বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

চীনকে হারিয়ে হকিতে এশিয়া সেরা ভারত

বেজিং: প্যারিস ওলিম্পিকসে ব্রোঞ্জের পর আরও এক সাফল্য। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে উড়ল ত্রিবর্ণরঞ্জিত ভারতীয় পতাকা।  পঞ্চমবারের জন্য এই আসরে চ্যাম্পিয়ন হল ভারত, যা রেকর্ড। মঙ্গলবার ফাইনালে টানটান উত্তেজনার মধ্যে আয়োজক চীনকে ১-০ ব্যবধানে হারিয়ে সোনা ধরে রাখল হরমনপ্রীত সিং বাহিনী। চতুর্থ কোয়ার্টারে ডিফেন্ডার যুগরাজ সিংয়ের গোলই পার্থক্য গড়ে দেয়। উল্লেখ্য, এর আগে ২০১৬ ও ২০১৮ সালে পরপর দু’বার এই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তারপর আবার টানা চ্যাম্পিয়ন হল  নীল জার্সিধারীরা। অন্যদিকে, দক্ষিণ কোরিয়াকে ৫-২ ফলে হারিয়ে তৃতীয় স্থান দখল করল পাকিস্তান। সেমি-ফাইনালে তারা চীনের কাছে হেরেছিল। অথচ এদিন ভারতের বিরুদ্ধে তাদেরকেই সাপোর্ট করতে দেখা গেল পাকিস্তানকে। এমনকী, গ্যালারিতে বসা পাক খেলোয়াড়দের হাতে চীনের পতাকাও ছিল। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলছে। 
প্রতিযোগিতাজুড়ে দাপট দেখিয়েছে ভারত। অশ্বমেধের ঘোড়ার মতোই দাপটে হারিয়েছে বিপক্ষকে। লিগ পর্বে চীনের বিরুদ্ধেও জয় এসেছিল তিন গোলে। ফাইনালেও ফেভারিট ছিল ভারত। তবে হাড্ডাহাড্ডি লড়াই হল। প্রথম তিন কোয়ার্টারে বিপক্ষ রক্ষণকে ভাঙতে পারা যায়নি। ৫১ মিনিটে হরমনপ্রীতের পাশ থেকে জোরালো হিটে জয়সূচক গোল করেন যুগরাজ। 
হারলেও প্রশংসা কাড়ল চীন। এর আগে মাত্র একবারই কোনও আন্তর্জাতিক হকি প্রতিযোগিতার ফাইনালে উঠেছিল তারা। ২০০৬ এশিয়ান গেমসের ফাইনালে অবশ্য কোরিয়ার কাছে ১-৩ গোলে হেরে যায় তারা। এদিনের লড়াইয়ে স্পষ্ট, অনেক উন্নতি করেছে চীনারা। ফাইনালে ভারতের তুলনায় অনেক বেশি সময় বলের দখলও রাখল তারা। তবে কাজের কাজ অর্থাৎ গোল করতে ব্যর্থ চীন। 
ভারতীয় রক্ষণ অবশ্য দুর্ভেদ্য থাকল আগাগোড়া। গোলকিপার কৃষ্ণান পাঠক দক্ষতার শীর্ষে উঠে পতন রোধও করলেন। সুযোগ অবশ্য ভারতও পেয়েছিল। শুরুর দিকে রাজকুমার পালের শট বাঁচান চীনের গোলকিপার ওয়াং ওয়েইহাও। ১০ মিনিটে প্রথম পেনাল্টি কর্নারও আদায় করেন রাজকুমার। কিন্তু হরমনপ্রীতের শট বাইরে যায়। ২৭ মিনিটে সুখজিৎ সিংয়ের আদায় করা পেনাল্টি কর্নারে হরমনপ্রীতের হিট পোস্টে লাগে। 
প্রতিযোগিতার সেরা হয়েছেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত। এই আসরে তাঁর গোলসংখ্যা সাত, যা দ্বিতীয় সর্বাধিক। জয়ী দলের প্রত্যেক খেলোয়াড়ের জন্য হকি ইন্ডিয়া ৩ লক্ষ টাকার নগদ পুরস্কারের ঘোষণা করেছে। সাপোর্ট স্টাফরা প্রত্যেকে পাবেন নগদ ১.৫ লক্ষ টাকা করে।
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা