দেশ

শিখদের নিয়ে মন্তব্য, বিজেপির সমালোচনার জবাব রাহুলের

নয়াদিল্লি: ‘যেকোনও ধর্মের মানুষ তাঁদের ধর্মীয় আচার ও রীতি বজায় রেখে যাতে ভারতের সব প্রান্তে, সব জায়গায় ঘোরাফেরা করতে পারেন, এমনটাই কাম্য।’ আমেরিকায় এক অনুষ্ঠানে গিয়ে শিখ যুবককে দেখিয়ে এমনই মন্তব্য করেছিলেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। তাঁর সেই মন্তব্য ঘিরেই কড়া সমালোচনার ঝড় তোলে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, বিদেশের মাটিতে গিয়েও নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের মনে বিদ্বেষ তৈরি করতে চাইছেন রাহুল। শনিবার গেরুয়া শিবিরের এই সমালোচনারই এবার জবাব দিলেন সোনিয়া-পুত্র। নিজের বক্তব্যের ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন, ‘বিজেপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা ছড়াচ্ছে। আমার মুখ বন্ধ করতে গেরুয়া শিবির মরিয়া।’ তিনি বলেছেন, আমেরিকায় আমি যে কথা বলেছিলাম, তা বিকৃত করে প্রচার করছে বিজেপি। দেশ ও বিদেশের সমস্ত শিখ ভাই-বোনেদের কাছে জানতে চাই, আমার বক্তব্যে কি ভুল রয়েছে? ভারতে শিখ সহ সমস্ত ধর্মাবলম্বীদের অবাধ ধর্মাচরনের অধিকার থাকবে। এমন আশা করা কী ভুল?
দিন কয়েক আগে ভার্জিনিয়ার হার্নডোনে ভারতীয়-মার্কিন নাগরিকদের এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাহুল বলেছিলেন, ‘প্রথমে আমাদের বুঝতে হবে যে, লড়াইটা আদতে কী। এটা কোনও রাজনীতির যুদ্ধ নয়। এর গুরুত্ব আরও অনেক বেশি।’সেইসঙ্গেই তিনি বলেন ‘একজন শিখ হিসেবে যাতে তিনি পাগড়ি এবং কড়া অর্থাৎ বালা পরে ভারতের যেকোনও প্রান্তে ঘুরে বেড়াতে পারেন, সেই পরিসর সমাজে থাকা দরকার। আর এই লড়াই শুধু শিখদের জন্য নয়। সব সম্প্রদায়ের মানুষের জন্যই।’ তাঁর এই মন্তব্য নিয়ে সরব হয় বিজেপি। শনিবার রাহুলের বক্তব্যেরও বিরোধিতা করে আসরে নেমেছে গেরুয়া দল। - ফাইল চিত্র
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা