দেশ

বিজেপি ছেড়ে কংগ্রেসে ফিরলেন প্রাক্তন সাংসদ, ভোটের আগে মহারাষ্ট্রে চাপে মোদি ব্রিগেড

মুম্বই: বিধানসভা নির্বাচনের আগে মহারাষ্ট্রে চাপে বিজেপি। শুক্রবার গেরুয়া পার্টির সঙ্গ ত্যাগ করে কংগ্রেসে ফিরে এলেন নান্দেদের তিনবারের প্রাক্তন সাংসদ ভাস্কররাও পাতিল খাটগাওনকর। তিনি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চ্যবনের শ্যালক। গত ফেব্রুয়ারিতে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন চ্যবন। বর্তমানে তিনি পদ্ম শিবিরের রাজ্যসভার সদস্য। এরইমধ্যে রাজ্যে ভোটের আগে পদ্মশিবিরের সঙ্গে সম্পর্কে ছেদ টানলেন তাঁর শ্যালক। ভাস্কররাওয়ের পাশাপাশি এদিন হাত শিবিরে যোগদান করেন তাঁর পুত্রবধূ মিনাল ও প্রাক্তন বিধায়ক ওমপ্রকাশ পোকার্না। প্রাক্তন এই সাংসদের হাত ধরে বিধানসভা ভোটে নান্দেদে ভালো ফলের আশা করছে কংগ্রেস। হাত শিবিরে যোগ দিয়ে তৃণমূল স্তরে দলীয় সংগঠনকে শক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন ভাস্কররাও।
এদিন মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলে ও প্রবীণ নেতা অমিত দেশমুখের উপস্থিতিতে ‘ঘরওয়াপসি’ হল নান্দেদের প্রাক্তন সাংসদের। সাংবাদিকদের পাটোলে জানান, কোনও পূর্ব শর্ত ছাড়াই দলে ফিরে এসেছেন ভাস্কররাও। কং নেতার কথায়, ‘নান্দেদের জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনার পর ভাস্কররাওকে দলে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ 
২০১৪ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন ভাস্কররাও। এর আগে কংগ্রেসের টিকিটে জিতে বিধায়ক, সাংসদ ও মন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। হাত শিবিরে ফিরে আসা ভাস্কররাওয়ের কাছে যেন ঘরে ফেরা। তাঁর কথায়, ‘কিছুদিনের জন্য আমি অন্য একটি দলের সঙ্গে যুক্ত হয়েছিলাম। তবে এখন আবার নিজের ঘরে ফিরে এসেছি।’
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা