Bartaman Patrika
শিল্প -বাণিজ্য
 

কেবলের নতুন নিয়মের সাত-সতেরো

বাপ্পাদিত্য রায়চৌধুরী: টিভি দেখার ক্ষেত্রে অ্যানালগ সিস্টেম থেকে ডিজিটাল সিস্টেমে রূপান্তর খুব বেশি দিন আগে হয়নি। তার স্মৃতি এখনও মুছে যায়নি দর্শকের মন থেকে। সেই সময় বারবার সময়সীমা বদল এবং নয়া নিয়ম চালু হওয়া নিয়ে টালবাহানায় দর্শক তিতিবিরক্ত হয়ে গিয়েছিলেন। সমস্যায় পড়েছিল কেবল ব্যবসাও। সময়ের সঙ্গে সঙ্গে সেই পরিস্থিতি বদলেও যায়। সুষ্ঠুভাবে ফের টিভি সম্প্রচার শুরু হয়। কিন্তু ফের আরও এক ধাপ নয়া নিয়মের মধ্যে দিয়ে গেলেন দর্শকরা। পছন্দ অনুযায়ী যে ক’টি চ্যানেল দর্শক দেখবেন, শুধু তার জন্যই তাঁরা পয়সা মেটাবেন, এই নিয়ম চালু করার জন্য কোমর বেঁধে নামে টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া বা ট্রাই। কেবল ব্যবসায় আরও বেশি করে স্বচ্ছতা আনাই তাদের মূল লক্ষ্য, এমনটাই জানায় টেলিকম নিয়ন্ত্রক সংস্থা। সেই নয়া নিয়ম চালু করার ক্ষেত্রে কয়েকটি বিষয় ফের আরও একবার দেখে নেওয়া যাক।
কেন চালু হল নতুন নিয়ম?
কেবল ব্যবসায় স্বচ্ছতা আনার লক্ষ্যই ডিজিটাইজেশন হয়। কিন্তু সেই পরিবর্তনের পরও স্বচ্ছতা আসেনি টিভি দেখার খরচে। প্যাকেজের নামে একগুচ্ছ চ্যানেল টিভির পর্দায় ভেসে উঠত এতদিন। যে চ্যানেল দেখেন না দর্শক, তার জন্যও গুনতে হতো খরচ। সেই সংস্কৃতিতে রাশ টানতেই ২০১৭ সালের মার্চ মাসে নয়া নিয়ম চালু করে ট্রাই। সেখানেই বলা হয়, দর্শকের পূর্ণ স্বাধীনতা আছে চ্যানেল বাছাইয়ের। অর্থাৎ তিনি যা দেখবেন, তার জন্যই খরচ করবেন। কিন্তু তা কেবল ব্যবসায় ততটা গ্রাহ্য হয়নি। সেই নিয়মকে বাধ্যতামূলক করতে অবশেষে গত বছরের ২৮ ডিসেম্বর সমসয়সীমা বেঁধে দেয় ট্রাই। পরবর্তীকালে দর্শককে বিষয়টি বুঝে নিতে এবং কেবল সংস্থা ও অপারেটরদের নয়া নিয়ম সম্পর্কে অবগত করতে সময়সীমা বাড়ায় কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা।

নতুন নিয়মে কী কী এল?
প্রথমেই বলা হয়েছে, দর্শক ১০০টি স্ট্যান্ডার্ড ডেফিনিশন বা এসডি চ্যানেল দেখতে পাবেন। তার জন্য তাঁকে দিতে হবে সর্বোচ্চ ১৩০ টাকা। এটা ক্যাপাসিটি ফি। এরপর যদি কোনও দর্শক পে চ্যানেল দেখতে চান, তাহলে সেই চ্যানেলের দাম দর্শককে দিতে হবে। চ্যানেল সংখ্যা ১০০ পেরিয়ে গেলে, প্রতি ২৫টি চ্যানেলের জন্য দিতে হবে ২০ টাকার ক্যাপাসিটি ফি।
প্রথম ১০০টি চ্যানেল কি ফ্রি টু এয়ার হতেই হবে?
একদমই নয়। এর মধ্যে যেমন ফ্রি চ্যা঩নেল আছে, তেমনই থাকতে পারে পে চ্যানেলও। এমনকী চ্যানেল বোকে নিলেও তা ওই ১০০টি চ্যানেলের মধ্যে ঢুকতে পারে।
তাহলে লাভ কী হল?
২৫টি অতিরিক্ত চ্যানেলের জন্য যে ২০ টাকা ক্যাপাসিটি ফি দেওয়ার নির্দেশ রয়েছে, তা এড়িয়ে যেতে পারেন গ্রাহক। সেটি এড়াতেই তাঁরা ওই ১০০টি চ্যানেলের মধ্যে পে চ্যানেল ঢুকিয়ে নিতে পারেন।
ক্যাপাসিটি ফি কি দিতেই হবে?
ট্রাই জানিয়ে দিয়েছে, ক্যাপাসিটি ফি বাবদ যে ১৩০ টাকা বা ২০ টাকা ধার্য করা হয়েছে, তা সর্বোচ্চ। কোনও কেবল সংস্থা তার চেয়ে কম নিতেই পারে। কিন্তু কোনও নির্দিষ্ট গ্রাহক বা ব্যক্তিকে আলাদা করে সুবিধা দেওয়া যাবে না। যদি কোনও কেবল সংস্থা ক্যাপাসিটি ফি বাবদ কম টাকা নেয়, তাহলে সেই সুবিধা তার গ্রাহকদের সবাইকে দিতে হবে এবং তা ঘোষণা করতে হবে। ক্যাপাসিটি ফি’র অর্থ হল কেবল সংযোগ দেওয়ার খরচ। এক্ষেত্রে যদি কোনও বাড়িতে একাধিক টিভি থাকে, তাহলেও ছাড়ের ব্যবস্থা করতে পারে কেবল সংস্থা। সেক্ষেত্রেও জানাতে হবে স্কিমটি কী।
টিভি দেখার ক্ষেত্রে জিএসটি কত হারে প্রযোজ্য?
মোট বিলের উপর ১৮ শতাংশ হারে জিএসটি প্রযোজ্য হবে। অর্থাৎ চ্যানেল খরচ এবং ক্যাপাসিটি ফি— সবার উপর প্রযোজ্য হবে ওই কর।
একবার চ্যানেল পছন্দ করার পর কি সেই চ্যানেলগুলিই দেখতে বাধ্য দর্শক?
না, একেবারেই নয়। যেহেতু বিল সিস্টেম প্রতি মাসে মাসে প্রযোজ্য, তাই যে কোনও মাসে চ্যানেল বা চ্যানেলের সংখ্যায় বদল আনতে পারেন গ্রাহক। সেই মতো তাঁকে ওই মাসে খরচ জোগাতে হবে।
টিভি দেখার খরচ কি বাড়ল?
ট্রাই নয়া নিয়ম চালু করার পরই রব উঠেছিল, টিভি দেখার খরচ বাড়বে। কিন্তু সব দর্শকের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য নয়। প্রতিটি চ্যানেলের কী দর, তা দেখার সুযোগ ও অধিকার আছে দর্শকের। সেই মতো দর্শক চ্যানেল পছন্দ করবেন। ফলে তাঁর বিল মাসে কত হবে, তা ঠিক করবেন দর্শক নিজেই। যদি তাঁর পছন্দের চ্যানেলের সংখ্যা অনেক বেশি হয় এবং তার অনেকটা জায়গা জুড়ে যদি পে চ্যানেল থাকে, তাহলে খরচ বাড়বে। যদি দর্শক কম সংখ্যক চ্যানেল দেখতে অভ্যস্ত হন, তাহলে তাঁর খরচ কম হবে। প্রয়োজনে প্রতি মাসেই বিলের অঙ্ক বদলাতে পারেন দর্শক।
চ্যানেল পিছু খরচ জোগানোই যদি ট্রাইয়ের উদ্দেশ্য হয়, তাহলে প্যাকেজ কেন?
বিভিন্ন চ্যানেল বা ব্রডকাস্টার সংস্থা বিভিন্ন প্যাকেজ ঘোষণা করেছে। আবার কেবল সংস্থা বা মাল্টি সিস্টেম অপারেটর সংস্থাগুলিও তাদের নিজেদের মতো করে প্যাকেজ এনেছে। সবারই দাবি, এতে দর্শকের খরচ কমবে। ট্রাই অবশ্য সবাইকেই প্যাকেজ ঘোষণার এই স্বাধীনতা দিয়েছে।
সত্যিই কি খরচ কমবে?
চ্যানেল কর্তৃপক্ষ, যাদের হাতে একাধিক চ্যানেল আছে, তারা নিজেদের মতো করে প্যাকেজ সাজিয়েছে। সেখানে যে ক’টি চ্যানেলকে ওই প্যাকেজে রাখা হয়েছে, সেই চ্যানেলগুলির আলাদা আলাদা দামকে যোগ করলে দেখা যাচ্ছে, তা প্যাকেজের দরের চেয়ে অনেক বেশি। ফলে দর্শক প্যাকেজ নিলে সুবিধা পাচ্ছেন।
প্যাকেজেই যদি সুবিধা, তাহলে নতুন নিয়ম কেন?
ট্রাই বলছে, দর্শকের যদি মনে হয় চ্যানেলের প্যাকেজ নিলে সুবিধা, তাহলে তিনি তা নিতেই পারেন। কিন্তু তিনি যদি প্যাকেজের সবক’টি চ্যানেল দেখতে না চান, তাহলে যেটি দেখবেন, শুধু সেটিই নিতে পারেন। এক্ষেত্রে কেবল সংস্থা বা অপারেটর দর্শককে প্যাকেজ নিতে বাধ্য করতে পারে না।
যাঁরা আগে থেকেই ছ’মাস বা এক বছরের জন্য টাকা জমা রেখেছেন, তাঁরা কী করবেন?
এক্ষেত্রে যতদিন পর্যন্ত টাকা জমা দেওয়া আছে, ততদিন দর্শকের পুরনো প্যাকেজকে বন্ধ বা পরিবর্তন করা যাবে না। কিন্তু যদি দর্শক নিজেই চান নয়া নিয়মে চলে আসতে, তাহলে সেই মতো তাঁকে টাকা ‘অ্যাডজাস্ট’ করে দেওয়ার বিধান দিয়েছে ট্রাই।
টাকা দেওয়ার নিয়ম কি আগেভাগেই? অর্থাৎ প্রিপেইড মোডে?
না। প্রিপেইড এবং পোস্ট পেইড— দু’টি ক্ষেত্রেই দর্শক টাকা দিতে পারেন। কিন্তু কেবল অপারেটররাই নিজেদের সুবিধার কারণে বেশিরভাগ ক্ষেত্রে আগে টাকা নিচ্ছেন। তাঁদের দাবি, কেবল সংস্থা বা টিভি চ্যানেলগুলিকে আগে পেমেন্ট করতে হচ্ছে। তাই তাঁরা দর্শকের থেকে আগে টাকা নিতে বাধ্য হচ্ছেন।
ছবি: ভাস্কর মুখোপাধ্যায় ও ধ্রুব হালদার

19th  March, 2019
শেয়ার-বাজার দর: ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ

 ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যেসব সংস্থার শেয়ার গতকাল লেনদেন হয়েছে শুধু সেগুলির বাজার বন্ধকালীন দরই নীচে দেওয়া হল। বিশদ

26th  March, 2019
রাজধানী, দুরন্ত, শতাব্দী এক্সপ্রেস
ওয়েবসাইটে দেওয়া খাবারের মেনুর সঙ্গে ট্রেনের খাবার মিলছে না, বাড়ছে বিভ্রান্তি

প্রসেনজিৎ কোলে, কলকাতা: রেলের খাবার নিয়ে যাত্রীদের অভিযোগের শেষ নেই। কখনও খাবারের বেশি দাম, কখনও নিম্নমান নিয়ে হামেশাই যাত্রীদের ক্ষোভ আছড়ে পড়ে ট্রেনে বা স্টেশনে। এবার কিছু নামী-দামি ট্রেনের খাবারের মেনু নিয়েই চূড়ান্ত বিভ্রান্তি ছড়িয়েছে যাত্রী মহলে।
বিশদ

25th  March, 2019
শিল্পের জন্য ১০ লক্ষ টাকা ঋণ
নেওয়ার ক্ষেত্রে বড় লাফ রাজ্যের

 বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: ছোট শিল্পের পাশে দাঁড়াতে ঋণ প্রকল্প ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পোশাকি নাম মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট অ্যান্ড রিফিনান্স এজেন্সি বা ‘মুদ্রা’। চলতি আর্থিক বছরের শুরুতে, অর্থাৎ গত এপ্রিল থেকে এই ফেব্রুয়ারি পর্যন্ত সেই মুদ্রা যোজনায় নজিরবিহীনভাবে এরাজ্যের ঋণ প্রাপ্তির অঙ্ক কমে আসছিল।
বিশদ

24th  March, 2019
শিল্প-মিউজিয়ামে সম্ভার অনেক,
তবুও দর্শক কই, আক্ষেপ কর্মীদের

বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: এই বাংলায় এক সময় যে মসলিন উৎপাদন হতো, তার চাহিদা ও সুনাম ছিল জগৎজোড়া। সোনার সুতোয় বোনা সেই মসলিন এখন দুষ্প্রাপ্য। তাই দামিও। তেমনই একটি মসলিন টাঙানো ছিল একটি শোকেসের মধ্যে। রাজ্য শিল্প দপ্তরের নিজস্ব একটি মিউজিয়াম আছে এই শহরের বুকে।
বিশদ

23rd  March, 2019
 শেয়ার-বাজার দর: ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ

 ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যেসব সংস্থার শেয়ার গতকাল লেনদেন হয়েছে শুধু সেগুলির বাজার বন্ধকালীন দরই নীচে দেওয়া হল। বিশদ

21st  March, 2019
 প্লাস্টিকের দাপটে লুপ্ত হওয়ার পথে গ্রামবাংলার তালপাতার পাখা

  সংবাদদাতা, পূর্বস্থলী: প্লাস্টিকের হাতপাখার দাপটে গ্রামবাংলার তালপাতার পাখাশিল্প প্রায় লুপ্ত হতে বসেছে বলে অভিযোগ। এমনিতে গ্রামের ঘরে ঘরে এখন বিদ্যুৎ পৌঁছে গিয়েছে। ফলে প্রতি বাড়িতেই ইলেক্ট্রিক পাখা, অনেকের বাড়ি এসি রয়েছে। ফলে হাতপাখার প্রয়োজনীয়তাও কমে গিয়েছে।
বিশদ

21st  March, 2019
ওলায় বিনিয়োগ করবে হুন্ডাই, কিয়া

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের পরিবহণ ব্যবস্থাকে আরও উন্নত করতে ওলায় ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করার কথা ঘোষণা করল হুন্ডাই মোটর কোম্পানি এবং কিয়া মোটরস কর্পোরেশন।
বিশদ

20th  March, 2019
ছোট বাণিজ্যিক গাড়ি কিনলে আর্থিক সুরাহা দিচ্ছে টাটা

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছোট পণ্যবাহী ট্রাকের বাজারের ৬৬ শতাংশ দখল করে নিল টাটা। তারা জানিয়েছে, টাটা এস ক্যাটিগরিতে মোট ২০ লক্ষ গাড়ি বিক্রি হয়েছে। সম্প্রতি এক বছর পূর্ণ করল টাটা এস গোল্ড।
বিশদ

20th  March, 2019
টেলিভিশন বিপ্লবের অভিযান

মৃণালকান্তি দাস: কেবল টিভির যুগে যাঁদের জন্ম ও বড় হওয়া, তাঁদের কাছে অবশ্য দূরদর্শনকে ঘিরে কোনও আবেগ না থাকাটাই স্বাভাবিক। শহুরে মানুষের একাংশ দূরদর্শনকে যতই তাচ্ছিল্যের চোখে দেখুক, কেবল টিভি, ইন্টারনেটের এই জেটযুগেও চ্যানেলের ভিড়ে দূরদর্শন এখনও সেরা।  
বিশদ

19th  March, 2019
টেলিভিশনের সূত্রপাত এবং প্রতিষ্ঠা পাওয়ার গল্প 

পঙ্কজ সাহা: (প্রাক্তন কেন্দ্র অধিকর্তা রাঁচি, শান্তিনিকেতন এবং কলকাতা দূরদর্শন কেন্দ্র, প্রাক্তন প্রযোজক বিবিসি লন্ডন)
টেলিভিশনের দর্শকরা খুব বিপাকে পড়েছেন। বিভিন্ন চ্যানেলের কোন প্যাকেজ নেবেন আর কোন প্যাকেজ নেবেন না তা ঠিক করতে হিমশিম খাচ্ছেন, ঠিক সেই সময় মনে পড়ে যাচ্ছে এই পশ্চিমবাংলা তথা সমগ্র পূর্বভারতে প্রথম টিভি অনুষ্ঠান যখন সম্প্রচারিত হতে আরম্ভ করল সেই সময়ের কথা। 
বিশদ

19th  March, 2019
এরিকসন মামলা: মুকেশ আম্বানির সাহায্যে বকেয়া মিটিয়ে কারাবাস এড়ালেন অনিল

নয়াদিল্লি, ১৮ মার্চ: দাদা মুকেশ আম্বানির সাহায্য নিয়ে জেলযাত্রা থেকে বাঁচলেন অনিল আম্বানি। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার একদিন আগে সুইডেনের টেলিকম সংস্থা এরিকসনকে ৪৫৮.৭৭ কোটি টাকার বকেয়া মিটিয়ে দিল তাঁর সংস্থা রিলায়েন্স কমিউনিকেশন (আর কম)। তবে দাদা মুকেশ পাশে দাঁড়ানোর ফলেই অনিল কারাবাস থেকে মুক্তি পেলেন। এজন্য দাদা মুকেশকে ধন্যবাদ জানান তিনি।
বিশদ

19th  March, 2019
শেয়ার-বাজার দর: ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যেসব সংস্থার শেয়ার গতকাল লেনদেন হয়েছে শুধু সেগুলির বাজার বন্ধকালীন দরই নীচে দেওয়া হল। বিশদ

19th  March, 2019
হুন্ডাইয়ের ‘এক্সপেরিয়েন্স ক্যাম্প’ নানা শহরে

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্রেতাকে বিভিন্ন রকমের সুযোগ-সুবিধা দিতে বিশেষ উদ্যোগ নিল হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেড। দেশজুড়ে ৩৪৩টি শহরের মোট ৫৭৪টি এলাকায় ‘এক্সপেরিয়েন্স হুন্ডাই ক্যাযাম্প’ করে এই গাড়ি সংস্থা। শপিং মল, আবাসন, পেট্রল পাম্প থেকে শুরু করে বিভিন্ন স্থানে ওই ক্যাম্প খোলা হয়।
বিশদ

19th  March, 2019
  গোন্দলপাড়া জুটের শ্রমিকদের বিক্ষোভ চন্দননগরে

 বিএনএ, চুঁচুড়া: দশ মাস ধরে আন্দোলন করেও গোন্দলপাড়া জুটমিল খোলার কোনও ব্যবস্থা হয়নি। তারপর থেকে বিদ্যুৎয়ের বিল না দেওয়ায় বেশ কিছুদিন ধরেই অধিকাংশ সময়ই লোডশেডিং চলছে।
বিশদ

17th  March, 2019

Pages: 12345

একনজরে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় রিগিং করতে পারছেন না। জাতীয় নির্বাচন কমিশনের নিরপেক্ষ ও সুদৃঢ পদক্ষেপ দিদির রিগিং প্রক্রিয়ায় বড়সড় আঘাত হেনেছে। ...

সংবাদদাতা, রামপুরহাট: সোমবার ভোরে সকলের নজর এড়িয়ে তারাপীঠে তারা মায়ের মন্দিরে পুজো দিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। সম্ভবত গুণগ্রাহীদের নজর এড়াতে টুপি পরে, চাদরে মুখ ...

নোৎরদমের ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, প্রায় ৫২ একরের ওক গাছের জঙ্গল কেটে সাফ করে বানানো হয়েছিল এই গির্জা। অন্দরসজ্জার মূল কাঠামো তৈরি করতে লেগেছিল অন্তত ...

 জিয়াং (চীন), ২২ এপ্রিল: এশিয়ান কুস্তি প্রতিযোগিতায় ভারতের প্রত্যাশা বেশি ওলিম্পিক ব্রোঞ্জ জয়ী সাক্ষী মালিক ও বিশ্বের একনম্বর বজরং পুনিয়াকে ঘিরে। মঙ্গলবার থেকে এই প্রতিযোগিতা ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উপার্জন বেশ ভালো হলেও ব্যয়বৃদ্ধি পাওয়ার কারণে সঞ্চয় তেমন একটা হবে না। শরীর খুব একটা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব বই দিবস
১৬১৬ -ইংরেজী সাহিত্য তথা বিশ্বসাহিত্যের প্রথম সারির নাট্যকার ও সাহিত্যিক উইলিয়াম শেক্সপীয়রের জন্ম
১৯৪১ - বিশ্বের প্রথম ই-মেইল প্রবর্তনকারী রে টমলিনসনের জন্ম
১৯৬৯: অভিনেতা মনোজ বাজপেয়ির জন্ম
১৯৯২: সত্যজিৎ রায়ের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৮.৯৫ টাকা ৭০.৬৪ টাকা
পাউন্ড ৮৯.০৮ টাকা ৯২.৩৬ টাকা
ইউরো ৭৬.৯৮ টাকা ৭৯.৯৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩১, ৯৯৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩০, ৩৫৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩০, ৮১০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৭, ৪৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৭, ৫৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
21st  April, 2019

দিন পঞ্জিকা

৯ বৈশাখ ১৪২৬, ২৩ এপ্রিল ২০১৯, মঙ্গলবার, চতুর্থী ১৪/৩৫ দিবা ১১/৪। জ্যেষ্ঠা ৩০/৫ অপঃ ৫/১৬। সূ উ ৫/১৪/২০, অ ৫/৫৫/৫৪, অমৃতযোগ দিবা ৭/৪৫ গতে ১০/১৮ মধ্যে পুনঃ ১২/৫১ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৩/২৩ গতে ৫/৫ মধ্যে। রাত্রি ৬/৪১ মধ্যে পুনঃ ৮/৫৬ গতে ১১/১২ মধ্যে পুনঃ ১/২৭ গতে ২/৭ মধ্যে, বারবেলা ৬/৪৯ গতে ৮/২৪ মধ্যে পুনঃ ১/১০ গতে ২/৪৫ মধ্যে, কালরাত্রি ৭/২০ গতে ৮/৪৫ মধ্যে।
৯ বৈশাখ ১৪২৬, ২৩ এপ্রিল ২০১৯, মঙ্গলবার, চতুর্থী ২০/১৭/২৩ দিবা ১/২১/৪৫। জ্যেষ্ঠানক্ষত্র ৩৫/৫৫/৫৪ রাত্রি ৭/৩৭/১০, সূ উ ৫/১৪/৪৮, অ ৫/৫৭/১২, অমৃতযোগ দিবা ৭/৪০ গতে ১০/১৫ মধ্যে ও ১২/৫১ গতে ২/৩৫ মধ্যে ও ৩/২৭ গতে ৫/১১ মধ্যে এবং রাত্রি ৬/৪৭ মধ্যে ও ৯/০ গতে ১১/১১ মধ্যে ও ১/২৩ গতে ২/৫১ মধ্যে, বারবেলা ৬/৫০/৬ গতে ৮/২৫/২৪ মধ্যে, কালবেলা ১/১১/১৮ গতে ২/৪৬/৩৬ মধ্যে, কালরাত্রি ৭/২১/৫৪ গতে ৮/৪৬/৩৬ মধ্যে।
১৭ শাবান
এই মুহূর্তে
আজকের রাশিফল  
মেষ: শত্রু বশ মানতে বাধ্য হবে। বৃষ: কর্মক্ষেত্রে স্বীকৃতি লাভ। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে

বিশ্ব বই দিবস১৬১৬ -ইংরেজী সাহিত্য তথা বিশ্বসাহিত্যের প্রথম সারির নাট্যকার ...বিশদ

07:03:20 PM

আইপিএল: সিএসকের সামনে ১৭৬ রানের টার্গেট খাড়া করল সানরাইজার্স হায়দরাবাদ  

09:37:59 PM

 আইপিএল: হায়দরাবাদ ৯১/১ (১০ ওভার)

08:50:51 PM

গুরদাসপুরে সানি দেওলকে প্রার্থী করল বিজেপি 

08:08:03 PM

টসে জিতে সানরাইজার্স হায়দরাবাদকে ব্যাট করতে পাঠাল সিএসকে 

07:36:29 PM