বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

সুনীতা উইলিয়ামসকে নিয়ে উৎকণ্ঠার মধ্যেই মহাকাশে পাড়ি দিচ্ছেন আইসা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেবীপক্ষ শুরুর প্রাক্কালে কলকাতায় এসেছিলেন এক সাহসী নারী, নাম তাঁর আইসা বো। বর্ণগতভাবে প্রান্তিক এই নারী পাড়ি দিতে চলেছেন মহাকাশে। যখন নাসার এক মহাকাশচারী সুনীতা উইলিয়ামস আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে আটকে রয়েছেন, তখন আইসার এই সিদ্ধান্ত গোটা বিশ্বের কুর্নিশ পাচ্ছে।
সোমবার কলকাতার আমেরিকান সেন্টারে নিজের বর্ণময় জীবনের কথা শোনাচ্ছিলেন আইসা। অ্যাফ্রো-মার্কিন -দের জীবন মার্কিন যুক্তরাষ্ট্রের মতো উদার দেশেও কুসুমাস্তীর্ণ নয়। তার উপরে মেয়ে। স্কুলের কেরিয়ার কাউন্সেলর পরামর্শ দিয়েছিলেন, কসমেটোলজি বা প্রসাধনবিদ্যা নিয়ে পড়ুক আইসা। কোনও পেশাকে ছোট না করলেও সেখানেই নিজেকে সীমাবদ্ধ করে রাখতে চাননি তিনি। বাবার উৎসাহে ভয় কাটানো শুরু গণিতে। পড়লেন পদার্থবিদ্যা। স্কুলের কাউন্সেলরের কথা শুনলে যাঁর জীবন কসমেটিক্সে আটকে যেতে পারত, তিনিই চলে এলেন কসমিক সায়েন্স বা ব্রহ্মাণ্ড গবেষণায়। কালক্রমে নাসায় এরোস্পেস ইঞ্জিনিয়ার তথা রকেট সায়েন্টিস্ট হিসেবে কাজে যোগ দিলেন। 
আইসা বলছিলেন, আমাকে দেখে অনেকেই ভাবতে পারেন না, আমি একজন এরোস্পেস ইঞ্জিনিয়ার। স্রেফ কৃষ্ণাঙ্গী বলেই নয়, মার্কিন মুলুকেও মেয়েরা মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তির শীর্ষক্ষেত্রে খানিকটা বিরলই বটে।
তবে, শুধুমাত্র নাসার চাকুরে হিসেবেও নিজেকে সীমাবদ্ধ রাখতে চাননি আইসা। নিজের ইঞ্জিনিয়ারিং কনসাল্টেন্সি ফার্ম খুলে উদ্যোগপতি হয়েছেন। তাঁর সংস্থার তৈরি অ্যাপ বিশ্বের অনগ্রসর দেশের পড়ুয়া, বিশেষ করে ছাত্রীদের গণিত, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে এগিয়ে চলতে সাহায্য করে। শিক্ষক ও ছাত্রছাত্রীদের সঙ্গে তাঁর নিত্যদিনের ওঠাবসা। হাজারের কাছাকাছি গবেষণাপত্রও রয়েছে তাঁর। এবার চলেছেন আরও বড় চ্যালেঞ্জ  নিতে। শিল্পপতি জেফ বেজোসের পৃষ্ঠপোষকতায় তৈরি ‘ব্লু ওরিজিন’ সংস্থার রকেটে শিগগিরই মহাকাশে পাড়ি দিতে চলেছেন তিনি। প্রথাগত প্রশিক্ষণ না পেয়েও বিজ্ঞান গবেষণায় এভাবে ঝাঁপিয়ে পড়তে দু’বার ভাবেননি তিনি।
কলকাতায় এসে নারকেল নাড়ুর প্রেমে পড়া আইসা জানান, সব মায়ের মতো তাঁর মায়েরও প্রশ্ন ছিল, এই সিদ্ধান্ত কেন? আসলে আইসার অনেক কিছু প্রমাণ করার দরকার ছিল। একই সঙ্গে তিনি ‘ব্ল্যাক’দের এবং নারী সমাজের প্রতিনিধি। সুনীতা উইলিয়ামসের নিরাপদে পৃথিবীতে অবতরণের ব্যাপারে তিনি আশাবাদী। আবার নিজের ভবিষ্যৎ নিয়েও যাবতীয় প্রশ্ন তিনি উড়িয়ে দিচ্ছেন নতুন অভিজ্ঞতার উত্তেজনায়। স্পেস ট্যুরিজম নিয়েও তিনি খুবই আশাবাদী। তিনি বলেন, এর ফলে এমন অনেক দেশের মানুষই মহাকাশে যাওয়ার সুযোগ পাবেন, যেখানে এই বিজ্ঞানের চর্চাই হয় না। সরকারি এবং প্রথাগত এজেন্সিগুলির সঙ্গেও এই বেসরকারি এজেন্সিগুলি কাজ করছে। মহাকাশযান তৈরির পাশাপাশি মহাকাশচারীদেরও প্রশিক্ষণ দিচ্ছে সংস্থাগুলি। তাই এর ইতিবাচক দিক নিয়েই ভাবা উচিত বলে মত আইসার। -নিজস্ব চিত্র
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা