দেশ

রাজধানীর সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন আতিশী, মন্ত্রী হলেন আরও পাঁচ আপ বিধায়ক

নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন আতিশী। শনিবার দিল্লির রাজ নিবাসে আতিশী ও তাঁর মন্ত্রিসভার পাঁচ নতুন সদস্য শপথ নেন। তাঁদের শপথবাক্য পাঠ করান লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা। এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছিলেন কংগ্রেসের শীলা দীক্ষিত ও বিজেপির সুষমা স্বরাজ। তাঁদের পর দিল্লির তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী হলেন আতিশী। একইসঙ্গে দিল্লিতে সবচেয়ে কম বয়সে এই দায়িত্বভার পেলেন তিনি। এতদিন সারা দেশে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই তালিকায় যুক্ত হলেন আপ নেত্রী। সব মিলিয়ে দেশের ১৭তম মহিলা মুখ্যমন্ত্রী হলেন তিনি। এদিন তাঁর সঙ্গেই শপথ নেন আপ বিধায়ক সৌরভ ভরদ্বাজ, গোপাল রাই, কৈলাস গেহলট, ইমরান হুসেন ও মুকেশ আহলাওয়াত। 
আবগারি দুর্নীতি মামলায় জামিন পাওয়ার পর মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন অরবিন্দ কেজরিওয়াল। তারপর থেকেই চর্চা চলছিল, কেজরিওয়ালের ছেড়ে যাওয়া পদে কে বসবেন। শেষ পর্যন্ত ‘ভরসাযোগ্য’ আতিশীকেই মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেয় আম আদমি পার্টি (আপ)। কেজরিওয়াল তিহার জেলে বন্দি থাকার সময় আতিশীকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা গিয়েছে। এদিন শপথ নেওয়ার পর নতুন মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের একটাই কাজ—অরবিন্দ কেজরিওয়ালকে ফের মুখ্যমন্ত্রী নির্বাচিত করা। কেজরিওয়াল আমাদের জীবন বদলে দিয়েছেন। তিনি মুখ্যমন্ত্রী না হলে দিল্লির মানুষ আর বিনামূল্যে বিদ্যুত্, জল পাবেন না।’ আতিশী আরও বলেন, ‘বিজেপি কেজরিওয়ালকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। তাঁকে ভাঙতে সবরকম চেষ্টা করেছে। বিজেপিকে আর কোনও ষড়যন্ত্র করতে দেওয়া হবে না।’ শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনও করেছেন নয়া মুখ্যমন্ত্রী। জনস্বাস্থ্য কারিগরি, বিদ্যুত্, শিক্ষাসহ ১৩টি দপ্তর নিজের হাতেই রেখেছেন আতিশী। সৌরভ ভরদ্বাজ পেয়েছেন নগরোন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষার মতো আটটি দপ্তর। কৈলাস গেহলট পাঁচটি, গোপাল রাই তিনটি, মুকেশ আহলাওয়াত পাঁচটি ও ইমরান হুসেন দুটি দপ্তরের দায়িত্ব পেয়েছেন।
আতিশীকে সবরকম সাহায্য করার আশ্বাস দিয়েছেন উত্তর-পূর্ব দিল্লির বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। তবে আতিশীকে ‘ডামি মুখ্যমন্ত্রী’ বলে কটাক্ষ করেছেন দিল্লি বিধানসভার বিরোধী দলনেতা বিজেন্দর ভার্মা। বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালার বক্তব্য, ‘আসল ক্ষমতা অরবিন্দ কেজরিওয়ালের হাতেই থাকবে। আতিশী হলেন নতুন মনমোহন সিং।’ একাধিক বিজেপি নেতার দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশে কেজরিওয়ালের হাতে কোনও ক্ষমতা নেই। তাই তিনি পছন্দের লোককে মুখ্যমন্ত্রী করেছেন। 
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা