কলকাতা

বারাসতে সরকারি জমি দখলের অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

নিজস্ব প্রতিনিধি, বারাসত: সরকারি জমি দখলের অভিযোগ তুলে শুক্রবার বিএলএলআরও অফিসে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। যদিও ওই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন বেসরকারি কারখানার আইনজীবীরা। এ নিয়ে দু’পক্ষকে ডেকে শুনানি করেন বারাসত ১ নম্বর ব্লকের বিএলএলআরও অভিজিৎ নিয়োগী।
জানা গিয়েছে, বারাসত ১ নম্বর ব্লকের পীরগাছা এলাকায় রয়েছে একটি নামী কোম্পানির স্পিনিংমিল। স্থানীয়দের অভিযোগ, সারাবেড়িয়া মৌজার ১/৬৫৩ দাগ নম্বরে রয়েছে সরকারের খাস জমি। ওই সাত একর জমি সংস্থাটি দখল করে রেখেছে বলে অভিযোগ। জমির মাফিয়াদের মাধ্যমেই কারখানা কর্তৃপক্ষ ওই খাস জমি দখল করেছে বলে অভিযোগ। তারা সীমানা প্রাচীরও দিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাঁরা বিষয়টি জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে জানিয়েছেন। অভিযোগ পাওয়ার পর শুরু হয় তদন্ত। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার জন্য কারখানা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে। বিক্ষোভকারী বিপ্লব ঘোষ ও আখতারুল রহমান বলেন, ওই স্পিনিং মিল কর্তৃপক্ষ জমি মাফিয়াদের মাধ্যমে খাস জমি হাতানোর চেষ্টা করছে। এর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। এ নিয়ে কারখানাপক্ষের আইনজীবী মইদুল ইসলাম বলেন, স্থানীয়দের অভিযোগ ভিত্তিহীন। কারও জমি দখল করে স্পিনিং মিল তৈরি হয়নি। ওই দাগ নম্বরে কোন নির্মাণ হচ্ছে না। সংস্থার ভাবমূর্তি নষ্ট করতেই ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। এই প্রসঙ্গে বারাসত ১ নম্বর ব্লকের বিএলএলআরও অভিজিৎ নিয়োগী বলেন, দু’পক্ষকে নিয়ে শুনানি হয়েছে। সেই রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। 
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা