দক্ষিণবঙ্গ

আরবি শেখানোর নামে শিশুদের উগ্র মৌলবাদের পাঠ দিত আব্বাস, ধরা পড়তেই পর্দা ফাঁস

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: একসময়ে রাজমিস্ত্রির কাজ করত আব্বাস আলি। নিষিদ্ধ জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এবং আনসারুল্লা বাংলা টিমের (এবিটি) শীর্ষ জঙ্গি নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছিল সে।  সামাজিক মাধ্যমে আব্বাস তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত বলে জানা গিয়েছে। তাদেরই নির্দেশ মতো হরিহরপাড়ায় নিজের বাড়ি থেকে ৪০০ মিটার দূরে বারুইপাড়া হাটের মোড়ে একটি বাড়ি ভাড়া নিয়েছিল সে। বাচ্চাদের আরবি পড়ানোর নাম করে ওই বাড়ি ভাড়া নিয়ে চলত উগ্র মৌলবাদের প্রশিক্ষণ। এলাকার নিজেই একটি মাদ্রাসা খুলে শিশু-কিশোরদের পড়ানো শুরু করেছিল আব্বাস। এখানে পড়ুয়াদের অধিকাংশের বয়স সাত থেকে ১৩ বছর। এখানেই মিনারুল শেখ তার দুই ছেলেকে ভর্তি করে। সেখানে যাতায়াত বাড়ে মিনারুলের। মাদ্রাসা তৈরি এবং আর্থিকভাবে সমস্ত সহযোগিতার জন্য আব্বাস আশ্বস্ত করে মিনারুলকে। হরিহরপাড়ার খিদিরপুরের দিকে নতুন মাদ্রাসা তৈরির জন্য জমির সন্ধান শুরু করে মিনারুল। 
উল্লেখ্য, মঙ্গলবার ভোররাতে অসম রাইফেলস এবং রাজ্য পুলিসের এসটিএফ হরিহরপাড়ায় হানা দিয়ে আব্বাস ও মিনারুলকে গ্রেপ্তার করে। এলাকার শিশুদের মধ্যে দেশবিরোধী মনোভাব বিস্তার করা ছিল তাদের প্রধান লক্ষ্য। নানাভাবে এলাকার শিশুদেরকে আব্বাস নিজের মাদ্রাসায় নিয়ে আসার চেষ্টা করত। আব্বাসদের এই মাদ্রাসায় কীভাবে প্রশিক্ষণ চলছে, সে ব্যাপারে খোঁজ নিত শীর্ষ জঙ্গি নেতারা। তাদের লক্ষ্য ছিল রাজ্যের বিভিন্ন এলাকায় নাশকতা, হাঙ্গামা বাঁধানো এবং দেশের বিভিন্ন প্রান্তে হিন্দুত্ববাদী নেতাদের নিকেশ করার জন্য স্লিপার সেলকে মজবুত করা। তাই এমন ছোট ছোট মাদ্রাসা খুলে শিশুদের প্রশিক্ষণ দেওয়া শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। এই পরিকল্পনার অন্যতম অংশীদার ছিল মিনারুল।
জানা গিয়েছে, আব্বাস ২০০২ সাল নাগাদ বেলডাঙা থানার অন্তর্গত কাপাসডাঙা এলাকা থেকে হরিহরপাড়ার বহরানে আসে। এখানে বাড়ি বানিয়ে স্ত্রী এক সন্তান ও বয়স্ক মাকে নিয়ে বসবাস শুরু করে। 
এলাকার বাচ্চাদের সঙ্গে মেলামেশা বাড়ানোর চেষ্টা করত সে। ইদানিং রাজমিস্ত্রির কাজ করত না। সারাক্ষণ মাদ্রাসায় সময় দিত। মাঝে মধ্যে নিয়ামতপুর এলাকায় নিজের শ্বশুরবাড়িতে রাত কাটাত আব্বাস। আব্বাস এবং মিনারুল দুজনে মিলে বড় কিছু করার পরিকল্পনা নিয়েছিল। তার আগেই তাদের পাকড়াও করেছে পুলিস। এদিকে, আব্বাসের বাড়ি থেকে একটি পাসপোর্ট পাওয়া গিয়েছে। সেটি খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। (ধৃত আব্বাস আলির বাড়ি। নিজস্ব চিত্র)
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা