দক্ষিণবঙ্গ

শিল্প বাড়লেই কর্মসংস্থান বাড়বে: মানস
 

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: শুক্রবার দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা নিয়ে মাঝারি, ছোট ও ক্ষুদ্র শিল্পের ‘সিনার্জি’ সম্মেলন হয়ে গেল। জেলা পরিষদের প্রদ্যোৎ স্মৃতি হলে এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের জলসম্পদ ও সেচমন্ত্রী মানস ভুঁইয়া, টেক্সটাইল শিল্প বিভাগের মিনিস্টার ইন চার্জ চন্দ্রনাথ সিনহা, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের জেলাশাসক যথাক্রমে খুরশিদ আলি কাদরি ও সুনীল আগরওয়াল সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক ও জন প্রতিনিধিরা। এদিনের অনুষ্ঠানে সব মিলিয়ে প্রায় দু’ হাজার শিল্পপতি অংশ নেন। সম্মেলনে শিল্পের উন্নয়ন সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। 
প্রশাসনের আধিকারিকরা জানাচ্ছেন, ২০২৩–’২৪ সালে জঙ্গলমহলের তিন জেলা মিলিয়ে এমএসএমই-র মোট ব্যাঙ্ক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১০ হাজার ৫৫৯ কোটি টাকা। এর ফলে তিন জেলার অসংখ্য মানুষ উপকৃত হয়েছেন। চলতি অর্থবছরে প্রায় ৫ হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। অপরদিকে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমের অধীনে তিন জেলা থেকে ৫ হাজার ৫৯৯টি ঋণের আবেদন জমা পড়েছিল। এই প্রকল্পে ঋণ অনুমোদনের পরিমাণ ১০৮ কোটি টাকার বেশি। এছাড়াও নানা প্রকল্পের মাধ্যমে তিন জেলার শিল্পের উন্নতি হচ্ছে। এদিন শিল্প সম্মেলনে ক্ষুদ্র ও কুটির শিল্প নিয়েও আলোচনা হয়। 
প্রসঙ্গত, জঙ্গলমহলজুড়ে এক সময়ে মাঝারি, ছোট ও ক্ষুদ্র শিল্প একেবারে ভেঙে পড়েছিল। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় মাওবাদী আন্দোলনের জেরে ব্যাপক সমস্যায় পড়েছিল শিল্প প্রতিষ্ঠানগুলি। সরকার বদলের পর ছবিটা বদলাতে শুরু করে। বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একাধিক প্রকল্পের সুবিধা পাচ্ছে ছোট ও ক্ষুদ্র শিল্প সংস্থাগুলি। প্রশাসনের সহযোগিতায় ছোট ও মাঝারি মানের শিল্পপতিরা সরাসরি ঋণ পাওয়ায় উপকৃত হচ্ছেন। জানা গিয়েছে, একইসঙ্গে মহিলারাও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ঋণ পাচ্ছেন। স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মহিলারা স্বনির্ভর হচ্ছেন। গ্রামীণ অর্থনীতির বদল হচ্ছে। এদিন মন্ত্রী মানস ভুঁইয়া বলেন, আমাদের আরও বেশি স্বনির্ভর হতে হবে। শিল্প বাড়লেই কর্মসংস্থান বাড়বে। আপনাদের পাশে রাজ্য সরকার সর্বদা থাকবে।-নিজস্ব চিত্র
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা