রাজ্য

বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় টানা ছ’বছর কল্যাণীর অধ্যাপক

সংবাদদাতা, কল্যাণী: নিজের দক্ষতাকে পুঁজি করে ২০১৯ সাল থেকে টানা ছ’বছর বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় নিজের নাম ধরে রাখলেন কল্যাণীর সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক প্রভাসকুমার রায়। তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে প্রকাশিত শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীদের বিশ্ব র‍্যাঙ্কিংয়ে তাঁর নাম ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির জন্য ধারাবাহিকভাবে ছ’বছর ধরে তালিকাভুক্ত হয়ে আসছে। গোটা বিশ্বের মাত্র ২ লক্ষ বিজ্ঞানীর নাম থাকে এই তালিকায়। তিনি মূলত গবেষণা করেন পাওয়ার সিস্টেম অপটিমাইজেশন, ইভোল্যুশনারি আলগারিদমস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিংয়ের উপর। স্বাভাবিকভাবেই তাঁর এই ধারাবাহিক সাফল্যে খুশি কলেজের অধ্যাপক ও পড়ুয়া থেকে শুরু করে তাঁর পরিবারের সদস্যরা সকলেই।
প্রভাসবাবুর জন্ম বাঁকুড়া জেলার মেজিয়া গ্রামে। ছেলেবেলা থেকেই তিনি নিজের তাগিদে এবং পরিবারের সহযোগিতায় উচ্চশিক্ষা অর্জন করেছেন। দুর্গাপুর থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল মেশিনে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। কর্মজীবন শুরু করেন একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপনা দিয়ে। পরে ২০১৬ সালের ডিসেম্বর মাস থেকে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে কর্মরত রয়েছেন। বর্তমানে তিনি থাকেন আসানসোলে। তাঁর জাতীয় ও আন্তর্জাতিক জার্নাল এবং কনফারেন্সে ২৩০টিরও বেশি গবেষণাপত্র রয়েছে। এছাড়া তিনি ২১টি বইয়ের অধ্যায় এবং পাঁচটি আন্তর্জাতিক মানের বইয়ের লেখক ও সম্পাদক হিসেবে কাজ করেছেন। পাশাপাশি তিনি পেয়েছেন আন্তর্জাতিক স্তরের অনেকগুলি পুরস্কার। গতবছর তাঁকে ‘শিক্ষারত্ন’ সম্মানেও ভূষিত করা হয়। তাঁর অধীনে পিএইচডি করছেন ১২ জন গবেষক। বিজ্ঞানী প্রভাসকুমার রায় বলেন, ‘আজ আমার মা বেঁচে থাকলে খুবই খুশি হতেন। ভবিষ্যতেও একইভাবেই গবেষণার কাজ চালিয়ে যেতে চাই আমি।’
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা