রাজ্য

আইনি জটিলতা: জামিন পেয়েও জেলে অনুব্রত

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জামিন পেয়েছেন শুক্রবার। কিন্তু আইনি জটিলতায় শনিবারও তিহার জেল থেকে বেরতে পারলেন না অনুব্রত মণ্ডল। সম্ভবত জামিন পাওয়ার পরেও দু’দিন জেলেই থাকতে হবে তাঁকে। সোমবার বিকেলে তিহার থেকে মুক্ত হতে পারেন তিনি। শুক্রবারই বীরভূমের দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউয়ের বিশেষ আদালত। সেই সমস্ত শর্তের অন্যতম হল, ১০ লক্ষ টাকার বন্ড জমা দিয়ে জামিনে ছাড়া পেতে হবে তাঁকে। শনিবার অনুব্রতর আইনজীবী শাম্ব নন্দী ব্যাখ্যা দিয়েছেন, আদালতের রায়ের অর্ডার কপি হাতে পেলেও বেল বন্ডের ভেরিফিকেশন রিপোর্ট এদিন রাত পর্যন্ত মেলেনি। ফলে শনিবার জেল থেকে বেরতে পারেননি অনুব্রত মণ্ডল।
এ ব্যাপারে আইন বিশেষজ্ঞদের ব্যাখ্যা, শুক্রবার বিকেলে ওই তৃণমূল নেতার জামিনের রায় ঘোষণা করেছে রাউস অ্যাভিনিউয়ের বিশেষ আদালত। শনিবার সকালে বন্ডের টাকা জমা করতে হয়েছে। ফলে তার ভেরিফিকেশনের বিষয়টি কিছুটা সময়সাপেক্ষ তো বটেই। সেই কারণে এদিন জেল থেকে ছাড়া পাননি অনুব্রত। সব মিলিয়ে সোমবার সন্ধ্যায় তিহার-মুক্তি ঘটতে চলেছে এই তৃণমূল নেতার।
প্রসঙ্গত, গোরু পাচার মামলায় ২০২২ সালের ১১ আগস্ট থেকে তিহার জেলে বন্দি রয়েছেন অনুব্রত মণ্ডল। গত জুলাই মাসে এ সংক্রান্ত সিবিআইয়ের মামলায় সুপ্রিম কোর্টে জামিন পান তিনি। কিন্তু এই ইস্যুতে ইডির মামলায় তাঁকে তিহারেই বন্দি থাকতে হয়। গত শুক্রবার ইডির ওই মামলাতেও জামিন পেয়েছেন অনুব্রত। গোরু পাচার মামলায় এ মাসেই দিল্লি হাইকোর্টে জামিন পান তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল। তিনিও তিহারেই বন্দি ছিলেন। মনে করা হচ্ছিল, শনিবার তিহার জেল থেকে ছাড়া পেলে আজ, রবিবারই মেয়েকে সঙ্গে নিয়ে বীরভূমে চলে যেতে পারেন অনুব্রত। যদিও নথি সংক্রান্ত জটিলতার কারণে মঙ্গলবারের আগে তাঁর বীরভূমে পৌঁছনোর সম্ভাবনা কম। অন্যদিকে, পুজোর আগেই অনুব্রত মণ্ডলের ঘরে ফেরার অপেক্ষায় রয়েছেন তাঁর অনুগামীরা। আইনি নাগপাশে সেই অপেক্ষা কিছুটা দীর্ঘায়িত হতে চলেছে।
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা