খেলা

চিপকে তিনশোর স্বাদ পেতে চান জাড্ডু, চাপের সময় হাসিমুখে খেলাই মন্ত্র অশ্বিনের

চেন্নাই: প্রতিকূল পরিস্থিতিতে টেনশনে কাঁপা তাঁর ধাতে নেই। বরং তা উপভোগ করাই রবিচন্দ্রন অশ্বিনের সাফল্যের রহস্য। চাপের মুহূর্তেও হাসি মুখে খেলতে অভ্যস্ত ৩৮ বছর বয়সি তারকা। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন অশ্বিনের লড়াকু শতরানই পরিত্রান এনে দিয়েছিল ভারতীয় শিবিরে। আট নম্বরে নেমে তাঁর ১১৩ রানই দলকে পৌঁছে দেয় পৌনে চারশোর স্বস্তিতে। শুক্রবার, টেস্টের দ্বিতীয় দিনের শেষে অ্যাশের গলায় তাই তৃপ্তির সুর। তাঁর কথায়, ‘আমি চাপেই খেলতে ভালোবাসি। কোণঠাসা অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর মধ্যে আলাদা তৃপ্তি রয়েছে। অতীতে অবশ্য চাপে পড়তাম। কিন্তু এখন আর তা হয় না। পরিস্থিতি যাই হোক, মুখে হাসি ধরে রাখি। চার-পাঁচ বছর আগে শপথ করেছিলাম যে, কারও কথাতেই প্রতিক্রিয়া জানাব না। সেটা এখনও পর্যন্ত মেনে চলছি।’
গত তিন বছরে ব্যাটিংয়ে বাড়তি মনোযোগ দেওয়ার কথাও শুনিয়েছেন অশ্বিন। বলেছেন, ‘ঘাম ঝরিয়েছি ব্যাটিংয়ে উন্নতির জন্য। শটের বৈচিত্র্য বাড়িয়েছি। পেস বোলিং কীভাবে খেলব, তার জন্য বাড়তি পরিশ্রম করেছি নেটে। সেই চেষ্টার ফল পাচ্ছি।’ ১৮৯ মিনিট ক্রিজে থেকে ২৪০ বল খেলা অবশ্য মোটেই সহজ ছিল না। তাঁর ব্যাখ্যা, ‘বোলার হিসেবে পরের ১২ থেকে ১৮টা ডেলিভারি অনায়াসে ভেবে রাখতে পারি। কিন্তু একজন ব্যাটার হিসেবে তা করলে চলে না। এক্ষেত্রে প্রতিটি বলের জন্যই আলাদা প্রস্তুতি নিতে হয়। পাশাপাশি দীর্ঘ অভিজ্ঞতাও কাজে লাগিয়েছি ক্রিজে। কঠিন পরিস্থিতিতে সফল হতে পেরে আমি খুশি। এই আনন্দের তুলনা হয় না।’
রবীন্দ্র জাদেজার সঙ্গে জুটিতে ১৯৯ রান যোগ করেন অশ্বিন। সতীর্থকে প্রশংসায় ভরিয়ে দিয়ে অফ স্পিনার বলেন, ‘জাড্ডুকে দেখলে ঈর্ষা হয়। ওর ভগবানপ্রদত্ত প্রতিভা রয়েছে। দক্ষতার শীর্ষে পৌঁছনোর পথ ঠিকই খুঁজে নেয়। ভাবি, ওর মতো যদি হতে পারতাম! তবে এটাও ঠিক যে, আমি নিজের মতো হয়েই খুশি।’ বাংলাদেশের প্রথম ইনিংসে অশ্বিন কোনও উইকেট পাননি। জাদেজা সেখানে নিয়েছেন দুই উইকেট। ম্যাচ যত গড়াবে, স্পিনারদের ভূমিকা তত গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন অ্যাশ। একই সুর জাদেজারও। টেস্টে তাঁর উইকেটসংখ্যা এখন ২৯৬। চিপকেই ৩০০ উইকেটের গণ্ডি টপকাতে চান বাঁ হাতি স্পিনার। তাঁর কথায়, ‘অল্পের জন্য শতরান ফস্কে গিয়েছে। তবে এটা খেলার অঙ্গ। নিজের বোলিংয়ে অবশ্য আমি খুব খুশি। এই মাঠেই ৩০০ উইকেট নিতে চাই।’
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা