দক্ষিণবঙ্গ

‘তোর মা ফিরে না গেলেও, তুই সঙ্গে চল’, ছেলেকে কাছে পেতে আর্তি বাবার

সংবাদদাতা, ঘাটাল:  এ এক হৃদয় বিদারক দৃশ্য! ছেলেকে কোলে নিয়ে স্ত্রী দাঁড়িয়ে নতুন স্বামীর বাড়ির ছাদে। সেই ছেলের জন্মদাতা বাড়ির নীচে দাঁড়িয়ে আর্তনাদ করছেন—‘একটিবার বুকে আয় বাবা! একবার তোকে জড়িয়ে ধরি! তোর মা না গেলেও চলবে। তুই আমার সঙ্গে বাড়ি ফিরে চল। তোকে ছাড়া আমি বাঁচতে পারব না।’
বাবার দু’চোখ বেয়ে গড়িয়ে পড়ছে জল। হাউহাউ করে কাঁদছেন তিনি। ছেলেও কাঁদছে। কিন্তু মা তাকে কিছুতেই বাবার কাছে আসতে দিচ্ছেন না। মঙ্গলবার সকালে দাসপুর থানার গোপালপুরের মাইতি পরিবারের সামনে এই দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারেননি স্থানীয়রাও।
ওই যুবকের নাম কৌশিক মাজি। ঘাটাল থানার চৌকায় বাড়ি। কয়েক মাস আগে একমাত্র সন্তানকে নিয়ে তাঁর স্ত্রী সুচিত্রা দুয়ারি মাজি পালিয়ে এসে মাইতি পরিবারের ঘরণী হয়েছেন। সুচিত্রা সাফ জানিয়ে দিয়েছেন, তিনি কৌশিকের ব্যবহারে তিতিবিরক্ত। তাই নিজের ইচ্ছেতে গোপালপুরের বাসিন্দা পেশায় লোহার গ্রিল কারখানার মালিক নন্দদুলাল মাইতিকে বিয়ে করেছেন। সুচিত্রা তাঁর ছেলেকেও কৌশিকের হাতে তুলে দেবেন না। নিজেও আর ফিরবেন না পুরনো সংসারে। সুচিত্রা বলছিলেন, ‘এবার আমি বিবাহ বিচ্ছেদের মামলা করব।’
সুচিত্রা-কৌশিকের বিয়ে হয় ২০১৭ সালে। ২০১৯ সালে তাঁদের একটি পুত্র সন্তান হয়। কৌশিক বলেন, ‘আমাদের বেশ সুখেরই সংসার ছিল। আমি যখন বাইরে থাকতাম তখন স্ত্রী-পুত্রের সঙ্গে নিয়মিত ভিডিও কল হতো। গত ফেব্রুয়ারি মাস থেকে আমার স্ত্রী আমাকে এড়িয়ে যেতে শুরু করে। ফোন ধরত না। তারই কিছু দিন পরে জানতে পারি, আমার ছেলেকে নিয়ে স্ত্রী নন্দদুলালকে বিয়ে করেছে।’ স্ত্রীকে ফিরে পেতে সোমবার সকালে কৌশিক শ্বশুরবাড়ির সামনে সকাল ৭টা থেকে ধর্নায় বসেছিলেন। মঙ্গলবার সকালে প্রায় ১২-১৫ জন আত্মীয় পরিজন নিয়ে সুচিত্রার নতুন শ্বশুরবাড়িতে চলে যান। সেখানে ধর্নায় বসেন। সুচিত্রার সঙ্গে কৌশিকের বেশ কয়েক মিনিট মুখোমুখি দাঁড়িয়ে তর্ক-বিতর্ক চলে। পাশে সুচিত্রার নতুন স্বামী দাঁড়িয়ে থাকলেও তিনি নিরুত্তাপ ছিলেন। স্ত্রীর কাছে কৌশিকের বারবার আকুতি ছিল, ছেলেকে একবার দাও। একবার ওকে বুকে জড়িয়ে ধরি। সেই আবেদনে পাত্তা দেননি সুচিত্রা। পরে সুচিত্রার নতুন পরিবারের সকলে গেট বন্ধ করে দিয়ে রুমের মধ্যে চলে যান। তখনই কৌশিক ছেলেকে দেখার জন্য বুকফাটা আর্তনাদ শুরু করেন। সেই আর্তিতে সুচিত্রাও বোধহয় খানিক আঘাত পান। কিছুক্ষণ পরেই তিনি পুত্রকে কোলে নিয়ে ছাদে ওঠেন। ছেলেকে স্ত্রীর কোলে দেখে কান্নায় ভেঙে পড়েন কৌশিক। পরে চোয়াল শক্ত করে তিনি বলেন, ‘এবার যা হওয়ার আদালতেই হবে।’ 
নন্দদুলালেরও আগে বিয়ে হয়েছিল। তাঁরও একটি পুত্রসন্তান রয়েছে। তিনি বলেন, ‘আমার স্ত্রী-পুত্র পালিয়ে যাওয়ার পর আমি একাকীত্বে ভুগছিলাম। আমার প্রথমপক্ষের স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেই সুচিত্রাকে বিয়ে করেছি। ওঁর সন্তানকে নিজের সন্তান বলেই মনে করি। ওরা সুখেই রয়েছে। তাই আর ফিরে যেতে চাইছে না।’
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা