দক্ষিণবঙ্গ

জলমগ্ন টাবাগেড়্যা গ্রামে জুনিয়র ডাক্তারদের ‘অভয়া ক্লিনিক’

নিজস্ব প্রতিনিধি, কেশপুর: টানা বৃষ্টির জেরে জলমগ্ন গ্রাম। বেশকিছু রাস্তায় হাঁটু অবধি জল। সেই জল পেরিয়ে হুইলচেয়ারে আসছেন প্রতিবন্ধী তাপস মণ্ডল। কিছুটা এগিয়ে জিজ্ঞাসা করতেই জানা গেল কিছুদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন তিনি। কিন্তু গ্রামে বন্যা পরিস্থিতি দেখা দেওয়ায় চিকিৎসা করাতে পারছিলেন না। অবশেষে তাঁর মুখেই হাসি ফোটাল জুনিয়র চিকিৎসকদের অভয়া ক্লিনিক। শনিবার এর মাধ্যমে চিকিৎসা পরিষেবা দেওয়া হয় কেশপুর ব্লকের টাবাগেড়্যা গ্রামে। আর হাতের নাগালে চিকিৎসকদের পেয়ে খুশি গ্রামবাসীরা। তাঁদের কথায়, এই এলাকায় বন্যা পরিস্থিতি বেশ ভয়াবহ। ওষুধ পেলেও হাতের নাগালে পাওয়া যায়নি চিকিৎসকদের।
কেশপুরের টাবাগেড়্যা, হাজি চক সহ একাধিক এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে। চাষের জমিতেও জল রয়েছে। এছাড়া এলাকায় জল ঢুকে যাওয়ায় সমস্যায় পড়তে হচ্ছিল সাধারণ মানুষকে। এলাকার স্বাস্থ্যকর্মীরা ওষুধ দিলেও চিকিৎসকের অভাব ছিল। বেশি অসুস্থ হলে জল পেরিয়ে জীবনের ঝুকি নিয়ে কেশপুর ব্লক গ্রামীণ হাসপাতাল বা মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যেতে হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাসে চেপে জুনিয়র চিকিৎসকদের ১৫ থেকে ২০সদস্যের দল গিয়ে পৌঁছয় কেশপুর ব্লকের টাবাগেড়্যা গ্রামে। আগে থেকেই টাবাগেড়্যা গ্রামের বাজার এলাকায় ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। চিকিৎসকরা গ্রামে পৌঁছতেই হাসি ফোটে গ্রামবাসীদের মুখে। জানা গিয়েছে, এদিন চিকিৎসকরা বিপুল সংখ্যায় মানুষকে চিকিৎসা পরিষেবা দেন। পাশাপাশি ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।
এদিন হুইল চেয়ারে বসে তাপস মণ্ডল বলেন, আমি একজন প্রতিবন্ধী। শরীর খারাপ করছিল। কিন্তু চিকিৎসা করাতে পারছিলাম না। অবশেষে চিকিৎসকরা বাড়ির সামনে আসায় অনেকটাই সুবিধা হল। অপর বাসিন্দা নিতাই সেনাপতি সুগারের রোগী। তিনি বলেন, বাড়ির সামনে চিকিৎসকরা আসায় খুব সুবিধা হল। আমরা গ্রামবাসীরা খুবই খুশি হয়েছি। দেখলাম চিকিৎসকরা ত্রাণ সামগ্রী এনেছেন। এতে গ্রামবাসীর উপকার হবে।
এদিন এক জুনিয়র চিকিৎসক বলেন, বিপুল পরিমাণে ওষুধ নিয়ে আসা হয়েছে। গ্রামের মানুষকে ভালো মানের চিকিৎসা পরিষেবা প্রদান করা আমাদের প্রধান লক্ষ্য। আর জি কর থেকেও এক দল চিকিৎসক আসছেন। আন্দোলনের পাশাপাশি মানুষের পাশে থাকাটা খুব জরুরি বলে মনে করি। তাই এমন কর্মসূচি নেওয়া হয়েছে। এদিন কথা হচ্ছিল গ্রামবাসী জিতেন মান্নার সঙ্গে। তিনি বলেন, খুব সমস্যায় পড়েছিলাম। অবশেষে চিকিৎসা করাতে পেরে উপকৃত হলাম। জুনিয়র চিকিৎসকদের অনেক ধন্যবাদ।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা