খেলা

ঘরের মাঠে শতরান হাঁকিয়ে আপ্লুত নায়ক

চেন্নাই: অশ্বিন চার-ছয় মারছেন, আর টিভি ক্যামেরায় ধরা হচ্ছে গ্যালারিতে থাকা এক বৃদ্ধাকে। কোমর দুলিয়ে উদযাপন করছেন তিনি। আসলে চেন্নাইয়ের ঘরের ছেলে অ্যাশ। চিপকে তারকা অলরাউন্ডারকে ভালোবাসায় ভরিয়েও দিলেন সমর্থকরা। ছেলের খেলা দেখতে মাঠে হাজির ছিলেন বাবা রবিচন্দ্রন। স্বাভাবিকভাবেই বৃহস্পতিবার ঘরের মাঠে শতরান হাঁকিয়ে আপ্লুত অশ্বিন। দিনের শেষে তিনি বলছিলেন, ‘এই মাঠ আমার অত্যন্ত ভালোবাসার কেন্দ্র। চিপকে শতরান হাঁকিয়ে দারুণ অনুভূতি হচ্ছে। শেষবার এখানে যখন শতরান করেছিলাম রবি ভাই (শাস্ত্রী) কোচ ছিলেন।’
বৃহস্পতিবার অশ্বিন যখন ক্রিজে এসেছিল রীতিমতো ধুঁকছিল ভারত। ১৪৪ রানেই পড়ে গিয়েছিল ৬ উইকেট। এমন কঠিন পরিস্থিতিতে তাঁর শতরানকে আরও বেশি বর্ণময় ও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। রবীন্দ্র জাদেজার সঙ্গে অবিচ্ছিন্ন ১৯৫ রানের জুটিতে বড় রানের স্বপ্ন দেখাচ্ছেন অ্যাশ। এই প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘এটা চেন্নাইয়ের সেই ওল্ড-স্কুল উইকেট। শুরুর দিকে পিচে বাউন্স থাকে। তাতে সুবিধা হয় পেসারদের। তবে আমার মতে, খেলা যত এগবে, স্পিনাররা কার্যকরী হয়ে উঠবে।’ তাঁর সংযোজন, ‘আসলে এই উইকেটে শুধু টিকে থাকা নয়, ঋষভের মতো বড় শট খেলারও প্রয়োজন রয়েছে। সেটাই করে গিয়েছি আমরা। তাছাড়া সম্প্রতি একটি টি-২০ টুর্নামেন্ট খেলেছি। তাই বিভিন্ন ধরনের শট খেলতে সুবিধা হয়েছে।’ উল্লেখ্য, দিনের শেষে অশ্বিনের সংগ্রহ ১১২ বলে ১০২ রান (ব্যাটিং)। ইনিংস সাজানো ১০টি চার ও ২টি ছক্কায়।
সেঞ্চুরি থেকে মাত্র ১৪ রান দূরে রবীন্দ্র জাদেজা। তিনিও মেরেছেন ১০টি চার ও ২টি ছক্কা। দিনের শেষে সতীর্থকে প্রশংসায় ভরিয়ে দিতে ভুল হয়নি অ্যাশের। তারকা অলরাউন্ডার বলছিলেন, ‘আমাদের দলের অন্যতম সেরা ব্যাটার জাড্ডু। গত কয়েক বছরে বহুবার তা প্রমাণও করেছে। আর এদিন ওর সঙ্গে ব্যাটিং দারুণ উপভোগ করেছি। জাড্ডু আমায় অনেক সাহায্যও করেছে। ইনিংসে একটা সময় আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম। তখন ও এগিয়ে এসে আমায় বলে দুইকে তিন রানে পরিণত করার প্রয়োজন নেই। এতে আমার সুবিধাই হয়েছিল (হেসে)। আমি মনে করি, দ্বিতীয় দিনেও উইকেটের খুব বেশি পরিবর্তন হবে না। তবে শুক্রবার আমাদের নতুনভাবে শুরু করতে হবে। এখন যতটা সম্ভব স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য আমাদের।’
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা