খেলা

শেষবেলায় অশ্বিনের ঘূর্ণিতে চাপে বাংলাদেশ

চেন্নাই: ঋষভ পন্থের ঝোড়ো শতরান। শুভমান গিলের দায়িত্বশীল সেঞ্চুরি। রবিচন্দ্রন অশ্বিনের বল হাতে ক্রমশ বিপজ্জনক হয়ে ওঠা। ত্রয়ীর দাপটে সিরিজের প্রথম টেস্টে রীতিমতো বেকায়দায় বাংলাদেশ। তৃতীয় দিনের শেষে যা পরিস্থিতি, তাতে অনায়সেই সিরিজে ১-০ লিড নেওয়া উচিত টিম ইন্ডিয়ার। চতুর্থ ইনিংসে ৫১৫ রানের পাহাড়প্রমাণ লক্ষ্য তাড়া করে সফরকারী দল চার উইকেটে তুলেছে ১৫৮। জেতার জন্য পদ্মাপাড়ের দলের দরকার আরও ৩৫৭। কোচ হিসেবে গৌতম গম্ভীরের টেস্ট অভিযানের শুরুটা মধুর করতে আর ছয় উইকেট নিতে হবে বুমরাহ-অশ্বিনদের। সেক্ষেত্রে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার লক্ষ্যেও একধাপ এগিয়ে যাবে রোহিত ব্রিগেড।
শনিবার সকালে তিন উইকেটে ৮১ নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল ভারত। ঝুলিতে তখনই ছিল ৩০৮ রানের লিড। দেখার ছিল, কত রানের পুঁজিকে জয়ের জন্য যথেষ্ট মনে করছে হোমটিম। সিদ্ধান্তে ইতিবাচকই থাকলেন রোহিতরা। চায়ের বিরতির প্রায় ঘণ্টাখানেক আগে ডিক্লেয়ারের মধ্যেই তা প্রতিফলিত। বোঝাই যাচ্ছিল, অহেতুক ম্যাচ দীর্ঘায়িত করার কোনও ইচ্ছা নেই টিম ম্যানেজমেন্টের।
টেস্ট কেরিয়ারের ষষ্ঠ শতরানে পৌঁছতে ঋষভ নিলেন ১২৪ বল। পঞ্চাশ পূর্ণ করতে নিয়েছিলেন ৮৮ বল। অর্থাৎ, পরের ফিফটি এল ৩৬ বলে। ১০৯ রানের মারমার কাটকাট ইনিংস সাজানো থাকল ১৩টি চার ও ৪টি ছক্কায়। কামব্যাক টেস্টে রীতিমতো মেজাজেই দেখা গেল তাঁকে। কখনও স্পিনের বিরুদ্ধে ক্রিজ ছেড়ে বেরিয়ে একহাতের ফলোথ্রু’তে মারলেন ওভারবাউন্ডারি। আবার কখনও বিপক্ষের হয়ে ফিল্ডিং সাজিয়ে দিলেন ব্যাটিংয়ের সময়! ৭২ রানের মাথায় তাঁর তোলা লোপ্পা ক্যাচ ফেলে যেন সেই ঋণই শোধ দিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভয়াবহ দুর্ঘটনার পর প্রথম টেস্টে নেমেই পন্থের দুরন্ত সেঞ্চুরি যথার্থ অর্থেই হয়ে উঠল জীবনের জয়গান।
গিল অবশ্য অগলেন ধীরেসুস্থে। তাঁর পঞ্চম টেস্ট শতরান এল ১৬১ বলে। শেষ পর্যন্ত ১১৯ রানে অপরাজিত থাকলেন তিনি। মারলেন ১০টি চার ও চারটি ছক্কা। বেশ জমাট দেখাচ্ছিল তাঁকে। পন্থ ফেরার পর লোকেশ রাহুলের সঙ্গে অবিচ্ছন্ন পঞ্চম উইকেটে দ্রুত ৫৩ রান যোগ করলেন তিনি। প্রথম ইনিংসে শূন্যর পরেই সেঞ্চুরি— বিরল দৃষ্টান্তের শরিক হলেন গিল। শুধু তাই নয়, ব্যাটিং অর্ডারে তিন নম্বর পজিশন মজবুত করার নিরিখেও এই ইনিংস অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পাঁচশোর উপর টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। প্রথম উইকেটে জাকির হাসান ও শাদমান ইসলাম তুলে ফেলেছিলেন ৬২। যশপ্রীত বুমরাহই প্রথম আঘাত হানেন। তবে জাকিরের আউটে বড় ভূমিকা থাকল যশস্বী জয়সওয়ালের। সেকেন্ডের ভগ্নাংশ সময়ের মধ্যে গালিতে দাঁড়ানো যশস্বী বাঁ দিকে ঝাঁপিয়ে একহাতে ক্যাচ ধরেন। এরপর শুধুই অশ্বিন শো। শাদমান ফিরলেন শর্ট মিডউইকেটে গিলের হাতে ক্যাচ দিয়ে। এরপর মোমিনুল হককে অসাধারণ ডেলিভারিতে বোল্ড করলেন অ্যাশ। আর মুশফিকুর রহিম ফিরলেন মিড অনে লোকেশ রাহুলের নেওয়া অসাধারণ ক্যাচে। উইকেট ক্রমশ ভাঙছে। শান্তকে যতই পজিটিভ দেখাক কিংবা সাকিব যতই অভিজ্ঞ হন, টাইগারদের পক্ষে এই ভারতীয় বোলিং আক্রমণকে সামলানো কার্যত অসম্ভবই।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা