দক্ষিণবঙ্গ

কুলটিতে বরাকর নদীতে বাঁধ নির্মাণ করল রেল, জল পাচ্ছে না সেইল

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: এখনও নির্জলা কুলটি। শহরজুড়ে পানীয়  জলের হাহাকার। প্রতিবাদে শুক্রবারও রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। সেইলের অধীনে থাকা কুলটি সেল গ্রোথ ওয়াক্স কারখানার মূল দরজা আটকে শুরু হয় বিক্ষোভ। কারখানায় ঢুকতে গেলে আটকে দেওয়া হয় আধিকারিকদের গাড়িও। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারীরা। আলোচনায় তেমন কোনও সমাধান সূত্র মেলেনি। তবে, এদিনের মতো আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়। ওই বৈঠকে উঠে আসে,এতদিন ডিভিসি অপর্যাপ্ত জল ছাড়ছে না বলে কুলটির এই জলসঙ্কট বলে অভিযোগ ওঠে। এবার আর এক কেন্দ্রীয় সংস্থা রেল এই জল সঙ্কটের নেপথ্যে  দায়ী বলে জানা যাচ্ছে। কীভাবে? কুলটি সেল গ্রোথ ওয়ার্কসের চিফ জেনারেল ম্যানেজার শুভাশিস সেনগুপ্ত বলেন,‘কুলটির জল সমস্যা মেটানোর জন্য অতিরিক্ত জল ছাড়ার আবেদন ডিভিসিকে বারবার করেছি। অন্যদিকে, আমাদের বড় সমস্যায় ফেলেছে পূর্ব রেল। আমরা বরাকর নদীর যে অংশ থেকে জল তুলি তার ঠিক উপরের অংশের ওরা একটি বাঁধ নির্মাণ করছে। যাতে নিজেদের জল প্রকল্পের জন্য পর্যাপ্ত জলের বন্দোবস্ত করা যায়।  আর এই বাঁধ দেওয়ার ফলে  নদীর জল আমাদের জল প্রকল্প এলাকা পর্যন্ত আসছে না। আমাদের কোনওরকম না জানিয়ে এই কাজ করেছে রেল। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছি। ওদের অনুরোধ করেছি, বাঁধের একাংশ কেটে দিয়ে আমাদের জল প্রকল্প পর্যন্ত জল আসার ব্যবস্থা করে দেওয়া হোক। পুরো বিষয়টি জেলা শাসকের নজরেও আনা হয়েছে। আমাদের সমস্ত কলোনি পার্শ্ববর্তী এলাকায় জল দেওয়া বন্ধ করে কোনওরকমে কারখানা চালু রেখেছি। সেটাও আর বেশি দিন চালানো যাবে না বলে মনে হচ্ছে।’ বিষয়টি নিয়ে আসানসোলের ডিআরএম চেতনা নন্দ সিংকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। এসএমএসের কোনও উত্তর দেননি। 
কুলটির বিস্তীর্ণ অংশের জল সরবরাহ করে কুলটির সেইল গ্রোথ ওয়ার্কস। সেইলের কারখানার শ্রমিকদের নিয়ে বিস্তীর্ণ এলাকায় রয়েছে কুলটি টাউনশিপ। পার্শ্ববর্তী এলাকাগুলিতেও কারখানা থেকে জল দেওয়া হতো এতদিন। ৬ ডিসেম্বর থেকে কারখানা কর্তৃপক্ষ পর্যাপ্ত জল দিতে পারছে না বাসিন্দাদের। কারখানার নিজেদের শ্রমিক কলোনি গুলিতেও একদিন পরপর জল দিতে হচ্ছে। তাও দিনে মাত্র দু ঘন্টা! শুক্রবার নতুন করে কারখানায় গেটের সামনে বাসিন্দারা বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী রুমা মুখোপাধ্যায়, সদানন্দ মণ্ডলরা বলেন,‘দশ দিন ধরে আমরা এলাকায় জল পাইনি। বাধ্য হয়ে কারখানা অবরোধ করে আন্দোলনে নামলাম। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে জানতে পারলাম তারা সব রকম চেষ্টা করলেও জল তোলা সম্ভব হচ্ছে না। আমরা চাই প্রশাসন হস্তক্ষেপ করুক। প্রয়োজনে নদীর উপরে থাকা বাঁধ কেটে দেওয়া হোক।’-নিজস্ব চিত্র
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা