দক্ষিণবঙ্গ

বিধ্বস্ত পাঁশকু‌ড়ার দু’টি নতুন ক্লাবকে অনুদান 

শ্রীকান্ত পড়্যা, পাঁশকুড়া: ডাবুয়াপুকুর প্রাইমারি স্কুল ছুটি হতেই স্কুলব্যাগ কাঁধে নিয়ে ক্লাস ওয়ানের অর্ণব গায়েন, গোপাল মান্না, সায়ন্তিকা মান্না, দেবজিৎ কর গ্রামের পুজোমণ্ডপে হাজির। মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ। তাই স্কুল ছুটির ঘণ্টা বাজতেই বাড়ি ফেরার আগে সোজা মণ্ডপে হাজির। তাদের চোখেমুখে খুশির ঝিলিক। পাশেই নাতিকে কোলে নিয়ে দাঁড়িয়ে হলদিয়া সিপিটির অবসরপ্রাপ্ত কর্মী দীপ্তেন্দ্রনাথ বেরা। অথচ, ১০দিন আগেও পাঁশকুড়া ব্লকের রাধাবল্লভচক পঞ্চায়েতের ওই এলাকার কেউ স্বপ্নেও ভাবেননি এবার পুজো হবে। কারণ, চারদিকে জল। পুজোর চাঁদা নিয়ে ঘোর অনিশ্চয়তা। বন্যাকবলিত এলাকার ওই পুজো কমিটির পাশে দাঁড়াল রাজ্য। এই প্রথম ডাবুয়াপুকুর পুজো কমিটিকে সরকারি অনুদান তুলে দেওয়া হল। তাতেই ভরসা পেয়ে পুজো আয়োজনে শামিল হয়েছেন উদ্যোক্তারা। ডাবুয়াপুকুরের মতোই পাঁশকুড়ার মঙ্গলদ্বীপ গ্রামের পুজোতেও এবার প্রথম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য। সরকারি অনুদান পাওয়ার পর বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মঙ্গলদ্বারি বীনাপাণি সঙ্ঘও এবার পুজোয় শামিল হয়েছে।
তমলুক-পাঁশকুড়া রাজ্য সড়কে বটতলা মোড় থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে ডাবুয়াপুকুর গ্রাম। এই তল্লাটে দুর্গাপুজো হতো না। তাই ডাবুয়াপুকুর, দেউলিচক, সীতারামপুর, চৌগেড়িয়া, দয়ালচক, ভুঁইয়াচক, রূপচক, মহাডোল ও শ্রীকৃষ্ণপুর গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে পুজো করার সিদ্ধান্ত নেন। সেই পুজো এবার ১০বছরে পড়ল। মহিলাদের সামনে রেখে এই পুজো হয়। কমিটির সভাপতি, সম্পাদক সবেতেই মহিলারা রয়েছেন। এবার বন্যায় এলাকা জলমগ্ন হয়। এলাকার রাধাকৃষ্ণপুর সুস্বাস্থ্যকেন্দ্র এখনও জলের তলায়। বটতলা থেকে ডাবুয়াচক যাওয়ার ঢালাই রাস্তার উপর এখনও এক জায়গায় জল জমে রয়েছে। বন্যায় এবার পুজোর আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন উদ্যোক্তাদের একাংশ। কিন্তু, রাজ্য সরকার এবার প্রথম ওই পুজো কমিটিকে সরকারি অনুদান বাবদ ৮৫হাজার টাকা দিয়েছে। পুজো আয়োজনে ওই অনুদান অনেকটা‌ই কাজে লেগেছে। বৃহস্পতিবার ডাবুয়াপুকুর গ্রামে গিয়ে দেখা যায়, প্রতিমা তৈরির কাজ শেষ। মণ্ডপ সাজানোর কাজ চলছে জোরকদমে। প্রতিদিন একটু একটু করে কাজ এগচ্ছে। আর মণ্ডপে এসে তা দেখে বেজায় খুশি খুদেরা। পুজো কমিটির সভানেত্রী আরতি জানা ও নন্দিতা মাজি বলেন, আট-দশটি গ্রামের মানুষজন এই পুজোর সঙ্গে জড়িত। বন্যায় পুজো হবে কিনা নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এই অবস্থায় রাজ্য সরকার পাশে দাঁড়ানোয় সুবিধা হল। পঞ্চমীতে পুজোর উদ্বোধন হবে। পুজো চলাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানেও আয়োজন থাকছে।
বন্যায় মঙ্গলদ্বারি গ্রাম বারবার সংবাদ শিরোনামে এসেছিল। কারণ, এই গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মুখ্যমন্ত্রী এই গ্রাম পরিদর্শন করেছিলেন। গ্রামের বীণাপাণি সঙ্ঘের পুজো এবার ১১বছরে পড়ল। প্রবল বন্যায় পুজো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বন্যাদুর্গত ওই পুজো কমিটির পাশে দাঁড়িয়েছে রাজ্য। ৮৫হাজার টাকা পুজোর অনুদান দেওয়া হয়েছে। প্রস্তুতি প্রায় শেষের পথে। সুন্দর করে মণ্ডপ সাজানো হয়েছে। ক্লাবের সম্পাদক যুগজ্যোতি সামন্ত বলেন, বন্যায় আমাদের গ্রাম পুরোপুরি জলের তলায় চলে গিয়েছে। সেই দুর্যোগের মধ্যেও আমাদের প্রতিমা তৈরির কাজ চলছিল। কিন্তু, শেষরক্ষা হবে কি না একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। রাজ্য সরকার আমাদের পাশে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত আমরা পুজোর আয়োজন করছি। তবে কোনও অনুষ্ঠান রাখছি না।  পাঁশকুড়ার ডাবুয়াপুকুরে প্রতিমা দেখতে ব্যস্ত খুদে পড়ুয়ারা।-নিজস্ব চিত্র
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা