রাজ্য

বন্যা কবলিত স্কুলে একাদশের পরীক্ষা পিছতে সায় সংসদের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের ১২টি জেলার বহু ব্লকই বন্যা কবলিত। ফলে শিকেয় উঠেছে স্কুলের পঠনপাঠন। এদিকে, একাদশ শ্রেণির প্রথম সেমেস্টারের পরীক্ষা চলছে। তা নিয়ে উদ্বেগে ঘুম ছুটেছে প্রধান শিক্ষকদের। স্কুলই যদি জলের তলায় থাকে, তাহলে পরীক্ষা নেওয়া যাবে কীভাবে! এদিকে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ রুটিন বেঁধে দিয়েছে পরীক্ষার। তার অন্যথা করলে নিয়মভঙ্গের শামিল হবে। এই অবস্থায় পরীক্ষা পিছনোর দাবিতে সংসদকে চিঠি লিখেছিল বেশ কিছু শিক্ষক সংগঠন। তাদের বক্তব্য, আপৎকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে, এ ব্যাপারে কিছু ছাড় দিক সংসদ। সেই আবেদন মেনে নিয়েছে সংসদ। 
শনিবার সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘ডিআইদের বলে দেওয়া হয়েছে, তাঁরা যেন স্কুলের পরিস্থিতি খতিয়ে দেখে এ ব্যাপারে ছাড় দেন। যে স্কুল জলে ডুবে রয়েছে, সেগুলিতে পরবর্তীতে পরীক্ষা হতে পারে। তবে, সার্বিক অর্ডার বা বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে না। এটা দিলে অন্য সমস্যা হতে পারে।’ প্রসঙ্গত, ইতিমধ্যেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু ইউনিভার্সিটি স্নাতক স্তরের চতুর্থ সেমেস্টারের পরীক্ষা পিছিয়ে দিয়েছে। শিক্ষকদের দাবি, পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য বাড়তি সময় দেওয়া উচিত। 
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা