দক্ষিণবঙ্গ

আন্দোলনের মাঝেও পরিষেবা সচল, দৃষ্টান্ত বর্ধমান মেডিক্যালের

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: আন্দোলনের মাঝে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল দৃষ্টান্ত তৈরি করেছে। জুনিয়র চিকিৎসকরা লাগাতার আন্দোলন করছেন। কিন্তু চিকিৎসা পরিষেবা সচল রয়েছে। ২১ আগস্ট হাসপাতালের আউটডোরে ৪৪৭২ জন রোগীর চিকিৎসা হয়েছে। তার আগের দিন ৩৫৪৬ জন রোগী আউটডোরে এসেছিলেন। ১৯ তারিখ ৩২৮৬জন রোগীকে চিকিৎসকরা দেখেছেন। 
এমএসভিপি তাপস ঘোষ বলেন, সমস্ত বিভাগ চালু রয়েছে। রোগীদের সমস্যা হচ্ছে না। আউটডোরে আগের মতোই রোগী দেখা হচ্ছে।
এদিনও জুনিয়র চিকিৎসকরা অবস্থান বিক্ষোভ করেছেন। তাঁরা বলেন, বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তবে চিকিৎসা পরিষেবা ব্যাহত হবে না। প্রয়োজনে ইমার্জেন্সিতে গিয়ে চিকিৎসা করা হবে। তবে রোগীদের পরিবারের অনেকে অভিযোগ, আগের মতো পরিষেবা পাওয়া যাচ্ছে না। ভর্তি থাকা অনেক রোগীকে ঠিকমতো দেখা হচ্ছে না। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার রোগীরা আসেন। তাঁদের সবরকমভাবে সহযোগিতা করা হচ্ছে বলে কর্তৃপক্ষের দাবি। হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরালো করা হচ্ছে। বিভিন্ন জায়গায় নতুন করে সিসিক্যামেরা বসছে। আলোর ব্যবস্থা করা হচ্ছে। অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালেও একই পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাতের দিকে পুলিস কর্মীরা টহলদারি বাড়িয়েছে। হাসপাতালের নিজস্ব নিরাপত্তারক্ষীর সংখ্যাও বাড়ানো হবে। এক আধিকারিক বলেন, বিভিন্ন হাসপাতালে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে বলে শোনা যাচ্ছে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে সমস্ত চিকিৎসকরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সেই কারণেই চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রয়েছে। বিশেষ করে আউটডোরে আসা রোগীদের ফিরে যেতে হচ্ছে না।-নিজস্ব চিত্র
29d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা