দক্ষিণবঙ্গ

ভিনজেলার বিভিন্ন গাড়িতে ভুয়ো নম্বর, ডোমকলে চলছে মাদক পাচার

সংবাদদাতা, ডোমকল: বর্ষায় পাট গাছ মাথাচাড়া দিতেই সীমান্তে সক্রিয় পাচারচক্র। সীমান্তের উঁচু ও ঘন পাট গাছকে ঢাল করে শুরু হয়েছে নিষিদ্ধ কাশির সিরাপের মতো মাদক চোরাচালানের অবৈধ কারবার। আর সেই কারবারে কাজে লাগানো হচ্ছে ভিন জেলার আরটিওতে রেজিস্টার্ড বিভিন্ন প্রাইভেট গাড়ি। ডোমকল মহকুমার বিভিন্ন থানায় গত কয়েক মাসে একাধিকবার ফেন্সিডিল সহ একাধিক প্রাইভেট গাড়ি বাজেয়াপ্ত করার পর এমনই চাঞ্চল্যকর বিষয়টি উঠে আসছে। পাচারের আগে মাদকের স্টক পয়েন্টগুলিতে ফেন্সিডিল পৌঁছে দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে এই ধরনের গাড়িগুলি। কিন্তু কেন বার বার ভিন জেলার গাড়ি ব্যবহার করা হচ্ছে সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়!
প্রসঙ্গত, শুক্রবার শেষরাতে একটি মারুতি ভ্যানকে ধাওয়া করে ২১০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করেছিল সাগরপাড়া থানার পুলিস। সিরাপ উদ্ধার করতে পারলেও পুলিসের চোখে ধুলো দিয়ে চম্পট দিয়েছিল পাচারকারীরা। তার দিন কয়েক আগে ৫ আগস্ট রাতে ঠিক একইভাবে একটি অল্টো গাড়িকে ধাওয়া করে ৭টি বস্তায় সম পরিমাণের নিষিদ্ধ কাশির সিরাপ বাজেয়াপ্ত করেছিল জলঙ্গি থানার পুলিস। সেবারও পাচারকারীদের ধরতে ব্যর্থ হয় পুলিস। গত ২ জুলাই ঠিক একইভাবে রাস্তায় ডোমকলের একটি রাস্তায় নাকা চেকিং চালানোর সময় একটি অল্টো গাড়ি থেকে ১২০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ বাজেয়াপ্ত করেছিল পুলিস। তিনটি ক্ষেত্রেই একটি বিষয়ে সাদৃশ্য ছিল। তা হল তিনটি গাড়ির সামনে লাগানো নম্বর প্লেটে দেওয়া নম্বরগুলি কলকাতা আরটিওতে রেজিস্টার্ড। যদিও জলঙ্গি থানার হাতে বাজেয়াপ্ত করা গাড়িটিতে ফেক নম্বর প্লেট লাগানো ছিল। তবে এসবের মধ্যেই একটি বিষয় সামনে আসছে, তা হল কেন ফেন্সিডিল পাচারে এই ধরনের ভিন জেলার গাড়িগুলি ব্যবহৃত হচ্ছে? বিষয়টি একপ্রকারে ভাবাচ্ছে পুলিসকেও! তারাও এখনও পর্যন্ত বিষয়টির পেছনে উপযুক্ত কারণ খুঁজে পাচ্ছেন না। অনেকের ধারণা, প্রাথমিকভাবে বিভ্রান্তি তৈরি করার জন্যই পাচারকারীদের এমন পদক্ষেপ। গাড়ির নম্বরের সূত্র ধরে এগিয়েও যাতে পাচারকারীদের তথ্য পুলিস না পায়, তার জন্যই এই ধরনের নতুন চাল বলে ধারণা তদন্তকারীদের।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা