দেশ

থানায় যৌন নিগ্রহ, ওড়িশায় বিজেডি ও কংগ্রেসের তুমুল বিক্ষোভ

ভুবনেশ্বর: থানার মধ্যে যৌন নিগ্রহের শিকার হয়েছিলেন প্রাক্তন ব্রিগেডিয়ারের মেয়ে। ভুবনেশ্বর সংলগ্ন ভরতপুরের এই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে রাজ্যজুড়ে। প্রশ্নের মুখে মাত্র তিনমাস আগে ক্ষমতায় আসা ডাবল ইঞ্জিন বিজেপি। শনিবার দফায় দফায় পদ্ম শিবিরকে আক্রমণ করল বিরোধীরা। এদিন বিজেডির মহিলা শাখা রাজভবনের সামনে বিক্ষোভ দেখায়। ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে প্রায় ১০০ জন মহিলা কর্মী সেখানে ধর্নায় বসেন। মহিলা সুরক্ষায় ব্যর্থ বিজেপি সরকারের সমালোচনা করেন তাঁরা। পাশাপাশি কংগ্রেসের তরফে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছিল। দাবি একটাই— মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির পদত্যাগ। 
শুক্রবার ঘটনার কথা প্রকাশ্যে আসতেই আদালতের তত্ত্বাবধানে সিট গঠন করে তদন্তের দাবি তুলেছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের দল। ঘটনার তীব্র নিন্দা করে শনিবার রাজ্যপাল রঘুবর দাসের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছে তারা। রাজ্যপালের কাছে বিজেডির সদস্যদের আর্জি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নজরে বিষয়টি আনার। অন্যদিকে, কংগ্রেসের যুব ও ছাত্র শাখা এদিন মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করে। ডিম, টম্যাটো ছোড়া হয় বাড়ির উদ্দেশে। যদিও মুখ্যমন্ত্রীর বাড়ির অনেক আগেই আটকে দেওয়া হয়েছিল বিক্ষোভকারীদের। মহিলা বিক্ষোভকারীদের দু’টি দল পুলিস কমিশনারের অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসে। অভিযুক্তদের দ্রুত শাস্তি চেয়েছেন তাঁরা।  উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর রাতে দুষ্কৃতীদের থেকে বাঁচতে ভারতীয় সেনার এক মেজর বাগদত্তা ওই তরুণীকে নিয়ে থানায় পৌঁছন। সেখানেই যৌন হেনস্তার শিকার হন তিনি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তরুণী ও তাঁর হবু স্বামীকেই গ্রেপ্তার করা হয়। পরে তাঁরা জামিন পেয়েছেন। 
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা