রাজ্য

ঘটনার দিন আর জি করে ছিলেন প্রাক্তন অধ্যক্ষ ঘনিষ্ঠ হাউস স্টাফ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি করে  তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার তদন্তে হাসপাতালের এক হাউস স্টাফের স্টিল ছবি সিবিআইয়ের কাছে এখন তুরুপের তাস। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ওই চিকিৎসকের সন্দেহজনক গতিবিধি তদন্তকারী সংস্থার নজরে। ওই ছবি থেকে স্পষ্ট হচ্ছে, তিনি ঘটনার দিন (৯ আগস্ট) হাসপাতালে সেমিনার হলের সামনে উপস্থিত ছিলেন। অথচ তিনি ওইদিনই সল্টলেকে একটি গেস্ট হাউস ভাড়া নিয়েছিলেন। তদন্তকারীদের প্রশ্ন তদন্তকে বিভ্রান্ত করতেই কী তিনি সেখানে উঠেছিলেন, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তার সূত্র খোঁজার চেষ্টা চলছে। 
আর জি করের ঘটনার তদন্তে নেমে এক হাউস স্টাফের গতিবিধি নিয়ে প্রথম থেকে সন্দেহ ছিল তদন্তকারীদের। রহস্য আরও বাড়ে, যখন তিনি ৯ আগস্টই সল্টলেকের গেস্ট হাউসে এসে ওঠায়। এই বিষয় জানতেই তাঁকে দফায় দফায় বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হলেও, সংশয় কাটেনি। তদন্তকারীদের কাছে তিনি বারবার দাবি করে আসছেন, ওইদিন (৯ আগস্ট)  তিনি আর জি করেই যাননি। বান্ধবীকে নিয়ে ছিলেন গেস্ট হাউসে। অথচ তাঁর মোবাইলের টাওয়ার লোকেশন বলছিল, তিনি ওইদিন সকাল থেকেই হাসপাতালেই রয়েছেন। তদন্তকারীরা ছবি সহ এর প্রমাণ খুঁজছিলেন। সেই ছবি দু’দিন আগেই তাঁদের হাতে এসেছে বলে সূত্রের খবর। সন্দীপ ঘোষের দাবি ছিল, ঘটনাোর খবর পেয়ে সকাল সাড়ে ১০টা নাগাদ তিনি হাজির হয়েছিলেন। ছবিতে দেখা যাচ্ছে, সন্দীপ ঘোষের সামনে  আরও অনেকের সঙ্গেই দাঁড়িয়ে আছেন ওই হাউস স্টাফ। তদন্তকারী আধিকারিদের বক্তব্য, অধ্যক্ষের কথায় মান্যতা দিলে বোঝা যাচ্ছে ওই হাউস স্টাফ সকাল সাড়ে দশটা নাগাদ সেমিনার হলের সামনে হাজির ছিলেন। তাহলে তিনি কী করে সল্টলেকের গেস্ট হাউসে রইলেন? তদন্তকারীদের প্রশ্ন, তাঁর নামে গেস্ট হাউস বুকিং করা হলেও কি, সেখানে  অন্য কেউ ছিলেন? যদি তাই হয়, তাহলে সেই ব্যক্তি কে? আর সংশ্লিষ্টের সঙ্গে ওই চিকিৎসকের যোগই বা কী? যদিও সিবিআইয়ের কাছে ওই হাউস স্টাফ জানিয়েছেন, বান্ধবীকে নিয়ে উঠেছিলেন। তদন্তকারীদের প্রশ্ন, তাহলে কী সকালে ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছে তথ্যপ্রমাণ লোপাট করে দুপুরে গেস্ট হাউসে উঠেছিলেন? নাকি নির্যাতিতাকে ধর্ষণ ও খুনের সময়  রাতভর হাসপাতালে কাটিয়ে সকালে সেখানে গিয়েছিলেন? এই জট খোলার চেষ্টা করছেন এজেন্সির অফিসাররা। সন্দেহ আরও বেড়েছে, একদিন গেস্ট হাউসে কাটিয়ে ওই হাউসস্টাফ ফের পরের দিন হাসপাতালে হাজির হওয়ায়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, অবস্থানরত ডাক্তারদের নিগ্রহ করার। তারপরই গা ঢাকা দিয়েছিলেন। আর তাঁর এই রহস্যজনক গতিবিধির কারণটা কী, জানতে মরিয়া সিবিআই।  
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা