কলকাতা

র‌্যাগিং ও অভিভাবক হেনস্তার জোড়া অভিযোগে ফের উত্তাল যোগেশচন্দ্র

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যোগেশচন্দ্র চৌধুরী কলেজে বিতর্ক থামছেই না। সম্প্রতি এই কলেজে একটি র‌্যাগিংয়ের অভিযোগ জমা পড়ে ইউজিসির কাছে। ইউজিসির তরফে কলেজ কর্তৃপক্ষের কাছে নির্দেশ আসে, বিষয়টি নিয়ে পদক্ষেপ করার জন্য। সেই ঘটনার নিষ্পত্তি হতে না হতেই ছেলেকে কলেজে ভর্তি করাতে এসে শাসকদলের ছাত্র সংগঠন পরিচালিত ইউনিয়নের নেতা ও সদস্যদের হাতে নিগ্রহের অভিযোগ তুললেন এক ব্যক্তি। তাঁর অভিযোগ, এক প্রবীণ শিক্ষকের বিরুদ্ধেও কটু কথা বলেছেন ওই পড়ুয়ারা। অধ্যক্ষ পঙ্কজকুমার রায় চারুমার্কেট থানা এবং কলকাতা পুলিসের জয়েন্ট কমিশমার ক্রাইমের কাছে ঘটনার অভিযোগ করেছেন।
পঙ্কজবাবুর অভিযোগ, অ্যান্টি র‌্যাগিং কমিটির বৈঠকও ভেস্তে দেওয়ার চেষ্টা করেছিলেন ইউনিয়নের সদস্যরা। কারণ, প্রাথমিকভাবে অভিযুক্তরা তাঁদেরই সাঙ্গোপাঙ্গ। তার মধ্যেই আবার এই অভিযোগ। ওই ব্যক্তি আর এই কলেজে নিজের ছেলেকে ভর্তি করতে চান না। তাঁর ফেসবুক পোস্ট দেখে অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছেন কলেজ থেকে। প্রসঙ্গত, ভর্তিতে প্রাক্তন ছাত্রদের দাদাগিরি ফলানোর অভিযোগ এই কলেজে সম্প্রতি উঠেছিল। সিসি ক্যামেরা ঢেকে দেওয়ারও অভিযোগ উঠেছিল ইউনিয়নের দিকে। নবীনবরণ উৎসবে অশ্লীল নাচের অনুষ্ঠান আয়োজন করেও খবরে এসেছিল এই ইউনিয়ন। যদিও, এই অভিযোগের সত্যতা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তিনি বলেন, ‘অধ্যক্ষ তাঁর রাজনৈতিক পরিচয়ের কারণে ঘোলা জলে মাছ ধরতে চাইছেন। বিজেপিপন্থী অধ্যক্ষ এর আগে যে অভিযোগ করেছিলেন, সেগুলির তদন্ত করতে গিয়ে কোনও সারবত্তা পাইনি। এই অভিযোগগুলিও আমরা তদন্ত করে দেখব।’
রাজনৈতিক মহলের বক্তব্য, ওই কলেজের ইউনিয়ন রাজ্যের শিক্ষাদপ্তরের নির্দেশকেই অমান্য করছে। ভর্তির ক্ষেত্রে কোনও হস্তক্ষেপের উপরেই নিষেধাজ্ঞা আরোপিত রয়েছে। এভাবে নিজেদের দলের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত করছে ওই কলেজের ইউনিয়ন।  
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা