কলকাতা

পুরীর মন্দির ও সাতমহলার অন্তঃপুরে জমজমাট গড়িয়াহাট

রাহুল চক্রবর্তী, কলকাতা: অক্টোবরের শুরুতেই পুরীর মন্দির দর্শন! তা’ও আবার খাস কলকাতায়। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার আগে গড়িয়াহাট মোড়ে এলেই দেখতে পাবেন পুরীর জগন্নাথধাম। আয়োজনে একডালিয়া এভারগ্রিন ক্লাব। আর মন্দির দর্শন করে রাস্তা পেরিয়ে একটু এগলেই আপনাকে ভেসে যেতে পুরনো সেই দিনের কথায়...। সিংহি পার্কের ‘সাতমহলার অন্তঃপুর’ আপনার স্মৃতির রোমন্থনের পাতায় উস্কে দেবে ঘুলঘুলি, চিলেকোঠা, পুরনো রাজবাড়ির সিঁড়ি কাহিনীকে।
রথযাত্রা হোক বা উল্টো রথ, সময় পেলেই পুরীর জগন্নাথ মন্দির দর্শনে যেতেন একডালিয়া ক্লাবের প্রাণ পুরুষ সুব্রত মুখোপাধ্যায়। আজ তিনি ইহলোক ছেড়ে অনেক দূরে। তবু পুরীর সঙ্গে সম্পর্কের ছবিটা দুর্গাপুজোর আঙ্গিকে প্রাণচঞ্চল করার উদ্যেগ নিয়েছেন সুব্রতর উত্তরসূরিরা। ৮২তম বছরে এবার একডালিয়া এভারগ্রিন ক্লাবে এলে চোখে পড়বে প্রায় ৯৫ ফুট উচ্চতায় জগন্নাথ ধাম। দীর্ঘ তিন মাস ধরে মণ্ডপ সজ্জার কাজ করছে খেজুরির একটি ডেকরেটার্স। ক্লাব প্রাঙ্গণে চোখে পড়েছে ২০-২২ জন‌ নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন দর্শনার্থীদের সামনে পুরীর মন্দিরের অবয়বকে তুলে ধরতে। প্রতিমা চিরন্তন সাবেকিয়ানা। দর্শকের হাত কপালে ছুঁয়ে বুকে ঠেকতে বাধ্য।‌ তবে মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমার চালচিত্রে পুরীর ছোঁয়া। থাকছে পুরীর মন্দির এবং জগন্নাথ, বললাম, শুভদ্রার কোলাজ। এ পুজোর সাধারণ সম্পাদক স্বপন‌ মহাপাত্র বলেন, ‘স্পনসরশিপের পথে আমরা কোনওদিনই হাঁটিনি। রাস্তার মোড়ে মোড়ে হোর্ডিং দিই না। দর্শনার্থীরা আমাদের পুজোয় আসেন আবেগের টানে।’
বাঙালির নস্টালজিক এই আবেগই পুঁজি সিংহি পার্কের। ৮৩তম বর্ষে এবার তাদের নিবেদন ‘সাতমহলার অন্তঃপুরে’। বর্ধিষ্ণু, জমিদার বাড়িতে সেই আমলে‌ দুর্গোৎসবের সূচনা, যা এখন বারোয়ারি পুজোয় পরিণত। দু’টি সময়ের প্রেক্ষাপট এক কোলাজে তুলে ধরেছেন সুদীপ্ত মাইতি। আবহ সঙ্গীতে পণ্ডিত শুভেন চট্টোপাধ্যায়। প্রতিমার রূপদানে প্রদীপ রুদ্র পাল। মণ্ডপে আলো-অন্ধকারের একটি মিশেল ভেসে আসবে পুরনো দিনের আবহ সঙ্গীত। ধরা দেবে আরাম কেদারা, পুরনো ড্রেসিং-টেবিল, আলমারি।‌ আবার মণ্ডপে চিত্রিত সিঁড়িগুলি বলে দেবে মানুষের জীবনের সঙ্গে ওঠানামা শব্দটি ওতপ্রোতভাবে জড়িত। প্যান্ডেলের ভিতরের কাজ বেতের তৈরি। প্রায় ৪০ জন কারিগর দু’বেলা কাজ করে চলেছেন। পুজোর অন্যতম প্রধান কর্মকর্তা অভিজিৎ মজুমদার বলেন, ‘এবারে সিংহি পার্ক একটু অন্যরকম, অনেক বেশি নস্টালজিক। এখানে এলে পুরনো দিনের বর্ধিষ্ণু পরিবারে দুর্গা পুজোর ঘটনার কথা মনে পড়বে।’
তৈরি হচ্ছে একডালিয়া এভারগ্রিনের মণ্ডপ। -নিজস্ব চিত্র
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা