খেলা

আইএসএলে আজ প্রতিপক্ষ এফসি গোয়া, প্রেসিং ফুটবলেই ভরসা মহমেডানের

অম্বরীশ চট্টোপাধ্যায়, কলকাতা: নর্থইস্টের বিরুদ্ধে হারলেও আইএসএলের অভিষেকে নজর কেড়েছে মহমেডান স্পোর্টিং। এবার সামনে এফসি গোয়া। শনিবার কিশোর ভারতী স্টেডিয়ামে নামার আগে আত্মবিশ্বাসের সিলিন্ডার ভর্তি সাদা-কালো শিবিরে। জয়ের সরণিতে নাম লেখাতে এই ম্যাচকেই পাখির চোখ করেছেন কোচ আন্দ্রে চেরনিশভ। তাই অ্যালেক্সিসের থেকে পাওয়া বল কাসিমভ ব্যাক পাসে গৌরব বোরাকে ফিরিয়ে দিতেই অনুশীলন থামিয়ে দিলেন তিনি।  সামনে গিয়ে বুঝিয়ে দিলেন, প্রতিপক্ষের ডিফেন্সিভ থার্ড থেকে অযথা ব্যাক পাস করা চলবে না। শুক্রবার সাংবাদিক সম্মেলনে কোচ চেরনিশভ বলেন, ‘নর্থইস্ট ম্যাচে ভালো খেললেও দল গোল করতে ব্যর্থ। কিন্তু গোয়ার বিরুদ্ধে সুযোগ নষ্ট করলে চলবে না।’ বিকেলে যুবভারতীর প্রাকটিস গ্রাউন্ডে চূড়ান্ত অনুশীলনে একটা বিষয় স্পষ্ট যে, গোয়ার বিরুদ্ধে প্রেসিং ফুটবলই হাতিয়ার মহমেডানের। পাহাড়ি দলটির বিরুদ্ধেও শুরু থেকে চাপ তৈরি করেছিলেন লালরেমসাঙ্গারা। এবার মানোলো মার্কুয়েজের দলের বিরুদ্ধেও একই রণনীতি কোচ চেরনিশভের। ৪-৩-৩ ফর্মেশনেই আস্থা রাখছেন রুশ কোচ। সিজার লোবিকে মধ্যে রেখে দুই প্রান্তে মাকন ছোটে ও লালরেমসাঙ্গার উপর থাকবে আক্রমণের ভার। খেলা তৈরির দায়িত্ব থাকবে আ্যালেক্সিসের উপর। ব্লকারের ভূমিকায় কাসিমভ। তার কাঁধেই পড়েছে আর্মান্দো সাদিকুকে রোখার ভার। চলতি মরশুমে দুরন্ত ছন্দে রয়েছেন আলবেনিয়ান স্ট্রাইকার। প্রায় প্রতি ম্যাচেই নাম তুলছেন স্কোরশিটে। তাই তাঁকে রুখে দিতে পারলেই অর্ধেক কাজ হাল্কা হবে গতবারের আই লিগ চ্যাম্পিয়নদের। 
দলে চোট আঘাত ও কার্ড সমস্যা নেই। তাই গোয়ার বিরুদ্ধে পূর্ণশক্তির দলই পাচ্ছেন কোচ চেরনিশভ। তবে সমস্যা দু’টি। ফিটনেস এবং মনঃসংযোগ। পাহাড়ি 
দলটির বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল হজমের পিছনে এই দুই বিষয়কেই দায়ী করেছেন কোচ। তাই গোয়ার বিরুদ্ধে বাড়তি সতর্ক চেরনিশভ। তার মন্তব্য, ‘দেরিতে প্রস্তুতি শুরু 
হওয়ায় ফিটনেসে ঘাটতি রয়েছে। যা ক্রমশ কাটিয়ে উঠছে ফুটবলাররা। তবে মনঃসংযোগ হারালে চলবে না। ছেলেরা সকলেই অভিজ্ঞ। বিষয়টির গুরুত্ব বুঝেছে। আশা করছি, ভুল শুধরে নেবে।’ 
ঘরের মাঠে প্রথম ম্যাচে হারতে হয়েছে গোয়াকে। জামশেদপুরের বিরুদ্ধে এগিয়ে থেকেও দুর্গ রক্ষায় ব্যর্থ তারা। শুধু তাই নয়, মহমেডান স্পোর্টিংয়ের মতো গোয়াও হেরেছে সংযোজিত সময়ের গোলে। তাই মরশুমের প্রথম অ্যাওয়ে ম্যাচের আগে রক্ষণ জমাট করতে মরিয়া কোচ মানোলো। তবে তাঁকে স্বস্তি দিচ্ছেন ফর্মে থাকা সাদিকু। 
এদিকে, চেন্নাই ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দিতে পারেন কাদিরির বদলি ফ্লোরেন্ট ওগিয়ের। নুনো রেইসের ঘটনার পর অনেকটাই সাবধানী মহমেডান কর্তারা। ইতিমধ্যেই ভিসার জন্য দরকারি কাগজপত্র ওগিয়েরকে পাঠিয়ে দিয়েছে থিঙ্কট্যাঙ্ক। অভিজ্ঞ ফরাসি ডিফেন্ডারের অন্তর্ভুক্তিতে রক্ষণের শক্তি বাড়বে বলে মনে করছে ম্যানেজমেন্ট। 
 ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। 
সরাসরি সম্প্রচার স্পোর্টস ১৮ চ্যানেলে।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা