বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরে হামলা, নিন্দায় সরব মার্কিন কংগ্রেসের সদস্যরা

ওয়াশিংটন: নিউইয়র্কের বিএপিএস স্বামীনারায়ণ মন্দিরে হামলার নিন্দা করলেন মার্কিন কংগ্রেসের সদস্যরা। এই ঘটনাকে ‘ধর্মান্ধতা এবং নিন্দা’র বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন তাঁরা। কংগ্রেস সদস্যদের মতে, ‘জাতীয়তাবাদী নেতাদের উস্কানিমূলক মন্তব্যের জন্যই এই হামলা হয়েছে।’ সোমবার মেলভিলেতে অবস্থিত মন্দিরে ভাঙচুর চালানোর পরেই আমেরিকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনার নিন্দা করে ভারতীয় কনস্যুলেট জানায়, ‘এই ঘটনা অনভিপ্রেত। এটা মেনে নেওয়া যায় না।’ ২২ সেপ্টেম্বর মেলভিলের নাসু ভেটরনস মেমোরিয়াল কলিসিয়ামে ভারতীয় সম্প্রদায়ের সামনে বক্তৃতা দেওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এর প্রায় এক সপ্তাহ আগে কলিসিয়াম থেকে ২৮ কিলোমিটার দূরে অবস্থিত বিএপিএস স্বামীনারায়ণ মন্দিরে হামলা চালানো হয়। ঘটনার পরেই হামলার নিন্দা করে বিবৃতি দিয়েছে মন্দির কর্তৃপক্ষ। তাতে বলা হয়েছে, ‘হিন্দুদের প্রতি ঘৃণার বাতাবরণের কারনেই এই হামলা।’ 
ঘটনার নিন্দা করে বিবৃতি দিয়েছেন দলমত নির্বিশেষে মার্কিন কংগ্রেস সদস্য। ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য টম সুসি বলেন, ‘এত ঘৃণা! এই ঘটনায় আমি মর্মাহত। এই ভাঙচুর, ধর্মান্ধতা এবং নিন্দার বহিঃপ্রকাশ বারবার ঘটছে কারণ জাতীয়বাদী 
নেতারা জ্বালাময়ী বক্তৃতা দিয়ে চলেছেন। এই ধরনের ঘটনা আমেরিকার সঙ্গে খাপ খায় না। এটা আমাদের মূল্যবোধের পরিপন্থী।’ ভারতীয় বংশোদ্ভূত আর এক ডেমোক্র্যাট মার্কিন কংগ্রেস সদস্য রো খান্না বলেন, ‘ধর্মীয় উপাসনার অধিকার গণতন্ত্রের মেরুদণ্ড। এই কাজের জন্য হয়রানি, হিংসার কোনও জায়গা নেই।’ পেনসিলভানিয়ার রিপাবলিকান কংগ্রেস সদস্য ব্রায়ান ফিটজপ্যাট্রিক বলেছেন, ধর্মীয় উপাসনাগৃহে হামলা আদতে আমাদের মৌলিক মূল্যবোধকেই আক্রমণ। এটাকে কোনওমতেই মেনে নেওয়া যায় না। নিউ ইয়র্ক অ্যাসেম্বলির সদস্য জেনিফার রাজকুমার এই ঘটনার দ্রুত তদন্ত দাবি করেছেন।
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের সম্ভাবনা।  সন্তানের কর্ম প্রাপ্তির সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে জটিলতা কিছুটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
19th     January,   2025
দিন পঞ্জিকা