দক্ষিণবঙ্গ

বাংলাদেশের সঙ্গে আর জি কর আন্দোলনের তুলনা অধীরের

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: আর জি করের ঘটনার প্রতিবাদ ও আন্দোলনকে বাংলাদেশের কোটা আন্দোলনের সঙ্গে তুলনা টানলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশে যা হয়েছে, তা এই বাংলায় হচ্ছে। বাংলাদেশে যেমন প্রতিবাদ করতে গিয়ে গুলি খেতে হয়েছে, এখানেও তেমনই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। বাংলাদেশে শেখ হাসিনা ভেবেছিলেন দলের লোক রাস্তায় নামিয়ে বিক্ষোভ থামিয়ে দেবেন। তা কিন্তু হয়নি। রবিবার বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে আর জি কর কাণ্ডের প্রতিবাদ নিয়ে এমনটাই বললেন কংগ্রেস নেতা। লোকসভা নির্বাচনে পরাজয়ের পরেও মমতা বিরোধিতা আরও তীব্র করেছেন অধীরবাবু। তিনি এদিন কটাক্ষের সুরে তৃণমূল নেতানেত্রীদের বলেন, এবার জনগণ তোমাদের মাথা ভাঙবে। দমন পীড়ন করে আন্দোলন থামানোর চেষ্টা চলছে। যে সমস্ত ডাক্তার, ভদ্রলোকদের তদন্তের নামে ডেকে পাঠানো হচ্ছে, তাঁদের বাংলার মানুষ স্যালুট জানায়। এভাবে আন্দোলন দমানো যাবে না।
এরই মধ্যে নার্স ও ডাক্তারদের বদলি করার বিষয়ে অধীরবাবু কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। এমনকী আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য তিনি মানুষকে বদ্ধপরিকর থাকার আহ্বান জানান। তিনি বলেন, আরজি কর নিয়ে প্রতিবাদের আঁচ যেভাবে ছড়িয়েছে, এসব করলে সেটা আরও বেড়ে যাবে। নার্সরা জানেন একটি হাসপাতালে তাঁরা সারাজীবন কাজ করবেন না। কিন্তু নার্সদের ট্রান্সফার করে দেওয়ার মধ্য দিয়ে ভয় দেখানো হচ্ছে। তাঁদের বাড়ি বাড়ি ধমকি যাবে। অনেক অত্যাচার হবে বাংলার উপর। তাও আপনারা প্রতিবাদের মেজাজ হারাবেন না। 
ডার্বি ম্যাচ বাতিল নিয়েও এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। অধীরবাবু বলেন, মানুষের খেলা দেখার অধিকারটাও কেড়ে নেওয়া হচ্ছে প্রতিবাদের ভয়ে। বাংলার নারীদের প্রতিবাদ আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ভয় সঞ্চার করছে।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা