রাজ্য

ফের ‘চোর’ স্লোগান, বিক্ষোভের আশঙ্কায় সন্দীপদের এসকর্ট করে নিয়ে গেল পুলিস

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর কাণ্ডে শুক্রবার দুপুরে শিয়ালদহ আদালতে হাজির করা হয়েছিল অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। সিবিআইয়ের গাড়ি থেকে কোর্ট চত্বরে নামা মাত্রই কিছু মানুষ তাঁদের ফের ‘চোর’ ‘চোর’ বলার পাশাপাশি অশ্রাব্য‌ গালিগালাজ করতে থাকেন। তারই মধ্যে পুলিস কড়া প্রহরায় দু’জনকে আদালতের লকআপে নিয়ে যায়। তবে আর পাঁচটা অভিযুক্তের ক্ষেত্রে ধৃতদের লকআপের ভিতর রাখা হয়, এ ক্ষেত্রে অভিযুক্ত টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে লকআপের বাইরে চেয়ারে পাখার তলায় বসানো হয়েছিল বলে কোর্ট সূত্রের খবর। তবে এদিন ধৃত কলকাতা পুলিসের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে সরাসরি কোর্টে হাজির করা হয়নি। তার শুনানি হয় প্রেসিডেন্সি জেল থেকে ভার্চুয়ালের মাধ্যমে। 
এদিকে, শুনানি শুরু হওয়ার আগে এজলাসের বাইরে শিয়ালদহ আদালতের আইনজীবীদের একাংশ এই ইস্যুতে স্লোগান দিতে থাকেন। তাঁদের দাবি ছিল, কোনও আইনজীবী যেন ধৃতদের হয়ে আদালতে সওয়ালে অংশ না নেন। বেশ কিছুক্ষণ ধরে চলে তাঁদের এই স্লোগান। এজলাসের বাইরে মোতায়ন করা হয়েছিল পুলিস বাহিনী। শুধু তাই নয়, কোনও বহিরাগত যাতে এজলাসের ভিতরে প্রবেশ করতে না পারে, তার জন্যও ছিল বাড়তি পুলিসি সতর্কতা। আদালতের দু’টি গেটেই ছিল আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। শুনানির শেষে কোর্ট চত্বরে বাইরে বেশি মাত্রায় লোক জমায়েত হওয়ার আগেই পুলিস দ্রুততার সঙ্গে সিবিআইয়ের গাড়িতে থাকা দুই অভিযুক্তকে এসকর্ট করে বার করে দেয়। ফলে বড়সড় বিক্ষোভ না হওয়ায় হাঁফ ছেড়ে বাঁচেন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিস কর্তা ছাড়াও সাধারণ পুলিসকর্মীরা।
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা