দক্ষিণবঙ্গ

গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় আতঙ্ক ছড়াচ্ছে শান্তিপুর শহরে

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: শান্তিপুর শহরে চুরি, ছিনতাইয়ের ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে। বুধবার সন্ধ্যায় শান্তিপুরের ২১ নম্বর ওয়ার্ডে এক গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। নগদ টাকা ও সোনার গয়না মিলিয়ে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার সামগ্রী খোয়া গিয়েছে বলে দাবি ওই পরিবারের। চুরির ঘটনার পরই শান্তিপুর শহরজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিস।
শান্তিপুরের ২১ নম্বর ওয়ার্ডের বিশ্বাসপাড়ার বিনয় সরকার তাঁতের কাজ করেই সংসার চালান। বাড়িতে স্ত্রী, মা, ছেলে ও পুত্রবধূ রয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে বাড়ির সামনের গ্রিলে তালা লাগিয়ে বিনয়বাবু কাজে বেরিয়ে ছিলেন। তাঁর ছেলেও সেই সময় বাড়িতে ছিলেন না। বাড়ির উপর তলায় তাঁত কাপড় বোনার কাজ চলছিল। সেখানেই ছিলেন পরিবারের বাকি সদস্যরা। সন্ধ্যা ৭টা নাগাদ তাঁরা বাড়ির নীচের তলায় নামতেই দেখেন দু’টো ঘরই লন্ডভন্ড অবস্থায় রয়েছে। আলমারি তছনছ করে নগদ টাকা লুট করা হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, আলমারির তালা ভেঙে প্রায় ৮০ হাজার টাকা নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। শুধু তাই নয়, খাটের নীচের বাক্স ভেঙেও প্রায় সাড়ে তিন ভরি সোনা ও সাত ভরি রুপোর গয়নাও লুট করেছে। সবমিলিয়ে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার সামগ্রী চুরি গিয়েছে বলে জানা গিয়েছে। 
বাড়িতে চুরির খবর পেয়েই ছুটে আসেন গৃহকর্তা বিনয় সরকার। খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিনয়বাবু। তিনি বলেন, উপরে তাঁতের মেশিন চলছিল। তার আওয়াজে পরিবারের লোকজন লুটপাটের বিষয়টি টের পায়নি। আমরা গত ৩৭ বছর ধরে এই এলাকায় বাস করছি। এই ওয়ার্ডে এর আগে এমন চুরির ঘটনা ঘটেনি। দুষ্কৃতীরা সব কিছু জেনে বুঝেই লুটপাট চালিয়েছে বলে মনে হচ্ছে।
চুরির ঘটনার খবর পেয়ে এদিন সকালে ওই বাড়িতে যান স্থানীয় তৃণমূল কাউন্সিলার উৎপল সাহা। তিনি বলেন, ভর সন্ধ্যায় এধরনের ঘটনা ঘটবে ভাবতেই পারছি না। পুলিসের আরও তৎপর হওয়া প্রয়োজন। সন্ধ্যা নামতেই শহরের ওয়ার্ডগুলি অন্ধকারে ঢেকে যায়। নিয়মিত পুলিসি টহলদারি থাকলে এমন ঘটনা ঘটত না।
স্থানীয় বাসিন্দারা বলছেন, যেভাবে শান্তিপুর শহরে একের পর এক চুরির ঘটনা ঘটছে, তাতে এখন দিনের বেলাতেও বাড়ি ফাঁকা রেখে কোথাও যাওয়া বিপজ্জনক হয়ে উঠেছে। অভিযুক্তরা ধরা না পড়লে চুরির ঘটনা শহরে আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বাসিন্দারা। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের খোঁজ চলছে।
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৯ টাকা৮৪.৮৩ টাকা
পাউন্ড১০৯.৪৭ টাকা১১৩.০৪ টাকা
ইউরো৯১.০৬ টাকা৯৪.২৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা