দক্ষিণবঙ্গ

আরামবাগের মাঠপাড়ায় নিকাশি নালার অভাবে জমে দুর্গন্ধযুক্ত জল

সংবাদদাতা, আরামবাগ: আরামবাগ শহরের ৬ নম্বর ওয়ার্ডের মাঠপাড়ায় একহাঁটু জল পেরিয়ে স্থানীয় বাসিন্দাদের গন্তব্যে যেতে হচ্ছে। ওই এলাকায় নিকাশি নালা না থাকাতেই এই সমস্যা। বাসিন্দাদের অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার পুরসভায় জানানো সত্ত্বেও কাজের কাজ কিছু হয়নি। পুরসভার তরফ থেকে অনেকবার এলাকা পরিদর্শন করা হলেও এখনও পর্যন্ত নিকাশি নালা তৈরি হয়নি। ক্ষুব্ধ বাসিন্দারা বলেন, গত পুরসভা ভোটের আগে আমাদের নিকাশি নালার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু ভোট শেষ হয়ে যাওয়ার পর আর কেউ ফিরেও তাকায়নি। আমরা আবার অভিযোগ জানানোর পর পুরসভা থেকে লোক এসে এলাকা পরিদর্শন করে গিয়েছে। কিন্তু এখনও কাজ হয়নি। আমাদের একহাঁটু জল পেরিয়ে ঘরে ঢুকতে হচ্ছে। কল নোংরা জলে ডুবে গিয়েছে। সেই কলের জল পান করতে পারছি না। অবিলম্বে আমাদের পাড়ায় নিকাশি নালার ব্যবস্থা করার অনুরোধ জানাচ্ছি। আরামবাগ পুসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী বলেন, পুরসভার তরফে ওই এলাকাটি সার্ভে করা হয়েছে। বিষয়টি আমাদের নজরে আছে। খুব তাড়াতাড়ি ওই সমস্যার সমাধান করে দেব। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আরামবাগ শহরের ৬ নম্বর ওয়ার্ড অর্থাৎ বিদ্যাসাগর পল্লির মাঠপাড়া এলাকাটি নতুন ভাবে বাড়ছে। গ্রামগঞ্জ থেকে বহু মানুষ এসে এই বিদ্যাসাগর পল্লির মাঠপাড়ায় জমি কিনে বাড়ি করছেন। যেহেতু নতুন নতুন সব বাড়ি তৈরি হচ্ছে তার ফলে নিকাশি নালা এখনও অবধি করা হয়নি। ফলে নিকাশির জল রাস্তায় জমে থাকছে। আগে একটি ছোট ডোবার মধ্যে বর্জ্য জল গিয়ে পড়ত। এখন বৃষ্টিতে ওই ডোবা উপচে নোংরা জল পাড়ার মধ্যে জমে রয়েছে। দীর্ঘদিন জল জমে থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। মশার লার্ভা কিলবিল করছে ওই জলে। সেই জল পেরিয়েই বাচ্চা বড় সবাইকে গন্তব্যস্থলে যেতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা তাপস মহন্ত বলেন, আমরা পুরসভাকে ট্যাক্স দিচ্ছি। তাহলে কেন পরিষেবা পাব না। দীর্ঘদিন ধরে জলযন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটাতে বাধ্য হচ্ছি। আমাদের পাড়ার ছোট ছোট ছেলেরা খেলাধুলো করতে পারছে না। নোংরা জল পাড়ায় ছড়িয়ে রয়েছে।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা