কলকাতা

এখনও বিচ্ছিন্ন বলাগড়ের চর খয়রামারি, হুগলিতে বন্যা পরিস্থিতির উন্নতি

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: গঙ্গার জলস্তর না নামায় হুগলির চর খয়রামারি শনিবারও মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে রইল। সেখানে প্রায় ৩০০টি পরিবার জলবন্দি অবস্থাতেই রয়েছে। শনিবার হুগলির অতিরিক্ত জেলাশাসক এবং চুঁচুড়ার মহকুমাশাসক বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান। পরিস্থিতি স্বাভাবিক না হলেও পাঁচ নম্বর সেতুতে অস্থায়ী মেরামতির কাজ শনিবার থেকে শুরু হয়েছে। কাঠ ও বাঁশ দিয়ে বাঁধ দেওয়ার পরিকল্পনা করেছে প্রশাসন। জিরাট পঞ্চায়েত এদিন প্রশাসনিক আধিকারিকদের কাছে স্থায়ী সেতু তৈরি ও আরও চারটি ব্রিজের স্বাস্থ্যপরীক্ষার দাবি জানিয়েছে। বলাগড়ের গুপ্তিপাড়া ও জিরাটের চর খয়রামারির ফেরি যোগাযোগ ব্যবস্থা শনিবারও সচল করা সম্ভব হয়নি। প্রসঙ্গত, বুধবার রাতে গঙ্গার জলস্তর বৃদ্ধি ও বান আসার জেরে হুগলির চুঁচুড়া, কোন্নগর, বৈদ্যবাটি, শ্রীরামপুর পুরসভার কিছু অংশে জল ঢোকে। পাশাপাশি বাঁধ ভেঙেও জল ঢোকে বলাগড়ের চর খয়রামারিতে। শনিবার পুরসভা এলাকাগুলির বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে জনজীবন স্বাভাবিক হয়নি। চুঁচুড়া পুরসভার ছ’নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ঝন্টু বিশ্বাস বলেন, ‘জল নামছে। ফলে পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই ভালো হয়েছে।’ 
এদিকে প্রায় চারদিন ধরে জলবন্দি চর খয়রামারিতে শনিবার থেকে স্বাস্থ্যশিবির চালু করেছে জেলাপ্রশাসন। জলবাহিত রোগ ঠেকাতে ওই এলাকায় বিপুল পরিমাণ পরিশুদ্ধ জল সরবরাহ করা শুরু হয়েছে। স্বাস্থ্য শিবির হয়েছে আশুতোষনগরের ত্রাণ শিবিরেও। সেখানে প্রায় ৫০টি পরিবার আশ্রয় নিয়েছে জানা গিয়েছে, লুটতরাজের আশঙ্কায় অনেকেই চর খয়রামারি থেকে ত্রাণ শিবিরে আসতে চাইছেন না। জিরাট গ্রাম পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান অশোক পোদ্দার বলেন, ‘পাঁচ নম্বর সেতু ভেঙে যাওয়াতেই চর খয়রামারি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমরা ওই সেতু সারানোর কাজ শুরু করেছি। স্থায়ীভাবে নতুন সেতু নির্মাণ, আরও চারটি সেতুর স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা প্রশাসন ও সেচদপ্তরের কাছে দাবি করা হয়েছে।’ 
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা