কলকাতা

জিমি চু-অ্যালবাম-ডোলায় মজেছেন মহিলারা, পুজোর কেনাকাটায় তুঙ্গে সিল্কের শাড়ি

বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: এবার পুজোর বাজার বাজিমাত করছে সিল্ক। দামি শাড়ির বিষয়ে বাঙালি মেয়েরা চিরকাল ঐ঩তিহ্যে ভরসা রাখেন—এমনটাই মনে করতেন শ্যামবাজারের নামজাদা শাড়ির দোকানের কর্ণধার তাপস বন্দ্যোপাধ্যায়। কিন্তু দিনে দিনে সেই ধারণা অনেকটাই বদলেছে। প্রিন্টেড পিওর সিল্ক, বালুচরি বা কাঞ্জীভরমের মতো দক্ষিণী শাড়ির মাঝে জায়গা করে নিয়েছে নিত্যনতুন সিল্ক। ক্রেতাদের বাজেটে টানাটানি আর অভিনব কিছু কেনার তাগিদ বদলে দিয়েছে পুজো বাজার। তাপসবাবুর কথায়, ‘এবার অ্যালবাম সিল্কের চাহিদা রয়েছে। ভাগলপুরি সিল্ক, বেনারসি চান্দোরি, বেনারসি পাটোলার মতো দেখনদার শাড়ির দাম শুরু হচ্ছে দেড় হাজার থেকে।’ ব্যক্তিগত উদ্যোগে শাড়ির ব্যবসা করেন বাগনানের প্রিয়াঙ্কা হাজরা। তিনি বললেন, ‘এবার দারুণ কাটতি ডোলা সিল্কের। ভালো বিক্রি হচ্ছে রেশম সুতোর কাজ করা খাড্ডি বেনারসিরও। সাধারণ শিফনের চেয়ে ভালো মানের জিমি চু শাড়ি এবার দেদার বিকোচ্ছে। দাম দেড় হাজার টাকা থেকে শুরু। যাঁরা চিরন্তন ঐতিহ্যের শাড়ি খোঁজেন, তাঁরা থ্রি প্লাই পিওর সিল্ক আর মুর্শিদাবাদি কাতান পছন্দ করছেন।’
এবার পুজো বাজারের মেজাজ যে একেবারে অন্যরকম, ক্রেতা-বিক্রেতা উভয়েই তা টের পাচ্ছে। আর জি কর হাসপাতালের নির্যাতিতার সুবিচারের দাবিতে প্রতিবাদের ঢেউ বদলে দিয়েছে কেনাকাটার স্বাভাবিক ছন্দ। হাল ফ্যাশনে তার প্রভাব পড়েছে অবধারিতভাবেই। বিখ্যাত সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং ‘জাস্টিস’-এর দাবিতে ‘আর কবে’ শিরোনামে যে গান গেয়েছেন, সেই গানের কথা এখন ক্যাজুয়াল টি-শার্টে শোভা পাচ্ছে। আরও লক্ষ্যণীয় হল, গিটার হাতে অরিজিৎ সিংয়ের পূর্ণাবয়ব ছবি ফুটে উঠেছে ‘প্রতিবাদী’ শাড়িতে। ‘বাংলার তাঁতের হাট’-এর এক বিক্রেতা জানালেন, পিওর কাতানের উপর অরিজিৎ সিং, দাম সাড়ে ১১ হাজার টাকা!
বাংলার পুজো ফ্যাশনে চীনের ‘দখলদারি’ বহুকাল ধরেই। এ সময় ঝুটো জুয়েলারিতে দুর্গার অবয়ব বড়বাজারে চলে আসে জিং পিংয়ের দেশ থেকে। এবারও তার ব্যতিক্রম নেই। কিন্তু এসব অলঙ্কারের ডিজাইনেও এবার নারীশক্তির উদযাপন। বেঙ্গল শপিং ফেস্টিভ্যালে এবার স্টল দিয়েছেন সাঁতরাগাছির মিঠু ঘোষ। তিনি বড়বাজার থেকে টুকিটাকি সরঞ্জাম কিনে নি঩জের মতো করে তৈরি করেন গয়না। জার্মান সিলভারের তৈরি একটি কানের দুল তুলে ক্রেতাদের দেখাচ্ছিলেন তিনি। সেই দুলের ডিজাইন এমনই যে অলঙ্কারের পাশাপাশি তা কার্যত আত্মরক্ষার হাতিয়ার হয়ে উঠেছে। দুলের নীচ থেকে নেমে এসেছে প্রায় তিন ইঞ্চি ধাতব পাত। অনেকটা শলাকার মতো। মিঠুদেবী বললেন, ‘বুগাডি ডিজাইনের এই দুল এবার নতুন। আত্মরক্ষার প্রয়োজনে চটপট দুল খুলে আক্রমণকারীকে কাবু করা যাবে।’ ডোমজুড়ের ব্যবসায়ী প্রতীম সরকার সোনালি রঙের এক জোড়া কানের দুল দেখিয়ে বললেন, ‘এই দেখুন, দুলের পেছনে কাঁটা। প্রয়োজনে ব্যবহার করুন। নির্ভয়ে বাঁচুন।’
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা