খেলা

স্টেটাস কমিটির ‘এনওসি’ পেলেন আনোয়ার আলি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইস্ট বেঙ্গল জার্সি পরে মাঠে নামতে আর বাধা নেই আনোয়ারের। বৃহস্পতিবার রাতে ফেডারেশনের প্লেয়ার্স স্টেটাস কমিটি তাঁকে এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) দিতেই চনমনে লাল-হলুদ শিবির। আগামী রবিবার কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচেই তাঁকে খেলাতে পারবেন কোচ কার্লেস কুয়াদ্রাত। উল্লেখ্য, চলতি মরশুমে চুক্তিজটে রীতিমতো হাঁসফাঁস করছেন আনোয়ার। দলের সঙ্গে অনুশীলন করলেও ম্যাচ খেলার উপায় ছিল না ‘এনওসি’ বিতর্কে। এই পরিস্থিতিতে স্টেটাস কমিটির অন্তবর্তী রায় কিছুটা স্বস্তি দিল দেশের অন্যতম সেরা ডিফেন্ডারকে। আগামী ৩০ সেপ্টেম্বর চূড়ান্ত রায় জানাবে ফেডারেশনের স্টেটাস কমিটি।
চুক্তি বিতর্কে মরশুমের শুরু থেকেই চর্চায় আনোয়ার। মোহন বাগানের সঙ্গে দীর্ঘমেয়াদী লোন ডিল ভেঙে দিল্লি এফসিতে ফিরে যান তিনি। ২০২২ সালে ফিফা কংগ্রেসে লোন ডিলের নয়া নিয়ম চালু হয়। প্রতিটি ফেডারেশনকে তা তিন বছরের মধ্যে চালু করার নির্দেশ দেয় ফিফা। তবে ভারতে এখনও সেই নিয়ম বলবৎ হয়নি। অন্যদিকে ফিফার নিয়ম হাতিয়ার করে মাঠে নামেন দিল্লি কর্তা রঞ্জিত বাজাজ। ঘরোয়া ফুটবলে তিনিই আনোয়ারের গডফাদার। মোহন বাগানের সঙ্গে চুক্তিভঙ্গের নেপথ্যে বাজাজের মস্তিষ্ক। আনোয়ার ফ্রি হতেই তাঁকে পাঁচ বছরের চুক্তিতে সই করায় ইস্ট বেঙ্গল। অন্যদিকে, মোহন বাগানের দাবি ছিল এই চুক্তিভঙ্গ বৈধ নয়। শুরু হয় আইনী যুদ্ধ। দীর্ঘ টালাবাহানার পর আনোয়ারকে চার মাসের জন্য নির্বাসিত করে স্টেটাস কমিটি। একই সঙ্গে ১২ কোটি ৯০ লক্ষ টাকার বিশাল জরিমানাও ঘোষিত হয়। শুধু তাই নয়, দু’টি ট্রান্সফার ব্যানের খাঁড়া নেমে আসে ইস্ট বেঙ্গল ও দিল্লির উপর। ক্ষুব্ধ রঞ্জিত বাজাজ দিল্লি হাইকোর্টে স্টে অর্ডারের অনুরোধ জানান। এরপর আদালতের নির্দেশে বাতিল হয় আগের সব রায়। বৃহস্পতিবার ফের নতুন করে সিদ্ধান্ত জানাল স্টেটাস কমিটি।
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা