দক্ষিণবঙ্গ

রাজ্যজুড়ে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে যাবে জেলা প্রশাসনের পৃথক প্রতিনিধিদল

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্রের পরিকাঠামো খতিয়ে দেখবে জেলা প্রশাসনের পৃথক প্রতিনিধিদল। এই প্রথম মাধ্যমিক পরীক্ষার দু’দিন আগে প্রতিটি কেন্দ্র জেলাশাসকের নির্বাচিত প্রতিনিধিরা আলাদা করে ঘুরে দেখবেন। রাজ্যের প্রতিটি জেলাতেই এই পরিদর্শন হবে। এমনিতে মাধ্যমিক পরীক্ষা পরিচালন কমিটির তরফে পরীক্ষার আগে ওই সমস্ত বিদ্যালয় পরিদর্শন করা হয়। এবার জেলা প্রশাসনের প্রতিনিধিদলও পৃথকভাবে পরিদর্শন করবে।
শুক্রবার বহরমপুরে জেলাশাসকের অফিসে মাধ্যমিকের প্রস্তুতি বৈঠক হয়। সেখানে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় উপস্থিত ছিলেন। পর্ষদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন জেলাশাসক রাজর্ষি মিত্র, অতিরিক্ত জেলাশাসক(সাধারণ) দীননারায়ণ ঘোষ সহ জেলা পুলিসের আধিকারিকরা।
ওই বৈঠকেই পর্ষদের তরফে জেলা প্রশাসনের কাছে এই পৃথকভাবে বিদ্যালয় পরিদর্শনের দাবি রাখা হয়। সেই দাবি মেনে নিয়েছেন জেলাশাসক। প্রতিটি বিদ্যালয়ে পরীক্ষার আগে সিসি ক্যামেরা, পরীক্ষার্থীদের বসার জায়গা, শৌচাগার, আলো, পানীয় জল ও পাখার ব্যবস্থা আছে কিনা-তা জেলাশাসকের প্রতিনিধিদল ঘুরে দেখবে। তাহলে কোনও খামতি ধরা পড়লে বিদ্যালয় কর্তৃপক্ষকে বলে তাড়াতাড়ি সুরাহা করা যাবে বলে পর্ষদ মনে করছে। রামানুজবাবু বলেন, পরীক্ষাকেন্দ্রে কেউ যাতে মোবাইল নিয়ে না ঢোকে-সেজন্য সর্বত্র প্রচার চলছে। আমরা পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও সতর্ক করছি। এদিন মুর্শিদাবাদ জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে। এবার প্রথম জেলা প্রশাসনের পৃথক প্রতিনিধিদল পরীক্ষার আগে বিদ্যালয় পরিদর্শন করবে। এটা সারা রাজ্যে করা হবে। মুর্শিদাবাদ জেলায় এবার প্রায় ৯৪ হাজার মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে। ১৫৩টি কেন্দ্রে পরীক্ষা হবে। জেলার প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। পরীক্ষাকেন্দ্রে নির্দিষ্ট দু’জন শিক্ষক ছাড়া আর কেউ মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না। পরীক্ষাকেন্দ্রের ভিতরে শুধুমাত্র উর্দিধারী পুলিস থাকবে। 
(মাধ্যমিকের প্রস্তুতি সভা। রয়েছেন পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। বহরমপুরের ঋত্বিক সদনে। -নিজস্ব চিত্র)
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা