দক্ষিণবঙ্গ

হাজার কোটি টাকার সম্পত্তি জলের দরে বিক্রির সিদ্ধান্ত কেন্দ্রের, ক্ষুব্ধ শ্রমিকরা

সুমন তেওয়ারি, আসানসোল: ফেরো স্ক্র্যাপ নিগম লিমিটেডকে (এফএসএনএল) জলের দরে জাপানি কোম্পানির কাছে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র। মাত্র ৩২০ কোটি টাকায় ইস্পাত মন্ত্রকের অধীনে থাকা সংস্থাটির একশো শতাংশ শেয়ার বিক্রির পাশাপাশি ম্যানেজমেন্ট কন্ট্রোলও বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে। সিদ্ধান্ত অনুমোদন করেছেন তিন কেন্দ্রীয় মন্ত্রী। তার জেরে ক্ষোভে ফুঁসছে শ্রমিক সংগঠনগুলি। তাঁদের অভিযোগ, সেইলের প্রতিটি স্টিল কারখানার সঙ্গেই এই সরকারি সংস্থার ইউনিট রয়েছে। প্রতি বছর একশো কোটি টাকা সরকারকে মুনাফা দেয় এই সংস্থা। কমপক্ষে হাজার কোটি টাকার মূলধন থাকা এই সংস্থাকে ৩২০ কোটি টাকায় বিক্রির পিছনে দুর্নীতির গন্ধ পাচ্ছেন শ্রমিক নেতারা। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত জানাজানি হতেই শুক্রবার থেকে তুমুল শ্রমিক বিক্ষোভ শুরু হয়েছে। 
এফএসএনএল ১৯৭৯ সালের ২৮ মার্চ কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রকের অধীনে আসে। সেইলের কারখানাগুলির সঙ্গেই সংস্থার প্রতিটি ইউনিট যুক্ত। সরকারি সংস্থা হয়েও এই সংস্থা বছরে প্রায় একশো কোটি টাকার মুনাফা করত। সূত্র মারফৎ খবর, সংস্থার ক্যাশ ব্যালেন্স আছে ২১০ কোটি টাকা, ১৭৫ কোটি টাকার ফিক্সড ডিপোজিট আছে। ৩০০ কোটি টাকা সেইলের বিভিন্ন সংস্থার কাছ থেকে পাবে। ১৫০ কোটি টাকার নানা সামগ্রী আছে। প্রশ্ন হল, এভাবে এক হাজার কোটি টাকার বেশি আর্থিক সম্পদ যুক্ত সংস্থাকে বিক্রির কেন এত তোড়জোড় ছিল? শ্রমিক নেতাদের দাবি, সংস্থার সবক’টি ইউনিট মিলে প্রায় সাড়ে পাঁচশো স্থায়ী শ্রমিক ও দু’হাজার অস্থায়ী শ্রমিক রয়েছেন। এই সংস্থাকে বেসরকারি হাতে তুলে দিতে বিজেপি সরকার বেশ কয়েক বছর ধরেই তৎপর ছিল। কেন্দ্রে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় অনেকেই আশা করেছিলেন বেসরকারিকরণের অবস্থান থেকে পিছু হটবে সরকার। কিন্তু ছ’মাস পার না হতেই ফের আগের অবস্থানে তাঁরা। বিষয়টি আঁচ করেই এফএসএনএলের কর্পোরেট অফিস ভিলাইয়ে মঙ্গলবারই শ্রমিক নেতারা ইস্পাতমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর সঙ্গে বৈঠক করে আপত্তির কথা জানান। এমনকী ছত্রিশগড়ের রায়পুরে ডেপুটি লেবার কমিশনার (সেন্ট্রাল) আছেও বিষয়টি তোলা হয়েছে । তাঁরা সোমবার আলোচনার দিন ধার্য করেছিলেন। তারপরই রাতারাতি বৃহস্পতিবার কেন্দ্রের সংস্থা বিক্রি করার সিদ্ধান্ত সামনে আসে। সেখানে জানানো হয়, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, ইস্পাতমন্ত্রী এইচ ডি কুমারস্বামী ও নীতীন গাদকারি স্ট্র্যাটেজিক ডিসইনভেস্টমেন্টের অনুমোদন দিয়েছেন। তারপরই থেকেই ‌ই঩স্কো সহ সেইলের বিভিন্ন কারখানায় এফএসএনএলের ইউনিটগুলির সামনে বিক্ষোভ হচ্ছে। কেন্দ্র এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে না এলে সরকারি ইস্পাত কারখানায় ধর্মঘটের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রাজ্য আইএনটিইউসির সহ সভাপতি হরজিৎ সিং বলেন, মঙ্গলবার ইস্পাতমন্ত্রী আমাদের সঙ্গে বৈঠকে বলছেন, তিনি বেসরকারিকরণের বিরুদ্ধে কেন্দ্রীয় মন্ত্রিসভাকে বোঝাবেন। আবার বৃহস্পতিবার তাঁর উপস্থিতিতেই ক্যাবিনেট মন্ত্রীরা বেসরকারিকরণ চূড়ান্ত করছেন। এর থেকে দ্বিচারিতা আর কী হতে পারে! হাজার কোটির সংস্থাকে ৩২০ কোটি টাকায় বিক্রির তাগিদ কেন? এই সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আন্দোলনের ঝড় উঠবে। সিটুর জেলা সম্পাদক বংশগোপাল চৌধুরী বলেন, সর্বভারতীয় সাধারণ সম্পাদক তপন সেন প্রতিবাদ পত্র পাঠিয়েছেন। রা঩জ্যের শ্রমমন্ত্রীর মাধ্যমে মুখ্যমন্ত্রীকে সরব হতে আর্জি করেছি। 
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা