দক্ষিণবঙ্গ

মহালয়া থেকেই শব্দবাজির তাণ্ডব

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মহালয়া থেকেই মুর্শিদাবাদ জেলাজুড়ে শব্দবাজির তাণ্ডব শুরু হয়েছে। বিশেষ করে সদর শহর বহরমপুরে মহালয়ার আগের রাত থেকে দেদার ফাটল শব্দবাজি। বিভিন্ন জায়গায় পুলিস অভিযান চালিয়ে মোট সাতজন বাজি বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। তাঁদের দোকান থেকে মোট ২১৪ কেজি বাজি উদ্ধার হয়েছে। খাগড়ার তিনটি জায়গায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে বলেই জানিয়েছেন বহরমপুর থানার পুলিস আধিকারিকরা। ধৃতদের বুধবার বহরমপুর আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। 
পুলিসের অভিযান সত্ত্বেও জেলায় শব্দবাজি ফাটানো একেবারে বন্ধ করা যায়নি। পুজো যত এগবে, ততই শব্দবাজির তাণ্ডব বাড়বে বলে জেলার মানুষের আশঙ্কা। বহরমপুর থানার এক অফিসার বলেন, মঙ্গলবার রাতে খাগড়া এলাকার বেশ কিছু দোকানে শব্দবাজি বিক্রি হচ্ছিল বলে আমাদের কাছে খবর আসে। তারপর সেখানে অভিযান চালিয়ে তিনটি দোকান থেকে যথাক্রমে ১৬৫ কেজি, ৩০ কেজি এবং ১৯ কেজি বাজি উদ্ধার হয়েছে। দু’টি দোকান থেকে একজন করে গ্রেপ্তার হয়েছে। অপর একটি দোকান থেকে মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা সকলেই পুজোর মরশুমে নিষিদ্ধ বাজি মজুত করে বিক্রি করছিল। 
প্রতিবছর কালীপুজোর আগে জেলাজুড়ে নিষিদ্ধ শব্দবাজির বিক্রি বাড়ে। তবে এ বছর দুর্গাপুজোর আগে থেকেই ব্যাপক পরিমাণে বাজির দেখা মিলছে বাজারে। খাগড়া এলাকায় রাস্তার ধারে টেবিল পেতে অনেকেই বাজে বিক্রি করছেন। অবশ্য বাজি বিক্রেতাদের দাবি, অধিকাংশই গ্রিন বাজি। বৈধ বাজি কিনে এনে বিক্রি করা হচ্ছে। পুলিস আধিকারিকদের দাবি, বৈধ আতশবাজির পাশাপাশি অনেকেই লুকিয়ে শব্দবাজি তুলছেন। কোনও ক্রেতা এসে শব্দবাজির কথা বললে তাঁকে আলাদা জায়গা থেকে শব্দবাজি এনে মোটা টাকা নেওয়া হচ্ছে। কালো প্যাকেটে মুড়ে এই সমস্ত বাজি বিক্রি করছেন তাঁরা। 
সদর শহরে এই শব্দবাজি উদ্ধার হওয়ার পর জেলাজুড়ে নিষিদ্ধ বাজি উদ্ধারের অভিযানের নামছে পুলিস। প্রতিটি থানা এলাকায় যদি কেউ শব্দবাজি বিক্রি করেন, তাঁকে গ্রেপ্তার করা হবে বলেই জানিয়েছেন জেলা পুলিসের এক আধিকারিক। তিনি বলেন, শুধুমাত্র সবুজ আতশবাজি বিক্রি করা যাবে এবং তা ব্যবহার করা যাবে। যদি কেউ অবৈধ বাজি বিক্রি করেন এবং ব্যবহার করেন, তাঁদের আমরা পাকড়াও করব। জেলাজুড়ে সচেতন করা হচ্ছে মানুষকে। কেউ নিষিদ্ধ বাজি ব্যবহার করবেন না। পুজোর আগে থেকে আমরা অভিযানের নামছি, যাতে করে নিষিদ্ধ বাজির ব্যবহার বন্ধ করা যায়। 
খাগড়ার এক বাজি ব্যবসায়ী বলেন, কোনও কোনও আতশবাজির প্যাকেটে গ্রিন বাজির হলমার্ক দেওয়া থাকছে। আবার অনেক আতশবাজির গায়ে থাকছে না। কিন্তু সে সব বাজিতে শব্দ না হলেও পুলিস সেগুলি বাজেয়াপ্ত করে। যার ফলে আমাদের বাজি ব্যবসায় ক্ষতি হয়। এই ব্যাপারে পুলিস আধিকারিকদের একটু বিবেচনা করতে হবে।
23h 23m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৯ টাকা৮৪.৮৩ টাকা
পাউন্ড১০৯.৪৭ টাকা১১৩.০৪ টাকা
ইউরো৯১.০৬ টাকা৯৪.২৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা