বিদেশ

মুখ থুবড়ে পড়ে ‘টাইটান’, মিলল ছবি

নয়াদিল্লি: অতলান্তিক মহাসাগরের বুকে সমুদ্রপৃষ্ঠে মুখ থুবড়ে পড়ে সাবমার্সিবল টাইটান। ২০২৩ সালে টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজতে গিয়ে জলের চাপে সেটির সলিল সমাধি হয়। তারপর থেকে প্রায় দেড় বছর ধরে এভাবেই উলম্বভাবে দাঁড়িয়ে ছোট্ট ‘ডুবোজাহাজ’টি। গত বছর ১৮ জুন  মার্কিন সংস্থা ‘ওশেনগেট’-এর সাবমার্সিবলে চেপে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে রওনা হন পাঁচজন ধনকুবের। তাদের আর ফেরা হয়নি। সোমবার টাইটানের বর্তমান অবস্থা সামনে এনেছে মার্কিন উপকূলরক্ষী বাহিনী। সেখানেই ধরা পড়েছে অতলান্তিকের ১২ হাজার ৫০০ ফুট গভীরে নীলচে সবুজ জলের মধ্যে বিশ্রাম নিচ্ছে শ্বেতশুভ্র টাইটানের শঙ্কু আকৃতির ধ্বংসাবশেষ। 
দুর্ঘটনার আগে টাইটান এবং তাকে সহায়তাকারী পোলার প্রিন্সের মধ্যে বার্তা চালাচালিও হয়। সামনে এসেছে অন্তত দু’টি শেষবার্তা। ২০২৩ সালের ১৮ জুন টাইটানের কাছে পোলার প্রিন্স জানতে চায়, ইনফর্মেশনাল ডিসপ্লে দেখা যাচ্ছে কি না। জবাব এসেছিল, ‘এখানে সবকিছু ঠিকঠাক।’ তবে শেষ বার্তাটি বড় করুণ। টাইটান জানায়, সমুদ্রপৃষ্ঠে ফিরে যাওয়ার দু’টি চেষ্টাই ব্যর্থ হয়েছে। এরপর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা বলেই দেখা হয়েছিল। পরে কর্তৃপক্ষের দিকে অভিযোগ ওঠায় এ নিয়ে তদন্ত শুরু হয়। সোমবার শুনানির সময় টাইটান কীভাবে ধ্বংস হল, তার একটি অ্যানিমেটেডে ভিডিও ও অনুসন্ধানী দলের তোলা নানা ছবিও প্রকাশ করা হয়েছে।
13h 13m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহসুখ বৃদ্ধি ও সপরিবারে আনন্দ উপভোগ। অন্যের দোষের দায়বহন করতে হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা