বিদেশ

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন নির্বিঘ্নেই, আজ ফলপ্রকাশ

কলম্বো: নজিরবিহীন আর্থিক সঙ্কট পর্বের পর শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন। শনিবার সকাল সাতটা থেকে ১৩ হাজার ৪০০-র বেশি ভোটগ্রহণ কেন্দ্রে শুরু হয় ভোটদান। চলে বিকেল চারটে পর্যন্ত। সরকারি সূত্রে খবর, বিকেল পর্যন্ত ভোটদানের হার ছিল ৭৫ থেকে ৮০ শতাংশ। ভোটগ্রহণ শেষেই শুরু হয়েছে গণনা। রবিবার জানা যাবে নির্বাচনের ফলাফল। কলম্বোর নির্বাচন কমিশনের এক আধিকারিক বলেন, ‘বিকেল চারটে থেকেই পোস্টাল ব্যালট গোনা শুরু হয়েছে।’ এর মধ্যেই অপ্রীতিকর ঘটনা এড়াতে শনিবার রাত ১০টা থেকে রবিবার সকাল ছ’টা পর্যন্ত কার্ফু জারি করেছে পুলিস।
২০২২ সালে আর্থিক মন্দার কারণে দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ। জনরোষ থেকে বাঁচতে দেশ ছাড়েন তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। অন্তর্বর্তী প্রেসিডেন্ট হন রণিল বিক্রমসিঙ্ঘে। দেখতে দেখতে কেটে গিয়েছে দু’বছর। আর্থিক মন্দা অনেকটাই সামাল দিতে পেরেছেন তিনি। এই আবহে আরও একবার প্রেসিডেন্ট পদে বসার স্বপ্ন দেখছেন বিক্রমসিঙ্ঘে। নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। মোট ৩৮ প্রার্থীর মধ্যে বিক্রমসিঙ্ঘে ছাড়াও রয়েছেন আরও তিন হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী—এনপিপির অনুরা কুমারা দেশনায়েক, এসজেবির সজিথ প্রেমাদাসা ও গোতাবায়া রাজপাকসের দল এলপিপির নমাল রাজাপাকসে। এদিন কলম্বোয় ভোটদানের পর রণিল বলেন, ‘প্রচলিত রাজনীতি এবং অর্থনীতি দেশের ক্ষতি করেছে। আজ আমরা এক নতুন নির্বাচন, সমাজ ব্যবস্থা প্রত্যক্ষ করছি। শ্রীলঙ্কার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ সূত্রের খবর, দেশের আর্থিক উন্নতির চিত্রকে সামনে রেখেই জিততে মরিয়া বিদায়ী প্রেসিডেন্ট।
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা