দক্ষিণবঙ্গ

কলকাতায় পাড়ি দেবে পাঁচমুড়ার পোড়ামাটির দেড়লাখি দুর্গা প্রতিমা

উজ্জ্বল পাল, বিষ্ণুপুর: পাঁচমুড়ার পোড়ামাটির দেড়লাখি দুর্গা এবার পুজোয় সপরিবারে কলকাতায় পাড়ি দেবে। সেই মতো প্রস্তুতি চলছে। ভাটির আগুনে পুড়িয়ে টেরাকোটার অপূর্ব রঙে সেজে উঠেছেন বাহন সহ মা দুর্গা ও তাঁর পরিবারের সদস্যরা। আর মা দুর্গা মানেই বাঙালির কল্পনায় অসুর বধের দৃশ্য ফুটে ওঠে। তাই কলকাতার মণ্ডপে মহিষাসুরও ঠাঁই পাবে। শীঘ্রই কলকাতায় পাড়ি দেবে পাঁচমুড়ার শিক্ষক শিল্পীর তৈরি প্রতিমা। 
পেশায় প্রাইমারি স্কুলের শিক্ষক ব্রজনাথ কুম্ভকার এই প্রতিমা তৈরি করছেন। তিনি বলেন, এর আগেও আমার তৈরি পোড়ামাটির দুর্গা কলকাতা সহ ভিন রাজ্যে গিয়েছে। এবারও কলকাতার একটি মণ্ডপ থেকে অর্ডার পেয়েছিলাম। খুব কম সময়ের মধ্যে তা তৈরি করতে হয়েছে। পোড়ামাটির দুর্গা তৈরি করতে অনেকটাই সময় লাগে। তবুও তার মধ্যে আমার সহকারী দুই শিল্পীকে নিয়ে তা তৈরির কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। চলতি সপ্তাহেই তা ভাটিতে পোড়ানো হয়েছে। বহনের সুবিধার্থে সবকটি মূর্তি একাধিক খণ্ডে বিভক্ত করা হয়েছে। পাঁচমুড়ায় গিয়ে দেখা গেল, শিল্পীর বাড়িতে থরে থরে সাজানো পোড়ামাটির বিভিন্ন শিল্প সামগ্রী। এছাড়াও বাড়ি থেকে কিছুটা দূরে ওয়ার্কশপে চলছে পোড়ামাটির কাজ। তারই একপাশে সাজানো রয়েছে বাহন সহ দুর্গা, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী ও মহিষাসুর। প্রতিটি মূর্তি একাধিক খণ্ডে বিভক্ত। শেষ পর্যায়ের সাজানোর কাজ করছেন ব্রজনাথবাবু এবং তাঁর সহকারী দুই শিল্পী সন্তোষ কুম্ভকার ও মন্টু কুম্ভকার। শিল্পী বলেন, পোড়ামাটির শিল্পসামগ্রী তৈরি করা বেশ সময়সাধ্য। প্রচুর শ্রমও দিতে হয়। বিশেষ করে দুর্গা প্রতিমার অর্ডার অনেক দেরিতে পাওয়া যায়। ওই সময় অন্যান্য শিল্পের কাজ ছেড়ে মূর্তি তৈরিতে সময় দিতে হয়। আমার স্কুল থাকায় অবসর সময়ে কাজ করি। সেজন্য দু’জন সহশিল্পীকে কাজে নেওয়া হয়েছে। এছাড়াও পরিবারের সদস্যরাও হাতে হাত মিলিয়ে কাজ করেন।  মূর্তির দাম প্রায় দেড় লক্ষ টাকা।   - নিজস্ব চিত্র
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা