দেশ

কোয়াড সম্মেলনে যোগ দিতে আমেরিকায় মোদি

নয়াদিল্লি ও ওয়াশিংটন: শনিবার তিনদিনের সফরে আমেরিকা এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবারই তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এরপর দুই নেতার কোয়াড (ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া ও জাপান) গোষ্ঠীর বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার কথা। এছাড়াও চলতি সফরে প্রধানমন্ত্রীর রাষ্ট্রসঙ্ঘের ‘সামিট অব দ্য ফিউচার’-এ অংশগ্রহণ সহ একগুচ্ছ গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। রাশিয়া-ইউক্রেন ও ইজরায়েল-হামাস-হিজবুল্লা যুদ্ধের প্রেক্ষিতে কোয়াড গোষ্ঠীর এই বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ হতে চলেছে। আমেরিকার উদ্দেশে রওনা হওয়ার আগে এদিন দিল্লিতে প্রধানমন্ত্রী বলেন, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও সমৃদ্ধির কথা মাথায় রেখে সমমনোভাবাপন্ন দেশগুলিকে নিয়ে গঠিত কোয়াড গোষ্ঠী গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে উঠে এসেছে। 
ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ফিলাডেলফিয়ায় পৌঁছন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি আসেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের শহর ডেলাওয়্যারের উইলমিংটনে। ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি প্রধানমন্ত্রী মোদির সাম্প্রতিক রাশিয়া ও ইউক্রেন সফর এবং সম্ভাব্য শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা হতে পারে বলে খবর। প্রধানমন্ত্রীর এই সফর থেকেই মহাকাশ গবেষণায় ভারত-মার্কিন সহযোগিতা সংক্রান্ত তাৎপর্যপূর্ণ কর্মসূচি ঘোষণা হতে পারে। তারই অংশ হিসেবে অ্যাক্সিয়ম-৪ মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি দিতে চলেছেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। পাশাপাশি আমেরিকার কাছ থেকে ৩১টি প্রিডেটর ড্রোন কিনতে বহু কোটি ডলারের চুক্তি নিয়ে আলোচনা হতে পারে। তবে এই চুক্তি নিয়ে চলতি সফরের কোনও ঘোষণা হবে কি না, তা স্পষ্ট নয়।
বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার পর প্রধানমন্ত্রীর পরবর্তী কর্মসূচি বার্ষিক কোয়াড শীর্ষ সম্মেলন। সেখানে মোদি ও বাইডেনের পাশাপাশি থাকবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। বার্ষিক কোয়াড সম্মেলনে চীনা সামরিক বাহিনীর আগ্রাসন যে অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যুতে হতে চলেছে, সে ব্যাপারে ইঙ্গিত দিয়ে রেখেছেন হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি।
সফরের দ্বিতীয় দিনে নিউ ইয়র্কে অনাবাসী ভারতীয়দের একটি সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আমেরিকার শীর্ষ সংস্থাগুলির সিইওদের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। 
সেখানে এআই, কোয়ান্টাম কম্পিউটিং বায়োটেকনোলজি ও সেমিকন্ডাকটর সংক্রান্ত সহযোগিতা নিয়ে আলোচনা হবে। সফরের তৃতীয় দিন রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় ‘সামিট অব দ্য ফিউচার’ কর্মসূচিতে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এই সম্মেলনের থিম হল ‘উন্নততর ভবিষ্যতের জন্য বহুমুখী সমাধান’। রাষ্ট্রসঙ্ঘের এই সম্মেলনের ফাঁকেই বেশ কয়েকজন রাষ্ট্রনেতার সঙ্গে সাক্ষাৎ হতে পারে মোদির। 
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই জানিয়ে রেখেছেন, তিনি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন। নভেম্বর মাসের প্রেসিডেন্ট নির্বাচন সংক্রান্ত ব্যস্ততার মধ্যেই তিনি ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। যদিও ট্রাম্পের সঙ্গে মোদির সাক্ষাৎ হচ্ছে কি না, তা নিয়ে বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান ইউনুসের সঙ্গে আলোচনার কোনও কর্মসূচি মোদির নেই বলে জানা গিয়েছে।      
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা