অন্দরমহল

রেস্তরাঁর খবর

ফাইভ অ্যান্ড ডাইম রেস্তরাঁয় পুজোর মেনু
দুর্গা পুজো উপলক্ষ্যে ৯ থেকে ১২ অক্টোবর ফাইভ অ্যান্ড ডাইম রেস্তরাঁয় পাবেন পুজো স্পেশাল মেনু। লাঞ্চ থালি থাকবে ৯৯৯ টাকায়। এছাড়া আ-লা-কার্ট মেনুতেও খাওয়া সম্ভব। বিশেষ এই মেনুতে পাবেন ভেজিটেবল কাটলেট, আচারি পনির টিক্কা, ফিশ কাটলেট, গন্ধরাজ চিকেন ফিংগার, কাজু কিসমিস পোলাও, বেগুন ভাজা, লুচি, ছোলার ডাল, দেশি মুরগির ঝোল, মাটন ডাকবাংলো, শিলে বাটা চিংড়ি, কাশ্মীরি আলুর দম, তন্দুরি রুটি, চাটনি, পাঁপড়, পায়েস, সন্দেশ, মিষ্টি পান ইত্যাদি। 

ট্যামারিন্ড রেস্তরাঁয় ওনাম মেনু
ওনাম উপলক্ষ্যে নতুনত্বে ভরা মেনু নিয়ে হাজির ট্যামারিন্ড রেস্তরাঁ। নিরামিষের মধ্যে পাবেন সুক্কু ভেল্লাম, পাচা মরু, টেপিওকা চিপস, বানানা চিপস, লেমন পিকল, ইনজি কারি, রেড রাইস, ঘি, আপ্পাম, পারিপ্পু, আলু কাঁচকলার থোরান, কালান, পাপ্পাদাম ইত্যাদি। আমিষে পাবেন মালাবার চিকেন, মাটন কোকোনাট ফ্রাই, মীন মাপ্পা, কোঞ্জু ওলার্থিয়াদু ইত্যাদি। আমিষের দাম ৮৭৫ টাকা এবং নিরামিষে খরচ ৭৭৫ টাকা।

ক্লাব ভার্দে-তে পঞ্জাবি ফুড ফেস্ট
ক্লাব ভার্দে-তে চলছে পঞ্জাবি ফুড ফেস্ট। মেনুতে রয়েছে পালক পাকোরি চাট, লুধিয়ানা চটপটা পনির টিক্কা, ফিশ অমৃতসরি, লাহোরি চিকেন উইংস, রারা গোস্ত ও রুমালি রুটি, ভাট্টি মুর্গ বাটার মশলা ও গিলাফি নান, লাচ্চাদার পাতিয়ালা শাগ পনির ও মিরচি পরোটা, অমৃতসরি ছোলে কুলচা, পঞ্জাবি লস্যি ইত্যাদি। এই মেনুতে খাওয়ার খরচ মোটামুটি ১৫০০ টাকা। 

ইয়েলো টার্টেল রেস্তরাঁ নিয়ে এল নতুন মেনু
পুজোর আগেই রেস্তরাঁর মেনু ঢেলে সাজাল ইয়েলো টার্টেল। নতুন এই মেনুতে পাবেন নানা স্বাদের মকটেল। তার মধ্যে উল্লেখযোগ্য আইল্যান্ড স্পেশাল, ভিয়েতনামিজ কফি ইত্যাদি। এছাড়া খাবারের মধ্যে থাকবে লবস্টার এক্সও ডাম্পলিং, কাতসু চিকেন, নিগিমা ইয়াকিতোরি লিক স্কিউয়ার, জেসমিন রাইস, লবস্টার থার্মিডর, ক্লেপট মাশরুম, অ্যাভোকাডো অ্যান্ড পকশয় ইন স্পাইসি অয়েস্টার স্যস, থাই কোকোনাট মিল্ক পুডিং ইত্যাদি।   
ছবি: ভাস্কর মুখোপাধ্যায়
28d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা