কলকাতা

রেল পুলিসের গাফিলতি, গণধর্ষণের মামলা থেকে বেকসুর খালাস ৪ যুবক

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেল পুলিসের চরম গাফিলতিতে এক গণধর্ষণের মামলা থেকে বেকসুর খালাস পেল আট বছর জেলে থাকা অভিযুক্ত চার যুবক। শনিবার আলিপুরের বিশেষ পকসো আদালতের বিচারক সুদীপ্ত ভট্টাচার্য ওই চার যুবককে মামলা থেকে বেকসুর খালাস করে দেন। আদালতের মন্তব্য, ধৃতদের বিরুদ্ধে সাক্ষ্য‑প্রমাণ না মেলায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হল। ‘মুক্তিপ্রাপ্ত’ চার যুবকের কৌঁসুলি আনসারউদ্দিন মুন্সি বলেন,‘মক্কেলদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল, কোর্টের রায়েই তা প্রমাণিত হয়ে গেল। কিন্তু ওই চার যুবককে অহেতুক দীর্ঘদিন জেল হেফাজতে কাটাতে হল, এটাই বড় দুর্ভাগ্যের!’ কী ছিল মামলায় অভিযোগ? 
আদালত সূত্রের খবর, ২০১৬ সালে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর জিআরপি থানা এলাকায় নির্জন স্থান দিয়ে রাতে যাচ্ছিল দুই কিশোরী। অভিযোগ, তখন তাদের জোর করে রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি পরিত্য‌ক্ত গোডাউনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। সোনারপুর জিআরপিতে অভিযোগ দায়ের হয়। সেই মামলার তদন্তে নেমে জিআরপি চার যুবককে পাকড়াও করে। বিচারকের কাছে দুই কিশোরী ‘গোপন জবানবন্দি’ পেশ করে। চার যুবককে জেল হেফাজতে রেখেই চলে তাদের বিচার। উচ্চ আদালতের নির্দেশে, নিম্ন আদালতে মামলাটি দ্রুত শুনানি হয়। কিন্তু দুই কিশোরীর মেডিক্যাল রিপোর্ট ও সাক্ষীদের বক্তব্যে নানা অসঙ্গতির বিষয় কোর্টের নজরে আসে শুনানি চলাকালে। তার সাথে কয়েকজন সাক্ষী ‘বিরূপ’ হন। সব মিলিয়ে অভিযোগের সারবত্তা নিয়ে কোর্টের কাছে নানা সন্দেহ ও ধোঁয়াশার সৃষ্টি হয়। ফলে আদালত চার যুবককে এদিন মামলা থেকে মুক্তি দিয়েছে।                                                                                            
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা