৈতিক ‘বাদ’ (ism) যা যা বোঝাত, সেইরকম কোনও ‘বাদ’ টিকে না থাকলেও একমাত্র জাতীয়তাবাদ অতি অদ্ভুতভাবে টিকে আছে।
বিশদ

13th  April, 2019
ছুটির ফাঁদে
অতনু বিশ্বাস

 ছুটির ফাঁদে পড়েছে সূর্যোদয়ের দেশটা। জাপান। হঠাৎ করে পড়ে পাওয়া চোদ্দো আনার মত দশদিনের অতিরিক্ত ছুটি জুটেছে জাপানিদের। আর সেই ছুটি নিয়ে করবেটা কী, তা বুঝতেই পারছে না হোক্কাইডো থেকে হাটেরুমা পর্যন্ত সকল জাপানবাসী।
বিশদ

13th  April, 2019
ভোটে জিততে হাতিয়ার যখন বিজ্ঞাপন
মৃণালকান্তি দাস

‘পেটিএম ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর এবার পরশ বিন্দিতেও।’ ট্যুইটারে এমনই কটাক্ষ করেছিলেন রায়গঞ্জের বামপ্রার্থী মহম্মদ সেলিম। গাঁয়ে-গঞ্জে মহিলাদের টিপের পাতাতেও মোদির ছবি ছাপিয়ে বিজেপির এমন অভিনব নির্বাচনী প্রচার এর আগে কোনওদিন দেখেনি এই বাংলার মানুষ। শুধু কী তাই! নমো ব্র্যান্ডের টিশার্ট, কাপ, নোটবুক সবেতেই মোদি।
বিশদ

12th  April, 2019
নির্বাচনে কৃষক-শ্রমিকের রায় কার পক্ষে?
বিশ্বনাথ চক্রবর্তী

৫৪৩টি লোকসভা আসনের মধ্যে ৩৪২টি আসনই গ্রামীণ ভারতের অন্তর্গত। এই ৩৪২টি আসনে প্রায় ৬০ কোটির কাছাকাছি ভোটারের ৭০ ভাগই কৃষিজীবী মানুষ। অন্যদিকে, দেশের ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে ৫৭টি আসন পুরোপুরি শহরকেন্দ্রিক। বাকি ১৪৪টি আসন আধা-শহর, আধা-গ্রাম বিশিষ্ট।  
বিশদ

11th  April, 2019
রাজনীতির উল্টো ফুটে এক আশ্চর্য বালক
হারাধন চৌধুরী 

এক হাতে একটি মৃত মুরগির বাচ্চা আর অন্য হাতে দশ টাকার একটি নোট। একজন কাঁদো কাঁদো মুখ করে ছুটে যাচ্ছে। হাত দুটি, পা দুটি খুব ছোট তার। কারণ, মানুষটিও ছোট খুব। মাত্র ছ’বছরের ছেলে।  
বিশদ

09th  April, 2019
বাংলার নজিরবিহীন উন্নয়নের কাণ্ডারী
মমতাকেই কি ভয় পাচ্ছে বিজেপি?

শুভা দত্ত

 ভোটযুদ্ধের উত্তাপ এখন তুঙ্গে। দেশের আসমুদ্রহিমাচল প্রচার-অপপ্রচারের ঢেউয়ে উত্তাল। যুযুধান পক্ষগুলির মন্ত্রী-সান্ত্রী-সেনাপতি থেকে ছোট-বড়-মাঝারি নেতানেত্রী নাওয়া-খাওয়া ভুলে চড়া রোদের তাপ উপেক্ষা করে দেশজনতার দুয়ারে দুয়ারে ঘুরছেন। দলের প্রার্থীর জন্য ভোট চাইছেন।
বিশদ

07th  April, 2019
একনজরে
 সুখেন্দু পাল  লাউদোহা, বিএনএ: দেশে প্রকৃত আচ্ছে দিন আনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করার ডাক দিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের হেভিওয়েট নেতা অরূপ বিশ্বাস। বৃহস্পতিবার তিনি পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের লাউদোহার জামগড়া গ্রামে জনসভা করেন। এদিন থেকেই অরূপবাবু পশ্চিম বর্ধমানে ...

সংবাদদাতা, নবদ্বীপ: বৃহস্পতিবার নবদ্বীপের গ্রামীণ এলাকায় রোড-শো করে ভোটপ্রচার করলেন রানাঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। এদিন সকাল ৮টা থেকে হুডখোলা জিপে চেপে মায়াপুর থেকে প্রচার শুরু করেন তিনি। বাইকে চেপে প্রচুর কর্মী-সমর্থক প্রার্থীর সঙ্গে রোড-শোয়ে শামিল হন। ...

  সংবাদদাতা, মাথাভাঙা: বৃহস্পতিবার নির্বিঘ্নে ই ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হল মেখলিগঞ্জ মহকুমায়। কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার দু’টি ব্লক মেখলিগঞ্জ ও হলদিবাড়ি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে পড়েছে। ...

লিসবন, ১৮ এপ্রিল (পিটিআই): পর্তুগালে মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত্যু হল ২৯ জন জার্মান পর্যটকের। এছাড়াও জখম হয়েছেন ২১ জন। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। বুধবার পর্যটকদের অন্যতম গন্তব্যস্থল মাদিরা দ্বীপে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ ওই ঘটনা ঘটে।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সম্পত্তিজনিত বিষয়ে অশান্তি বৃদ্ধির আশঙ্কা। আত্মীয়-পরিজনের সঙ্গে সম্পর্কের অবনতি। শেয়ার, ফাটকা, লটারিতে অর্থাগম, কর্মক্ষেত্রে গোলযোগের ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৭৯০- মার্কিন বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের মৃত্যু,
১৯৭১- স্বাধীনতা ঘোষণা করল বাংলাদেশ, গঠিত হল অস্থায়ী মুজিবনগর সরকার,
১৯৭২- শ্রীলঙ্কার ক্রিকেটার মুথাইয়া মুরলীধরনের জন্ম,
১৯৭৫- ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণানের মৃত্যু,
১৯৮৩- এস এল ভি-৩ রকেটের সাহায্যে ভারত মহাকাশে পাঠাল দ্বিতীয় উপগ্রহ ‘রোহিনী’ আর এস ডি-২ 

17th  April, 2019


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৮.৬৯ টাকা ৭০.৩৮ টাকা
পাউন্ড ৮৯.০৬ টাকা ৯২.৩৪ টাকা
ইউরো ৭৭.০৭ টাকা ৮০.০২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩২,০০৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩০,৩৬৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩০,৮২০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৭,৪৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৭,৫৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৫ বৈশাখ ১৪২৬, ১৯ এপ্রিল ২০১৯, শুক্রবার, পূর্ণিমা ২৮/৩২ অপঃ ৪/৪২। চিত্রা ৩৫/৩০ রাত্রি ৭/৩০। সূ উ ৫/১৭/৩৬, অ ৫/৫৪/২৪, অমৃতযোগ দিবা ৬/৫৯ মধ্যে পুনঃ ৭/৪৯ গতে ১০/২০ মধ্যে পুনঃ ১২/৫২ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৪/১৩ গতে অস্তাবধি, বারবেলা ৮/২৬ গতে ১১/৩৫ মধ্যে, কালরাত্রি ৮/৪৫ গতে ১০/১০ মধ্যে। 
প্রাচীন পঞ্জিকা: ৫ বৈশাখ ১৪২৬, ১৯ এপ্রিল ২০১৯, শুক্রবার, পূর্ণিমা ২৮/৪৩/৪৯ অপঃ ৪/৪৭/৪৩। চিত্রানক্ষত্র রাত্রি ৩৬/২৭/৩৮ রাত্রি ৭/৫৩/১৪, সূ উ ৫/১৮/১১, অ ৫/৫৫/৩১, অমৃতযোগ দিবা ৬/৪৮ মধ্যে ও ৭/৪০ গতে ১০/১৬ মধ্যে ও ১২/৫২ গতে ২/৩৪ মধ্যে ও ৪/১৮ গতে ৫/৫৬ মধ্যে এবং রাত্রি ৭/৩০ গতে ৮/৫৮ মধ্যে ও ২/৫৩ গতে ৩/৩৭ মধ্যে, বারবেলা ৮/২৭/৩১ গতে ১০/২/১১ মধ্যে, কালবেলা ১০/২/১১ গতে ১১/৩৬/৫১ মধ্যে, কালরাত্রি ৮/৪৬/১১ গতে ১০/১১/৩১ মধ্যে। 
১৩ শাবান 
এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: শেয়ার, ফাটকা, লটারিতে অর্থাগম। বৃষ: প্রেমে সফলতা প্রাপ্তি। মিথুন: শ্বশুরবাড়ির সূত্রে ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৮৮২: বিবর্তনবাদের স্রষ্টা চার্লস ডারউইনের মৃত্যু১৯৫৫: শিকারি ও লেখক জিম ...বিশদ

07:03:20 PM

কেকেআরকে ২১৪ রানের টার্গেট দিল বেঙ্গালুরু  

09:44:38 PM

আইপিএল: বেঙ্গালুরু ১২২/২(১৫ ওভার) 

09:14:28 PM

আইপিএল: বেঙ্গালুরু ৭০/২(১০ ওভার) 

08:53:00 PM

টসে জিতে ফিল্ডিং নিল কেকেআর

07:35:32 PM