দক্ষিণবঙ্গ

৪ মাস আগে পিচ ঢেলে সারাই করা রাস্তাতেও গর্ত, ক্ষোভ এলাকাবাসীর

সংবাদদাতা, বজবজ: ঠিক চার মাস আগে নতুন করে পিচ ঢেলে সংস্কার করা হয়েছিল ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের আশুতি মেইন রোড। স্থানীয়ভাবে আমজনতার কাছে যা ময়নার গোর থেকে খালের ধার নামে পরিচিত। এই রাস্তাটি প্রায় আট কিলোমিটার দীর্ঘ। কিন্তু টানা ক’দিনের বৃষ্টিতে সেই রাস্তারও দফারফা হয়ে গিয়েছে। পিচ উঠে কোথাও এক ইঞ্চি কোথাও তার চেয়ে বেশি এলাকা নিয়ে গর্ত তৈরি হয়েছে। সাইকেল চালাতে গিয়ে বেসামাল হয়ে পড়ে যাচ্ছেন চালক। যাত্রী নিয়ে যাওয়ার সময় রিকশচালকদের বারে বারে থামতে হচ্ছে। আর দিনের বেলায় স্কুলে যাতায়াত করার সময়ে গাড়ির জল ছিটকে পড়ুয়াদের স্কুল ড্রেসে এসে লাগছে।
মিলন মণ্ডল, বিবেক বারুই, তীর্থাঙ্কর নস্করের মতো ব্যক্তিরা এই রাস্তা দিয়েই যাতায়াত করেন। কেউ থাকেন তেঁতুলবেড়িয়া, কেউ নওয়াবাদ, কেউ খানাবেড়িয়া। তাঁদের বক্তব্য, আমাদের এই অঞ্চলটি কলকাতা শহর লাগোয়া। এই পথ ধরে দ্রুত ময়নার গোর থেকে ধর্মতলা ও বি বা দি বাগের বাস পেয়ে যাই। এখন রাস্তার এমন খানাখন্দ তৈরি হওয়ার জন্য দ্রুত যাওয়া মুশকিল হয়ে গিয়েছে। রিকশ পাওয়া যায় না। পেলেও অনেক ভাড়া দাবি করে। অটোরিকশরও একই অবস্থা। আর সন্ধ্যা সাতটার পর তো গাড়ি পাওয়াই সমস্যার হয়ে যাচ্ছে। এই বিষয়ে ঠাকুরপুকুর মহেশতলা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিপ্লব মণ্ডল বলেন, খুব ভালো করে এই রাস্তা সংস্কার হয়েছিল। কিন্তু বর্ষার কারণে এমন হাল। এতে মানুষের কষ্ট হচেছ বুঝতে পারছি। কিন্তু আপাতত জল না কমলে কিছু করা যাবে না। - নিজস্ব চিত্র
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা