দক্ষিণবঙ্গ

খানাকুলে জলে ডুবে আরও ১ বালকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: বন্যার জমা জল কিছুটা নামলেও আরামবাগ মহকুমায় ভোগান্তি অব্যাহত দুর্গতদের। খানাকুলে এখনও রাজ্য সড়কের উপর জল দাঁড়িয়ে রয়েছে। বন্যার জমা জলে শনিবারও এক বালকের মৃত্যু হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সুব্রত মুদি(১০)। খানাকুলের বীরলোক এলাকার বাসিন্দা সুব্রত। এদিন বাড়ির কাছে বন্যার জমা জলে ডুবে তার মৃত্যু হয়। এছাড়া খানাকুলের তাঁতিশালে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার হয়। পুলিস জানিয়েছে, মৃতের নাম শেখ ফিরদৌস আলি(২২)। বাড়ি খানাকুলের তাঁতিশালে। বন্যার জলের তোড়ে ভেসে গিয়ে তিনি নিখোঁজ হন। শুক্রবার বিকেলে দেহ উদ্ধার হয়। শনিবার মৃতদেহের ময়নাতদন্ত করায় পুলিস। মহকুমার বিভিন্ন জায়গাতেই ত্রাণ বিলি নিয়ে বৈষম্যের অভিযোগ উঠেছে। অনেকেই ত্রাণ পাচ্ছেন না বলে অভিযোগ। এধরনের অভিযোগে রাশ টানতে এবার টিম গঠন করে ত্রাণ বিলির সিদ্ধান্ত নিয়েছে হুগলি জেলা প্রশাসন। জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে ৭০টি টিম গঠন করা হয়েছে। তাতে ডেপুটি ম্যাজিস্ট্রেট, বিডিও সহ জেলার অন্যান্য অফিসাররা থাকবেন। প্রতিটি দলে তিনজন থাকবেন। তাঁরাই পঞ্চায়েত পিছু দুর্গতদের ত্রাণ সামগ্রী বণ্টনের দায়িত্ব সামলাবেন। 
আরামবাগের মহকুমা শাসক সুবাসিনী ই বলেন, আরামবাগ মহকুমায় ত্রাণ বিলির জন্য অফিসারদের নিয়ে টিম গঠন করে কাজ করার নির্দেশ দিয়েছেন জেলাশাসক। সেইমতো অফিসাররা এসে রিপোর্ট করতে শুরু করেছেন। 
উল্লেখ্য, গত প্রায় এক সপ্তাহ ধরে বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত আরামবাগ মহকুমা এলাকা। মহকুমার ছ’টি ব্লকেই বন্যা পরিস্থিতি তৈরি হয়। তবে খানাকুল-১ ও ২ ব্লক সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়। এখনও পর্যন্ত রাজহাটি এলাকায় রাজ্য সড়ক জলমগ্ন হয়ে রয়েছে। তারফলে যান চলাচল এখনও স্বাভাবিক হয়নি। রাজহাটি এলাকায় বহু দোকানপাট বন্ধ রয়েছে। সেখানে জলও ঢুকে গিয়েছে। তাই পুজোর মুখে ব্যবসায় বড়সড় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীদের অনেকেই। এছাড়া বাসিন্দারাও দুর্ভোগের মধ্যে রয়েছেন। বাড়ির ভিতরে থাকা বহু সামগ্রী নষ্ট হয়ে গিয়েছে। অনেকে শেষ সম্বল ব্যক্তিগত গাড়িতেও মজুত করে রেখেছেন। বৃষ্টি না হওয়ায় জলের পরিমাণ কিছুটা কমলেও পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরতে এখনও অনেক সময় লাগবে বলে আশঙ্কা করছেন দুর্গতরা। নৌকা ও ছোট ডিঙি নিয়ে জল পেরিয়ে যাতায়াত করছেন দুর্গতরা। ত্রাণ নিয়েও দুর্গতদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ অব্যাহত রয়েছে। এদিন দুপুরে পুরশুড়ায় বিডিও অফিসের কাছে বিজেপির তরফে ত্রাণ শিবির খোলা হয়। সেখানে বিজেপি নেতৃত্ব চলে যাওয়ার পর ত্রাণ নিয়ে বঞ্চনার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন দুর্গতরা। স্থানীয় বাসিন্দা দীপালি দুলে বলেন, আমরা এখানে এসেছিলাম। খিচুড়ি খাওয়ানো হল। কিন্তু, অন্যান্যদের ত্রিপল ও খাদ্য সামগ্রী দেওয়া হলেও আমরা পেলাম না। খুবই কষ্ট করে আমরা রয়েছি। 
আরএক দুর্গত সাগরিকা বাউরি বলেন, আমরা বিডিও অফিসের কাছেই থাকি। তবু আমাদের দুর্দশা কেউ দেখতে পাচ্ছে না। এদিনও বাইরের লোককে ত্রাণ, ত্রিপল দেওয়া হল। কিন্তু, আমরা খালি হাতে বাড়ি ফিরছি। 
পুরশুড়া পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা বিজেপির সমীর সামন্ত বলেন, কিছু পরিবারকে ইতিমধ্যেই ত্রাণ দেওয়া হয়েছে। বাকিরাও সময়মতো পাবেন। 
এছাড়া এদিন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক দলের তরফে ত্রাণ বিলি করা হয়। আরামবাগের হরিণখোলা এলাকায় ত্রাণ শিবিরে যান পুরসভার চেয়ারম্যান সমীর ভাণ্ডারী। 
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা