দেশ

আলু, পেঁয়াজ, বেগুনের উৎপাদন কমছে, সরকারি রিপোর্টেই মূল্যবৃদ্ধির শঙ্কা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কমে যাওয়া তো দূর অস্ত। নিত্যদিনের বাজারের খরচ আরও বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকার শনিবার ফসল উৎপাদনের অগ্রিম লক্ষ্যমাত্রার যে পূর্বাভাস  রিপোর্ট প্রকাশ করেছে, সেখানে দেখা যাচ্ছে, সব্জির উৎপাদন কম হবে। এবার অর্থাৎ চলতি আর্থিক বছরে। বছরে বেশ কয়েকবার এই এস্টিমেট রিপোর্ট প্রকাশ করা হয়। শনিবার প্রকাশিত হয়েছে তৃতীয় রিপোর্ট। বেশ কিছু সব্জি উৎপাদন কম হওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে, কয়েকটি রাজ্যের অতি বৃষ্টি এবং বন্যা। আবার কিছু ক্ষেত্রে বিগত বছরে দাম কম  পাওয়া তথা অভাবী বিক্রির জন্য এবার সব্জির ফলনই কম করা হয়েছে। এই দুই ফ্যাক্টরের যোগফলে  খাদ্যের দাম আবার বাড়তে চলেছে। উৎসবের মরশুমে সাধারণত খাদ্যের দাম চড়া হয়। এবার সেই হার আরও বাড়তে চলেছে।
সব্জি এবং ফলের দাম কমানোর কোনও জাদুদণ্ড অথবা প্রশাসনিক ব্যবস্থা যে নেই, তা স্বীকার করেই নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। নীতি নির্ধারণ কমিটির বৈঠকের পর রেপো রেট কমানোর কোনও সম্ভাবনা আছে কি না, এই প্রশ্নের সামনে লাগাতার গভর্নর শক্তিকান্ত দাস বলে চলেছেন যে, খাদ্যর দাম বৃদ্ধির কারণেই সামগ্রিক মূল্যবৃদ্ধির হার নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। তিনি বলেছিলেন, এই বছর পর্যাপ্ত বর্ষা হবে বলে আশা করা হচ্ছে। সেরকমই রিপোর্ট দিয়েছে আবহওয়া দপ্তর। আর তার জেরে ফসল উৎপাদন ভালোই হবে। ‌এবং দাম কমতে শুরু করবে। কিন্তু দেখা যাচ্ছে, রিজার্ভ ব্যাঙ্কের ওই আশায় জল ঢেলেছে সরকারের রিপোর্ট। আলু, পেঁয়াজ, বেগুন, কপি, ক্যাপসিক্যামের মতো সব্জিগুলির উৎপাদন এক ধাক্কায় ৫ থেকে ৯ শতাংশ উৎপাদন কমে যাচ্ছে। সামগ্রিকভাবে এই সব্জি, ফল, ফুল উৎপাদন হ্রাস হওয়ার সম্ভাবনা প্রায় ২৩ লক্ষ টন। ৩৫ কোটি টন হতে চলেছে উৎপাদন। তবে কিছু ফলের উৎপাদন  বেড়েছে। যেমন আম, আঙুর, কমলালেবু, পেয়ারা। পেঁয়াজ আবার মধ্যবিত্ত ও নিম্নবিত্তের চোখে জল আনতে চলেছে। সরকারি রিপোর্ট অনুযায়ী পেঁয়াজের উৎপাদন কমেছে ২ কোটি টনের বেশি। ৫ কোটি টনের বেশি কমছে আলুর উৎপাদন। সরকারি রিপোর্টে জানানো হচ্ছে, আলু ও পেঁয়াজের কম উৎপাদনের কারণ দুটি রাজ্য। বাংলা ও বিহার। এই দুই রাজ্যে এই প্রধান দুই সব্জির উৎপাদন কমে গিয়েছে। 
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা