দেশ

চন্দ্রযান-৪, ভেনাস মিশন, নতুন প্রজন্মের রকেট ও স্পেস স্টেশনে ছাড়পত্র মন্ত্রিসভার

বেঙ্গালুরু: এবার চন্দ্রযান-৪ অভিযান। চারটি বহুমুখী মহাকাশ কর্মসূচিতে ছাড়পত্র দিল মোদি সরকার। বুধবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে বসেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেখানেই এব্যাপারে সিলমোহর দেওয়া হয়। মহাকাশে মানুষ পাঠানোর লক্ষ্যে গগনযান প্রকল্প হাতে নিয়েছে ইসরো। সেই প্রকল্পের বরাদ্দ বাড়িয়ে ২০ হাজার কোটি টাকা করা হয়েছে এদিন। আগের তুলনায় বরাদ্দের পরিমাণ প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেল। চন্দ্রযান-৪ ছাড়া বাকি যে প্রকল্পগুলিতে অনুমোদন দেওয়া হয়েছে, সেগুলি হল ভেনাস অর্বিটার মিশন (ভিওএম), দ্য নেক্সট জেনারেশন লঞ্চ ভেহিক্যাল (এনজিএলভি) এবং ভারতীয় অন্তরীক্ষ স্টেশন (বিএএস)। 
চন্দ্রযান মিশনে চাঁদের রুক্ষ দক্ষিণ মেরুতে সফ্ট ল্যান্ডিং করে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। সেই সাফল্যের উপর ভিত্তি করে পরবর্তী চন্দ্রযান-৪ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের লক্ষ্য বহুবিধ। চাঁদে সফল অবতরণের পর নমুনা সংগ্রহ করে নিরাপদে মহাকাশযানকে পৃথিবীতে ফিরিয়ে আনতে হবে। এর জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত উদ্ভাবনের লক্ষ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে চন্দ্রযান-৪ কর্মসূচির। শুক্র গ্রহের প্রকৃতি, ভূপ্রাকৃতিক গঠন এবং পরিবেশ সমীক্ষা করবে ভিওএম। প্রকল্পের খরচ ১ হাজার ২৩৬ কোটি টাকা। এনজিএলভি প্রকল্পে মহাকাশযান উৎক্ষেপণ নিয়ে পরীক্ষানিরীক্ষা করা হবে। আরও কম খরচে ৩০ টন ওজনের পেলোড যাতে উৎক্ষেপণ করা যায়, তাই নিয়েই চলবে গবেষণা। প্রকল্পের খরচ ৮ হাজার ২৪০ কোটি টাকা। এছাড়া মহাকাশে গবেষণা কেন্দ্র গড়ার জন্য ভারতীয় অন্তরীক্ষ স্টেশন (বিএএস) প্রকল্পেও ছাড়পত্র দেওয়া হয়েছে। 
13h 13m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহসুখ বৃদ্ধি ও সপরিবারে আনন্দ উপভোগ। অন্যের দোষের দায়বহন করতে হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা